নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরু হতে বাকি আর চার দিন। এখনো বিপিএলের প্রস্তুতি পুরোপুরি শুরু করেনি দলগুলো। বিসিবি অবশ্য প্রচার-প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছে পুরো গতিতে। এখন যেমন চলছে তাদের সংগীত উৎসব। বিপিএল আয়োজনে মিরপুরে এখন বেশ কর্মব্যস্ত পরিবেশ। ডিজিটাল বোর্ড, মিটার, জায়ান্ট স্ক্রিন এবং মাঠ সাজানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা।
প্রায় ৩১ কোটি টাকা ব্যয়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে সংস্কারকাজ চলছে এখনো। বিপিএল শুরু হবে ঢাকা পর্ব দিয়ে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংস্কারকাজ তাই শেষ পর্যায়ে। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের ইউনিটসংশ্লিষ্ট ঠিকাদারদের দ্রুত কাজ শেষ করার তাগিদ দিয়েছে। ব্যাটে-বলে শাণ দিতে বিপিএলের দলগুলোর এখন অপেক্ষা শুধু মাঠে নামার।
ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, বিপিএলের বেশির ভাগ দল আগামীকাল থেকে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করবে। বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজি শুরুতে তাদের স্থানীয় ক্রিকেটারদের নিয়ে মিরপুরে প্রস্তুতি শুরু করবে। ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরা জাতীয় দলের ক্রিকেটাররা আরও দু-এক দিন বিশ্রামে থাকতে পারেন। বিদেশি ক্রিকেটাররা নিজ নিজ দলে যোগ দিতে পারেন কাল থেকেই।
টুর্নামেন্টের একমাত্র দল হিসেবে প্রস্তুতির নিজস্ব সুযোগ-সুবিধা নিয়ে রংপুর রাইডার্স অনুশীলন শুরু করবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। গত আসরে তারা ঢাকার অদূরে পুবাইলের মাসকো সাকিব ক্রিকেট একাডেমিতে অনুশীলন করেছিল। তবে ভ্রমণের ঝক্কি এড়াতে এবার রংপুর ছাড়া বাকি দলগুলো বিসিবির অনুশীলনের ব্যবস্থার ওপর নির্ভর করছে। এতে মিরপুরের একাডেমি মাঠে নির্ধারিত দুই-তিন ঘণ্টার সময়ে প্রস্তুতি নিতে হবে। এতে সেই পুরোনো ‘অনুশীলনজট’ তৈরি হওয়ার আশঙ্কা থাকছে।
গত বিপিএলে অবশ্য ভিন্ন দৃশ্য দেখা গিয়েছিল। ২০২৪ বিপিএলের ৫টি ফ্র্যাঞ্চাইজি অনুশীলনের জন্য আলাদা ভেন্যু ব্যবহার করেছিল। সাকিব মাসকো একাডেমি, পুবেরগাঁও ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (পিকেএসপি) ও বিকেএসপিতে অনুশীলন সেরেছিল দলগুলো। পিকেএসপিতে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচও খেলেছিল কোনো কোনো দল।
বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ বিভাগ সূত্রে জানা গেছে, দলগুলোর চাহিদা অনুযায়ী মাঠ ও উইকেট প্রস্তুতির কাজ চলছে। একাডেমি মাঠে ইনডোর সুবিধা নতুনভাবে যুক্ত হয়েছে, যেখানে যেকোনো দল প্রস্তুতি নিতে পারবে। তবে বিশৃঙ্খলা এড়াতে প্রতিটি দলকে বেঁধে দেওয়া সময়ের মধ্যেই অনুশীলন সারতে হবে।
চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স, ঢাকা ক্যাপিটালস, দুর্বার রাজশাহী এবং চিটাগাং কিংসের স্থানীয় ক্রিকেটাররা আজ থেকেই নির্ধারিত টিম হোটেলে উঠতে শুরু করবেন। এরই মধ্যে চিটাগাং কিংসের অস্ট্রেলিয়ান কোচ শন টেইট ঢাকায় এসে পৌঁছেছেন। রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থার দলের সঙ্গে যোগ দেবেন ২৭ ডিসেম্বর। ফরচুন বরিশালের হয়ে খেলার জন্য আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর কাল রাতেই ঢাকায় আসার কথা।
প্রচারণা, প্রস্তুতি শেষে মাঠের লড়াই শুরু ৩০ ডিসেম্বর। উদ্বোধনী দিনে দুপুরের ম্যাচে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল মুখোমুখি হবে এবারের আসরের নতুন দল দুর্বার রাজশাহী। সন্ধ্যার ম্যাচে সদ্য গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি ঢাকা ক্যাপিটালস।
এবার তাহলে নেই মাশরাফি-সাকিব!
