ক্রীড়া ডেস্ক
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে পাকিস্তানের বিদায়ঘণ্টা বেজে গেছে অনেক আগেই। ফ্লোরিডার লডারহিলে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পাকিস্তানের জন্য স্রেফ নিয়মরক্ষার। সান্ত্বনা নিয়ে বিশ্বকাপ শেষ করতে পাকিস্তান করতে হবে ১০৭ রান।
ফ্লোরিডার লডারহিলে বৈরি আবহাওয়ায় এবারের বিশ্বকাপে এর আগে তিন ম্যাচের তিনটিই পরিত্যক্ত হয়েছে। কোনোটিতে একটা বলও মাঠে গড়ায়নি। সেখানে আজ পাকিস্তান-আয়ারল্যান্ডে ম্যাচে ভিন্ন এক লডারহিলকে দেখা গেল। আয়ারল্যান্ডের জন্যও ম্যাচটি নিয়মরক্ষার। পাকিস্তানের বিধ্বংসী বোলিংয়ে আইরিশরা আটকে গেছে ৯ উইকেটে ১০৬ রানে।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। অ্যান্ড্রু বলবার্নির সঙ্গে উদ্বোধনী জুটি গড়তে নামেন স্টার্লিং। তবে রানের খাতা খোলার আগেই জুটিটি ভেঙে যায়। ইনিংসের তৃতীয় বলে বলবার্নিকে বোল্ড করেন শাহিন শাহ আফ্রিদি। একই ওভারের পঞ্চম বলে তিন নম্বরে নামা লরকান টাকারকেও ফেরান শাহিন। ২ বলে ২ রান করা টাকার ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের তালুবন্দী হয়েছেন।
প্রথম ওভারে শাহিনের জোড়া ধাক্কা সামলাতে না সামলাতে আবার ধাক্কা খায় আয়ারল্যান্ড। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে স্টার্লিংকে কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন মোহাম্মদ আমির। শাহিন-আমিরের পর্যায়বৃত্ত আক্রমণ যেন চলতে থাকে লডারহিলে। তৃতীয় ওভারের শেষ বলে হ্যারি টেক্টরকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন শাহিন। টেক্টর ৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। ৩ ওভারে ১৫ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে জুটি বেঁধে হাল ধরার চেষ্টা করছিলেন জর্জ ডকরেল ও কার্টিস ক্যাম্ফার। তবে পঞ্চম উইকেট জুটিতে ক্যাম্ফার-ডকরেলের জুটির অবদান ১৬ বলে ১৩ রানের। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে ডকরেলকে কট এন্ড বোল্ড করেন আমির। পাওয়ার প্লে (প্রথম ৬ ওভার) আয়ারল্যান্ড শেষ করেছে ৫ উইকেটে ৩২ রানে।
পাওয়ার প্লে শেষ হতে না হতেই আয়ারল্যান্ড হারায় ষষ্ঠ উইকেট। সপ্তম ওভারের চতুর্থ বলে কাম্ফারকে ফেরান হারিস রউফ। ১৪ বলে ১ চারে ৭ রান করেন কাম্ফার। আইরিশদের স্কোর হয়ে যায় ৬.৪ ওভারে ৬ উইকেটে ৩২ রান। বিপদে পড়া আয়ারল্যান্ড যেন এরপর কিছুটা হলেও আলোর দিশা পায় মার্ক অ্যাডাইর ও গ্যারেথ ডেলানির জুটিতে। সপ্তম উইকেটে অ্যাডাইর ও ডেলানি জুটি বেঁধে যোগ করেন ৩০ বলে ৪৪ রান। ১২ তম ওভারের তৃতীয় বলে ডেলানিকে ফিরিয়ে জুটি ভাঙেন ইমাদ ওয়াসিম। ১৯ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩১ রান করেন ডেলানি।
আয়ারল্যান্ডের সপ্তম উইকেটের জুটি ভাঙার পর ইমাদ দ্রুত ফেরান অ্যাডাইর ও ব্যারি ম্যাকার্থিকে। উইকেট নেওয়ার পাশাপাশি বোলিংয়ে দারুণ কিপ্টেমির পরিচয় দেন ইমাদ। ৪ ওভারে ৮ রান দিয়ে নেন ৩ উইকেট। পাকিস্তানের বাহাতি স্পিনারের ঘূর্ণিতে দিশেহারা আইরিশদের স্কোর হয়ে যায় ১৪ ওভারে ৯ উইকেটে ৮০ রান। বেন হোয়াইট ও জশ লিটল দশম উইকেটে ৩৬ বলে ২৬ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। তাতেই মূলত আইরিশরা ১০০ পেরিয়েছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে পাকিস্তানের বিদায়ঘণ্টা বেজে গেছে অনেক আগেই। ফ্লোরিডার লডারহিলে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পাকিস্তানের জন্য স্রেফ নিয়মরক্ষার। সান্ত্বনা নিয়ে বিশ্বকাপ শেষ করতে পাকিস্তান করতে হবে ১০৭ রান।
