অনলাইন ডেস্ক
ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার স্বপ্ন ছিল সাকিব আল হাসানের। প্রস্তুতি নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট খেলতে। নানা কারণে সেই টেস্টটি আর খেলা হয়নি তাঁর। ইতিমধ্যে টি-টোয়েন্টিকেও বিদায় জানিয়ে দিয়েছেন সাকিব। গত বিশ্বকাপেই তিনি খেলেছেন তাঁর শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।
সাকিব ওয়ানডেকে বিদায় জানাতে চান আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি খেলে। তাঁর সেই ইচ্ছা পূরণও যে সহজ নয়, কিছুদিনের নানা ঘটনায় তা পরিষ্কার। সামনে সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের (৬, ৯ ও ১১ নভেম্বর) দল এ সপ্তাহে চূড়ান্ত করে ফেলতে চান নির্বাচকেরা। সেটিতে সাকিব কি থাকছেন, সে আলোচনা এসে যাচ্ছে অবধারিতভাবে।
কাল বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আজকের পত্রিকাকে বলেন, ‘সাকিবকে প্রথম টেস্টের দলে রাখা হয়েছিল বোর্ডের চাওয়ায়। কিন্তু কেন খেলেননি, তা সবারই জানা। আফগানিস্তান সিরিজে তাঁর খেলা পুরোপুরি বোর্ড সভাপতির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ফিজিওর কাছ থেকে ইতিবাচক প্রতিবেদন পেয়েছি, সাকিব সম্পূর্ণ ফিট। তবে দল ঘোষণার আগে তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এলে আবারও ফিজিওর প্রতিবেদন নেব।’
ক্রীড়া উপদেষ্টার পরামর্শ মেনে দেশে সাকিবকে বিদায়ী টেস্ট খেলতে নিরুৎসাহিত করা হয়েছিল। কিন্তু সামনে ওয়ানডে সিরিজটা দেশের বাইরে, এখানে সাকিব খেলবেন কি খেলবেন না, সেটা জানতে নির্বাচক প্যানেল তাকিয়ে ফারুকের দিকে। বর্তমানে আরব আমিরাতে থাকা বিসিবি সভাপতির দেশে ফেরার কথা কাল।
ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার স্বপ্ন ছিল সাকিব আল হাসানের। প্রস্তুতি নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট খেলতে। নানা কারণে সেই টেস্টটি আর খেলা হয়নি তাঁর। ইতিমধ্যে টি-টোয়েন্টিকেও বিদায় জানিয়ে দিয়েছেন সাকিব। গত বিশ্বকাপেই তিনি খেলেছেন তাঁর শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।
সাকিব ওয়ানডেকে বিদায় জানাতে চান আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি খেলে। তাঁর সেই ইচ্ছা পূরণও যে সহজ নয়, কিছুদিনের নানা ঘটনায় তা পরিষ্কার। সামনে সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের (৬, ৯ ও ১১ নভেম্বর) দল এ সপ্তাহে চূড়ান্ত করে ফেলতে চান নির্বাচকেরা। সেটিতে সাকিব কি থাকছেন, সে আলোচনা এসে যাচ্ছে অবধারিতভাবে।
কাল বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আজকের পত্রিকাকে বলেন, ‘সাকিবকে প্রথম টেস্টের দলে রাখা হয়েছিল বোর্ডের চাওয়ায়। কিন্তু কেন খেলেননি, তা সবারই জানা। আফগানিস্তান সিরিজে তাঁর খেলা পুরোপুরি বোর্ড সভাপতির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ফিজিওর কাছ থেকে ইতিবাচক প্রতিবেদন পেয়েছি, সাকিব সম্পূর্ণ ফিট। তবে দল ঘোষণার আগে তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এলে আবারও ফিজিওর প্রতিবেদন নেব।’
ক্রীড়া উপদেষ্টার পরামর্শ মেনে দেশে সাকিবকে বিদায়ী টেস্ট খেলতে নিরুৎসাহিত করা হয়েছিল। কিন্তু সামনে ওয়ানডে সিরিজটা দেশের বাইরে, এখানে সাকিব খেলবেন কি খেলবেন না, সেটা জানতে নির্বাচক প্যানেল তাকিয়ে ফারুকের দিকে। বর্তমানে আরব আমিরাতে থাকা বিসিবি সভাপতির দেশে ফেরার কথা কাল।
বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদ গত আগস্টে দায়িত্ব নেওয়ার পর আর সব খাতের মতো সংস্কারের ঘোষণা দিয়েছিলেন। প্রায় আট মাস আগে দায়িত্ব নিয়ে তিনি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, আগের বোর্ড পরিচালনায় পাওয়া কিছু অসংগতির তদন্তে একটি বেসরকারি নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অডিট করাবেন।
১ ঘণ্টা আগেএকের পর এক রেকর্ড গড়েই চলেছেন নিগার সুলতানা জ্যোতিরা। আর তাতে বিশ্বকাপ বাছাইয়ে নতুন উচ্চতায় দল। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ দলীয় স্কোর, রানের হিসাবে সবচেয়ে বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েন মেয়েরা। রেকর্ড গড়ার এই জয়ের ধারা ধরে রেখে
৭ ঘণ্টা আগেস্টেডিয়ামের উন্নয়ন ও সংস্কার প্রকল্পের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছ থেকে বাড়তি ২৫ লাখ ডলার (৩০ কোটি ৪০ লাখ টাকা) পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মালয়েশিয়ার কুয়ালালামপুরে গত ১২ এপ্রিল হয়েছে এএফসির কংগ্রেস। সেখানে অংশ নিয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল...
৮ ঘণ্টা আগেরিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ নিয়ে যতটা হাইপ—ইন্টার মিলান ঠিক বিপরীত মেরুতে। নিভৃতে যেন বাধা ডিঙিয়ে ডিঙিয়ে ছুটছে সিমোন ইনজাঘির ‘আন্ডাররেটেড মাস্টারপিস’। যারা ২০২৪-২৫ মৌসুমে ইন্টারের খেলা দেখেন তাঁরা হয়তো ইনজাঘির মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল স্কালোনিরও মাঝে মাঝে সমন্বয়ও খুঁজে পেতে পারেন।
৯ ঘণ্টা আগে