বিপিএলের শুরু থেকেই মাঠ রাঙাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা আর সাকিব আল হাসান। মাশরাফি বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক, সাকিব সবচেয়ে বেশি জিতেছেন টুর্নামেন্টসেরার পুরস্কার। এই দুই তারকাই অনিশ্চিত এবারের বিপিএলে। দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দুজনের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। দুজনের নামের পাশে যে লেগে আছে রাজনৈতিক পরিচয়। আগস্টের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দুজনের পক্ষেই দেশের মাঠে খেলা কঠিন হয়ে পড়েছে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাশরাফি দেশে আছেন, সাকিব বিদেশ থেকে ফিরতে পারছেন না। বর্তমান পরিস্থিতিতে বিপিএল কিংবা দেশের মাঠে যেকোনো ক্রিকেট তাঁদের খেলা কঠিনই।
২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরু হতে বাকি আর চার দিন। এখনো বিপিএলের প্রস্তুতি পুরোপুরি শুরু করেনি দলগুলো। বিসিবি অবশ্য প্রচার-প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছে পুরো গতিতে। এখন যেমন চলছে তাদের সংগীত উৎসব। বিপিএল আয়োজনে মিরপুরে এখন বেশ কর্মব্যস্ত পরিবেশ। ডিজিটাল বোর্ড, মিটার, জায়ান্ট স্ক্রিন এবং মাঠ সাজানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা।
প্রায় ৩১ কোটি টাকা ব্যয়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে সংস্কারকাজ চলছে এখনো। বিপিএল শুরু হবে ঢাকা পর্ব দিয়ে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংস্কারকাজ তাই শেষ পর্যায়ে। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের ইউনিটসংশ্লিষ্ট ঠিকাদারদের দ্রুত কাজ শেষ করার তাগিদ দিয়েছে। ব্যাটে-বলে শাণ দিতে বিপিএলের দলগুলোর এখন অপেক্ষা শুধু মাঠে নামার।
ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, বিপিএলের বেশির ভাগ দল আগামীকাল থেকে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করবে। বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজি শুরুতে তাদের স্থানীয় ক্রিকেটারদের নিয়ে মিরপুরে প্রস্তুতি শুরু করবে। ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরা জাতীয় দলের ক্রিকেটাররা আরও দু-এক দিন বিশ্রামে থাকতে পারেন। বিদেশি ক্রিকেটাররা নিজ নিজ দলে যোগ দিতে পারেন কাল থেকেই।
টুর্নামেন্টের একমাত্র দল হিসেবে প্রস্তুতির নিজস্ব সুযোগ-সুবিধা নিয়ে রংপুর রাইডার্স অনুশীলন শুরু করবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। গত আসরে তারা ঢাকার অদূরে পুবাইলের মাসকো সাকিব ক্রিকেট একাডেমিতে অনুশীলন করেছিল। তবে ভ্রমণের ঝক্কি এড়াতে এবার রংপুর ছাড়া বাকি দলগুলো বিসিবির অনুশীলনের ব্যবস্থার ওপর নির্ভর করছে। এতে মিরপুরের একাডেমি মাঠে নির্ধারিত দুই-তিন ঘণ্টার সময়ে প্রস্তুতি নিতে হবে। এতে সেই পুরোনো ‘অনুশীলনজট’ তৈরি হওয়ার আশঙ্কা থাকছে।
গত বিপিএলে অবশ্য ভিন্ন দৃশ্য দেখা গিয়েছিল। ২০২৪ বিপিএলের ৫টি ফ্র্যাঞ্চাইজি অনুশীলনের জন্য আলাদা ভেন্যু ব্যবহার করেছিল। সাকিব মাসকো একাডেমি, পুবেরগাঁও ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (পিকেএসপি) ও বিকেএসপিতে অনুশীলন সেরেছিল দলগুলো। পিকেএসপিতে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচও খেলেছিল কোনো কোনো দল।
বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ বিভাগ সূত্রে জানা গেছে, দলগুলোর চাহিদা অনুযায়ী মাঠ ও উইকেট প্রস্তুতির কাজ চলছে। একাডেমি মাঠে ইনডোর সুবিধা নতুনভাবে যুক্ত হয়েছে, যেখানে যেকোনো দল প্রস্তুতি নিতে পারবে। তবে বিশৃঙ্খলা এড়াতে প্রতিটি দলকে বেঁধে দেওয়া সময়ের মধ্যেই অনুশীলন সারতে হবে।
চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স, ঢাকা ক্যাপিটালস, দুর্বার রাজশাহী এবং চিটাগাং কিংসের স্থানীয় ক্রিকেটাররা আজ থেকেই নির্ধারিত টিম হোটেলে উঠতে শুরু করবেন। এরই মধ্যে চিটাগাং কিংসের অস্ট্রেলিয়ান কোচ শন টেইট ঢাকায় এসে পৌঁছেছেন। রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থার দলের সঙ্গে যোগ দেবেন ২৭ ডিসেম্বর। ফরচুন বরিশালের হয়ে খেলার জন্য আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর কাল রাতেই ঢাকায় আসার কথা।
প্রচারণা, প্রস্তুতি শেষে মাঠের লড়াই শুরু ৩০ ডিসেম্বর। উদ্বোধনী দিনে দুপুরের ম্যাচে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল মুখোমুখি হবে এবারের আসরের নতুন দল দুর্বার রাজশাহী। সন্ধ্যার ম্যাচে সদ্য গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি ঢাকা ক্যাপিটালস।
এবার তাহলে নেই মাশরাফি-সাকিব!
বিপিএলের শুরু থেকেই মাঠ রাঙাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা আর সাকিব আল হাসান। মাশরাফি বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক, সাকিব সবচেয়ে বেশি জিতেছেন টুর্নামেন্টসেরার পুরস্কার। এই দুই তারকাই অনিশ্চিত এবারের বিপিএলে। দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দুজনের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। দুজনের নামের পাশে যে লেগে আছে রাজনৈতিক পরিচয়। আগস্টের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দুজনের পক্ষেই দেশের মাঠে খেলা কঠিন হয়ে পড়েছে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাশরাফি দেশে আছেন, সাকিব বিদেশ থেকে ফিরতে পারছেন না। বর্তমান পরিস্থিতিতে বিপিএল কিংবা দেশের মাঠে যেকোনো ক্রিকেট তাঁদের খেলা কঠিনই।
একটু দেরি করে আজ ভোরে যাঁরা টিভি অন করেছেন, পর্দায় চোখ রেখেই হকচকিয়ে গেছেন। এও কী সম্ভব! যে জসপ্রীত বুমরা শিকার করেই অভ্যস্ত, বক্সিং ডে টেস্ট শুরুর দিনেই উল্টো তিনি ‘শিকার’ ব্যাটারের হাতে! আর সেই ব্যাটার একদমই আনকোরা—স্যাম কনস্টাস; বয়স ১৯ বছর ৮৫ দিন।
৩ ঘণ্টা আগেসেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনে পড়েছে ১৩ উইকেট। সব উইকেট গেছে পেসারদের পকেটে। ক্যারিয়ারে দ্বিতীয়বার ৫ উইকেট নিয়ে দিনের সেরা বোলার দক্ষিণ আফ্রিকার ড্যান পিটারসন। তাঁর তোপেই পাকিস্তানের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২১১ রানে।
৩ ঘণ্টা আগেসারা দিনে খেলা হয়েছে ৮৫ ওভার। তবে প্রথম দিন একটু আগেভাগে শেষ হয়েছে আলোকস্বল্পতার কারণে। তার আগে শন উইলিয়ামসই আলোকিত করে রেখেছিলেন বুলাওয়ের কুইনস স্পোর্স ক্লাব। তাঁর টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে রানের পাহাড়ও গড়েছে জিম্বাবুয়ে। দিন পার করেছে ৪ উইকেটে ৩৬৩ রান নিয়ে।
৩ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলের নেতৃত্বে থাকবেন সুমাইয়া আক্তার, আর সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন আফিয়া আশিমা ইরা।
৪ ঘণ্টা আগে