ফ্লোরিডার লডারহিলে বৈরি আবহাওয়ায় এবারের বিশ্বকাপে এর আগে তিন ম্যাচের তিনটিই পরিত্যক্ত হয়েছে। কোনোটিতে একটা বলও মাঠে গড়ায়নি। সেখানে আজ পাকিস্তান-আয়ারল্যান্ডে ম্যাচে ভিন্ন এক লডারহিলকে দেখা গেল। আয়ারল্যান্ডের জন্যও ম্যাচটি নিয়মরক্ষার। পাকিস্তানের বিধ্বংসী বোলিংয়ে আইরিশরা আটকে গেছে ৯ উইকেটে ১০৬ রানে।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। অ্যান্ড্রু বলবার্নির সঙ্গে উদ্বোধনী জুটি গড়তে নামেন স্টার্লিং। তবে রানের খাতা খোলার আগেই জুটিটি ভেঙে যায়। ইনিংসের তৃতীয় বলে বলবার্নিকে বোল্ড করেন শাহিন শাহ আফ্রিদি। একই ওভারের পঞ্চম বলে তিন নম্বরে নামা লরকান টাকারকেও ফেরান শাহিন। ২ বলে ২ রান করা টাকার ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের তালুবন্দী হয়েছেন।
প্রথম ওভারে শাহিনের জোড়া ধাক্কা সামলাতে না সামলাতে আবার ধাক্কা খায় আয়ারল্যান্ড। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে স্টার্লিংকে কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন মোহাম্মদ আমির। শাহিন-আমিরের পর্যায়বৃত্ত আক্রমণ যেন চলতে থাকে লডারহিলে। তৃতীয় ওভারের শেষ বলে হ্যারি টেক্টরকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন শাহিন। টেক্টর ৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। ৩ ওভারে ১৫ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে জুটি বেঁধে হাল ধরার চেষ্টা করছিলেন জর্জ ডকরেল ও কার্টিস ক্যাম্ফার। তবে পঞ্চম উইকেট জুটিতে ক্যাম্ফার-ডকরেলের জুটির অবদান ১৬ বলে ১৩ রানের। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে ডকরেলকে কট এন্ড বোল্ড করেন আমির। পাওয়ার প্লে (প্রথম ৬ ওভার) আয়ারল্যান্ড শেষ করেছে ৫ উইকেটে ৩২ রানে।
পাওয়ার প্লে শেষ হতে না হতেই আয়ারল্যান্ড হারায় ষষ্ঠ উইকেট। সপ্তম ওভারের চতুর্থ বলে কাম্ফারকে ফেরান হারিস রউফ। ১৪ বলে ১ চারে ৭ রান করেন কাম্ফার। আইরিশদের স্কোর হয়ে যায় ৬.৪ ওভারে ৬ উইকেটে ৩২ রান। বিপদে পড়া আয়ারল্যান্ড যেন এরপর কিছুটা হলেও আলোর দিশা পায় মার্ক অ্যাডাইর ও গ্যারেথ ডেলানির জুটিতে। সপ্তম উইকেটে অ্যাডাইর ও ডেলানি জুটি বেঁধে যোগ করেন ৩০ বলে ৪৪ রান। ১২ তম ওভারের তৃতীয় বলে ডেলানিকে ফিরিয়ে জুটি ভাঙেন ইমাদ ওয়াসিম। ১৯ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩১ রান করেন ডেলানি।
আয়ারল্যান্ডের সপ্তম উইকেটের জুটি ভাঙার পর ইমাদ দ্রুত ফেরান অ্যাডাইর ও ব্যারি ম্যাকার্থিকে। উইকেট নেওয়ার পাশাপাশি বোলিংয়ে দারুণ কিপ্টেমির পরিচয় দেন ইমাদ। ৪ ওভারে ৮ রান দিয়ে নেন ৩ উইকেট। পাকিস্তানের বাহাতি স্পিনারের ঘূর্ণিতে দিশেহারা আইরিশদের স্কোর হয়ে যায় ১৪ ওভারে ৯ উইকেটে ৮০ রান। বেন হোয়াইট ও জশ লিটল দশম উইকেটে ৩৬ বলে ২৬ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। তাতেই মূলত আইরিশরা ১০০ পেরিয়েছে।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১২ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১৩ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১৪ ঘণ্টা আগে