ক্রীড়া ডেস্ক
অসাধারণ, দুর্ধর্ষ—২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বোলিং দেখে এসব বিশেষণ দিলে মোটেও বাড়াবাড়ি হবে না। বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে প্রতিপক্ষ দলের ব্যাটাররা রীতিমতো চোখে সর্ষেফুল দেখছেন। তানজিম হাসান সাকিব-মোস্তাফিজুর রহমানরা উইকেট নিচ্ছেন পাল্লা দিয়ে।
রেকর্ড গড়তে তানজিম সাকিব ও মোস্তাফিজুর রহমান আজ বেছে নিলেন নেপালকেই। তাদের রেকর্ড গড়ার দিনে সেন্ট ভিনসেন্টে আজ নেপালের ব্যাটিং লাইন-আপ দুমড়ে-মুচড়ে গেছে। তানজিম সাকিব ও ফিজ নিয়েছেন ৪ ও ৩ উইকেট। দুজনেই ৪ ওভারের কোটা পূর্ণ করেছেন ও ৭ রান করে দিয়েছেন। ২১ ডট দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বেশি ডট দেওয়ার কীর্তি গড়েছেন তানজিম সাকিব। মোস্তাফিজ দিয়েছেন ২০ ডট। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনিংসে ডটের হিসেবে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিম সাকিব ও ফিজের উইকেট এখন ৯ ও ৭। কিপ্টে বোলিংয়ের কারণে দুজনেই সেরা দশে উঠে এসেছেন। তিন ও সাতে অবস্থান করছেন তানজিম সাকিব ও মোস্তাফিজ। বাংলাদেশ সুপার এইটে আরও উইকেট নেওয়ার সুযোগ পাচ্ছেন এই দুই বোলার।
১২ উইকেট নিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন সর্বোচ্চ উইকেটশিকারী ফজলহক ফারুকি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং ফারুকি করেছেন এবারের বিশ্বকাপে। তার দুর্দান্ত বোলিংই মূলত উগান্ডা ও নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানদের বিশাল জয় পেতে দারুণ অবদান রেখেছে। তানজিম সাকিবের সমান ৯ উইকেট নিয়েছেন এনরিখ নরকীয়া ও অ্যাডাম জাম্পা। ইকোনমির কারণে নরকীয়া ও জাম্পা অবস্থান করছেন দুই ও চারে। নুয়ান থুসারা ও আলজারি জোসেফ নিয়েছেন ৮টি করে উইকেট। যেখানে শ্রীলঙ্কা এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে এবং ওয়েস্ট ইন্ডিজ সুপার এইটে উঠেছে। থুসারার বিশ্বকাপ শেষ হয়ে গেলেও উইকেট সংখ্যা বাড়ানোর সুযোগ থাকছে জোসেফের।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী দশ বোলার |
|||
উইকেট |
ইকোনমি |
দল |
|
ফজলহক ফারুকি |
১২ |
৩.৭০ |
আফগানিস্তান |
এনরিখ নরকীয়া |
৯ |
৪.৩৭ |
দক্ষিণ আফ্রিকা |
তানজিম হাসান সাকিব |
৯ |
৪.৮০ |
বাংলাদেশ |
অ্যাডাম জাম্পা |
৯ |
৫.৮৭ |
অস্ট্রেলিয়া |
আলজারি জোসেফ |
৮ |
৫.৩৬ |
ওয়েস্ট ইন্ডিজ |
নুয়ান থুসারা |
৮ |
৫.৬২ |
শ্রীলঙ্কা |
মোস্তাফিজুর রহমান |
৭ |
৩.৩৭ |
বাংলাদেশ |
আকিল হোসেন |
৭ |
৩.৭২ |
ওয়েস্ট ইন্ডিজ |
ট্রেন্ট বোল্ট |
৭ |
৩.৭৫ |
নিউজিল্যান্ড |
মোহাম্মদ আমির |
৭ |
৪.৫০ |
পাকিস্তান |
*২০২৪ সালের ১৭ জুন বাংলাদেশ-নেপাল ম্যাচ পর্যন্ত |
