ক্রীড়া ডেস্ক
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ জানাতে পার্থ টেস্টে পাকিস্তানের বিপক্ষে কালো আর্মব্যান্ড পরে খেলেছেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। কিন্তু আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, খাজার আর্মব্যান্ডের ব্যাপারটি নাকি আইসিসির নিয়মভঙ্গের মধ্যে পড়েছে।
পার্থ টেস্টে ‘সব জীবন সমান’ ও ‘স্বাধীনতা মানুষের অধিকার’—এমন স্লোগান সংবলিত জুতা পরেও মাঠে নামতে চেয়েছিলেন খাজা। কিন্তু শেষ পর্যন্ত সেটি করেননি। খেলেছেন কালো আর্মব্যান্ড পরে। এমন ঘটনা অবশ্য নতুন কিছু নয়। ফুটবলে হরহামেশা এমন দৃশ্য দেখা যায়। ক্রিকেটেও অনেক সময় কোনো আন্তর্জাতিক ক্রিকেটার, তাঁদের পরিবারের সদস্য ও নির্দিষ্ট কোনো ঘটনায় কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন ক্রিকেটাররা। কিন্তু এ জন্য আগে থেকে আইসিসির অনুমতি নিতে হয়।
খাজা নাকি আইসিসি থেকে সেই অনুমতি নেননি। আইসিসির নিয়মে রয়েছে, পোশাক ও সরঞ্জামে ব্যক্তিগত বার্তা প্রদর্শনের ক্ষেত্রে খেলোয়াড়কে বোর্ড এবং আইসিসির ক্রিকেট পরিচালনা বিভাগের অনুমতি লাগবে।
আইসিসির একজন মুখপাত্র ক্রিকইনফোকে জানিয়েছে, খাজা তাঁর আর্মব্যান্ডের মাধ্যমে ব্যক্তিগত বার্তা দিতে চেয়েছেন। কিন্তু তার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া বা আইসিসির অনুমতি চাননি। ব্যক্তিগত বার্তার ক্ষেত্রে সেটি নিতে হয়। ফলে আইসিসির ক্লথিং অ্যান্ড ইকুইপমেন্টের ‘এফ’ ধারা ভঙ্গ করেছেন খাজা।
যদিও খাজার বিরুদ্ধে শাস্তির ব্যাপারে আইসিসির পক্ষ থেকে এখনো কোনো বার্তা পাওয়া যায়নি। ২৬ ডিসেম্বর মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে শুরু হবে বক্সিং ডে টেস্টে। খাজার অবশ্য সেই ম্যাচ খেলা নিয়েও কোনো সংশয় নেই। কারণ ১২ মাসের মধ্যে এমন অপরাধ চারবার করলেও সর্বোচ্চ ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করার আইন রয়েছে।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ জানাতে পার্থ টেস্টে পাকিস্তানের বিপক্ষে কালো আর্মব্যান্ড পরে খেলেছেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। কিন্তু আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, খাজার আর্মব্যান্ডের ব্যাপারটি নাকি আইসিসির নিয়মভঙ্গের মধ্যে পড়েছে।
পার্থ টেস্টে ‘সব জীবন সমান’ ও ‘স্বাধীনতা মানুষের অধিকার’—এমন স্লোগান সংবলিত জুতা পরেও মাঠে নামতে চেয়েছিলেন খাজা। কিন্তু শেষ পর্যন্ত সেটি করেননি। খেলেছেন কালো আর্মব্যান্ড পরে। এমন ঘটনা অবশ্য নতুন কিছু নয়। ফুটবলে হরহামেশা এমন দৃশ্য দেখা যায়। ক্রিকেটেও অনেক সময় কোনো আন্তর্জাতিক ক্রিকেটার, তাঁদের পরিবারের সদস্য ও নির্দিষ্ট কোনো ঘটনায় কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন ক্রিকেটাররা। কিন্তু এ জন্য আগে থেকে আইসিসির অনুমতি নিতে হয়।
খাজা নাকি আইসিসি থেকে সেই অনুমতি নেননি। আইসিসির নিয়মে রয়েছে, পোশাক ও সরঞ্জামে ব্যক্তিগত বার্তা প্রদর্শনের ক্ষেত্রে খেলোয়াড়কে বোর্ড এবং আইসিসির ক্রিকেট পরিচালনা বিভাগের অনুমতি লাগবে।
আইসিসির একজন মুখপাত্র ক্রিকইনফোকে জানিয়েছে, খাজা তাঁর আর্মব্যান্ডের মাধ্যমে ব্যক্তিগত বার্তা দিতে চেয়েছেন। কিন্তু তার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া বা আইসিসির অনুমতি চাননি। ব্যক্তিগত বার্তার ক্ষেত্রে সেটি নিতে হয়। ফলে আইসিসির ক্লথিং অ্যান্ড ইকুইপমেন্টের ‘এফ’ ধারা ভঙ্গ করেছেন খাজা।
যদিও খাজার বিরুদ্ধে শাস্তির ব্যাপারে আইসিসির পক্ষ থেকে এখনো কোনো বার্তা পাওয়া যায়নি। ২৬ ডিসেম্বর মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে শুরু হবে বক্সিং ডে টেস্টে। খাজার অবশ্য সেই ম্যাচ খেলা নিয়েও কোনো সংশয় নেই। কারণ ১২ মাসের মধ্যে এমন অপরাধ চারবার করলেও সর্বোচ্চ ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করার আইন রয়েছে।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৭ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৭ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৭ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৮ ঘণ্টা আগে