নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার স্বপ্ন ছিল সাকিব আল হাসানের। প্রস্তুতি নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট খেলতে। নানা কারণে সেই টেস্টটি আর খেলা হয়নি তাঁর। ইতিমধ্যে টি-টোয়েন্টিকেও বিদায় জানিয়ে দিয়েছেন সাকিব। গত বিশ্বকাপেই তিনি খেলেছেন তাঁর শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।
সাকিব ওয়ানডেকে বিদায় জানাতে চান আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি খেলে। তাঁর সেই ইচ্ছা পূরণও যে সহজ নয়, কিছুদিনের নানা ঘটনায় তা পরিষ্কার। সামনে সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের (৬, ৯ ও ১১ নভেম্বর) দল এ সপ্তাহে চূড়ান্ত করে ফেলতে চান নির্বাচকেরা। সেটিতে সাকিব কি থাকছেন, সে আলোচনা এসে যাচ্ছে অবধারিতভাবে।
কাল বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আজকের পত্রিকাকে বলেন, ‘সাকিবকে প্রথম টেস্টের দলে রাখা হয়েছিল বোর্ডের চাওয়ায়। কিন্তু কেন খেলেননি, তা সবারই জানা। আফগানিস্তান সিরিজে তাঁর খেলা পুরোপুরি বোর্ড সভাপতির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ফিজিওর কাছ থেকে ইতিবাচক প্রতিবেদন পেয়েছি, সাকিব সম্পূর্ণ ফিট। তবে দল ঘোষণার আগে তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এলে আবারও ফিজিওর প্রতিবেদন নেব।’
ক্রীড়া উপদেষ্টার পরামর্শ মেনে দেশে সাকিবকে বিদায়ী টেস্ট খেলতে নিরুৎসাহিত করা হয়েছিল। কিন্তু সামনে ওয়ানডে সিরিজটা দেশের বাইরে, এখানে সাকিব খেলবেন কি খেলবেন না, সেটা জানতে নির্বাচক প্যানেল তাকিয়ে ফারুকের দিকে। বর্তমানে আরব আমিরাতে থাকা বিসিবি সভাপতির দেশে ফেরার কথা কাল।
ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার স্বপ্ন ছিল সাকিব আল হাসানের। প্রস্তুতি নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট খেলতে। নানা কারণে সেই টেস্টটি আর খেলা হয়নি তাঁর। ইতিমধ্যে টি-টোয়েন্টিকেও বিদায় জানিয়ে দিয়েছেন সাকিব। গত বিশ্বকাপেই তিনি খেলেছেন তাঁর শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।
সাকিব ওয়ানডেকে বিদায় জানাতে চান আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি খেলে। তাঁর সেই ইচ্ছা পূরণও যে সহজ নয়, কিছুদিনের নানা ঘটনায় তা পরিষ্কার। সামনে সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের (৬, ৯ ও ১১ নভেম্বর) দল এ সপ্তাহে চূড়ান্ত করে ফেলতে চান নির্বাচকেরা। সেটিতে সাকিব কি থাকছেন, সে আলোচনা এসে যাচ্ছে অবধারিতভাবে।
কাল বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আজকের পত্রিকাকে বলেন, ‘সাকিবকে প্রথম টেস্টের দলে রাখা হয়েছিল বোর্ডের চাওয়ায়। কিন্তু কেন খেলেননি, তা সবারই জানা। আফগানিস্তান সিরিজে তাঁর খেলা পুরোপুরি বোর্ড সভাপতির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ফিজিওর কাছ থেকে ইতিবাচক প্রতিবেদন পেয়েছি, সাকিব সম্পূর্ণ ফিট। তবে দল ঘোষণার আগে তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এলে আবারও ফিজিওর প্রতিবেদন নেব।’
ক্রীড়া উপদেষ্টার পরামর্শ মেনে দেশে সাকিবকে বিদায়ী টেস্ট খেলতে নিরুৎসাহিত করা হয়েছিল। কিন্তু সামনে ওয়ানডে সিরিজটা দেশের বাইরে, এখানে সাকিব খেলবেন কি খেলবেন না, সেটা জানতে নির্বাচক প্যানেল তাকিয়ে ফারুকের দিকে। বর্তমানে আরব আমিরাতে থাকা বিসিবি সভাপতির দেশে ফেরার কথা কাল।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৪ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৪ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
৬ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
৭ ঘণ্টা আগে