অসাধারণ, দুর্ধর্ষ—২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বোলিং দেখে এসব বিশেষণ দিলে মোটেও বাড়াবাড়ি হবে না। বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে প্রতিপক্ষ দলের ব্যাটাররা রীতিমতো চোখে সর্ষেফুল দেখছেন। তানজিম হাসান সাকিব-মোস্তাফিজুর রহমানরা উইকেট নিচ্ছেন পাল্লা দিয়ে।
রেকর্ড গড়তে তানজিম সাকিব ও মোস্তাফিজুর রহমান আজ বেছে নিলেন নেপালকেই। তাদের রেকর্ড গড়ার দিনে সেন্ট ভিনসেন্টে আজ নেপালের ব্যাটিং লাইন-আপ দুমড়ে-মুচড়ে গেছে। তানজিম সাকিব ও ফিজ নিয়েছেন ৪ ও ৩ উইকেট। দুজনেই ৪ ওভারের কোটা পূর্ণ করেছেন ও ৭ রান করে দিয়েছেন। ২১ ডট দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বেশি ডট দেওয়ার কীর্তি গড়েছেন তানজিম সাকিব। মোস্তাফিজ দিয়েছেন ২০ ডট। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনিংসে ডটের হিসেবে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিম সাকিব ও ফিজের উইকেট এখন ৯ ও ৭। কিপ্টে বোলিংয়ের কারণে দুজনেই সেরা দশে উঠে এসেছেন। তিন ও সাতে অবস্থান করছেন তানজিম সাকিব ও মোস্তাফিজ। বাংলাদেশ সুপার এইটে আরও উইকেট নেওয়ার সুযোগ পাচ্ছেন এই দুই বোলার।
১২ উইকেট নিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন সর্বোচ্চ উইকেটশিকারী ফজলহক ফারুকি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং ফারুকি করেছেন এবারের বিশ্বকাপে। তার দুর্দান্ত বোলিংই মূলত উগান্ডা ও নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানদের বিশাল জয় পেতে দারুণ অবদান রেখেছে। তানজিম সাকিবের সমান ৯ উইকেট নিয়েছেন এনরিখ নরকীয়া ও অ্যাডাম জাম্পা। ইকোনমির কারণে নরকীয়া ও জাম্পা অবস্থান করছেন দুই ও চারে। নুয়ান থুসারা ও আলজারি জোসেফ নিয়েছেন ৮টি করে উইকেট। যেখানে শ্রীলঙ্কা এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে এবং ওয়েস্ট ইন্ডিজ সুপার এইটে উঠেছে। থুসারার বিশ্বকাপ শেষ হয়ে গেলেও উইকেট সংখ্যা বাড়ানোর সুযোগ থাকছে জোসেফের।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী দশ বোলার | |||
উইকেট |
ইকোনমি |
দল | |
ফজলহক ফারুকি |
১২ |
৩.৭০ |
আফগানিস্তান |
এনরিখ নরকীয়া |
৯ |
৪.৩৭ |
দক্ষিণ আফ্রিকা |
তানজিম হাসান সাকিব |
৯ |
৪.৮০ |
বাংলাদেশ |
অ্যাডাম জাম্পা |
৯ |
৫.৮৭ |
অস্ট্রেলিয়া |
আলজারি জোসেফ |
৮ |
৫.৩৬ |
ওয়েস্ট ইন্ডিজ |
নুয়ান থুসারা |
৮ |
৫.৬২ |
শ্রীলঙ্কা |
মোস্তাফিজুর রহমান |
৭ |
৩.৩৭ |
বাংলাদেশ |
আকিল হোসেন |
৭ |
৩.৭২ |
ওয়েস্ট ইন্ডিজ |
ট্রেন্ট বোল্ট |
৭ |
৩.৭৫ |
নিউজিল্যান্ড |
মোহাম্মদ আমির |
৭ |
৪.৫০ |
পাকিস্তান |
*২০২৪ সালের ১৭ জুন বাংলাদেশ-নেপাল ম্যাচ পর্যন্ত |
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১১ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১১ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১২ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১৩ ঘণ্টা আগে