Ajker Patrika

দলের ৫৬৩ রান, ভারতীয় ক্রিকেটার একাই ৩৪৬

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৭: ৫৫
ট্রিপল সেঞ্চুরি করা ইরা যাদব। ছবি: বিসিসিআই
ট্রিপল সেঞ্চুরি করা ইরা যাদব। ছবি: বিসিসিআই

খেলা ভারতের অনূর্ধ্ব-১৯ উইমেন্স ওয়ানডে ট্রফির। ইরা যাদবের বয়স ১৪। কিন্তু তাঁর দক্ষ ব্যাটিংয়ের সামনে বয়স কোনো বাধা হতে পারেনি। খুনে ব্যাটিংয়ে রীতিমতো ওলটপালট করে দিয়েছেন রেকর্ড বই। সীমিত ওভারের ক্রিকেটে প্রথম ভারতীয় নারী ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন ইরা।

ইরার ৩৪৬ রানের রানের ম্যাচে তাঁর দল মুম্বাই ৫৪৪ রানের বড় ব্যবধানে হারিয়ে মেঘালয়কে। আগে ব্যাটিংয়ে নেমে ইরার বিধ্বংসী ইনিংসের কল্যাণে ৫০ ওভারে ৩ উইকেটে ৫৬৩ রান করে মুম্বাই। এই টুর্নামেন্টে প্রথমবার ৫০০-এর বেশি রানের রেকর্ডও গড়েছে তারা। সেঞ্চুরি করেছেন দলের অধিনায়ক হার্লি গালাও। তাঁর ব্যাট থেকে আসে ৭৯ বলে ১১৬ রান।

১৫৭ বলে ৩৪৬ রান করে অপরাজিত থাকেন ইরা। ২২০.৩৮ স্ট্রাইক রেটের ইনিংসে মেরেছেন ৪২ চার ও ১৬টি ছক্কা। সাদা বলে প্রথম ভারতীয় নারী ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করলেও ভাঙতে পারেননি বিশ্ব রেকর্ড। মেয়েদের অনূর্ধ্ব-১৯ ম্যাচে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড দক্ষিণ আফ্রিকার লিজেল লির। ২০১০ সালে ৪২৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন এ প্রোটিয়া ব্যাটার।

ইরা ও গালা দ্বিতীয় উইকেটে গড়েন ২৭৪ রানের জুটি। যেখানে তাঁর অবদান ৭১ বলে ১৪৯। পরে দিকশা পাওয়ারের সঙ্গে গড়েন ১৮৬ রানের আরেকটি জুটি। এ জুটিতে ইরার অবদান ৫০ বলে ১৩৭ রান। মেঘালয়ের তিন বোলারই রান দিয়েছেন ১০০-এর বেশি।

মুম্বাইয়ের দেওয়া ৫৬৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৯ রানে গুটিয়ে যা মেঘালয়। জয় পায় ৫৪৪ রানের। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, মাসখানেক আগে উইমেন্স প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) কোনো দল পাননি ইরা। মিনি নিলামে তাঁর নামও ছিল। তবে কোনো দল বয়স কম হওয়ায় তাঁকে দলে নিতে আগ্রহ দেখায়নি। কিন্তু মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের রিজার্ভেও আছেন ইরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ছাত্রলীগের সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন

১ কিমি খোঁড়ার পর ঠিকাদার বুঝলেন, ভুল সড়কে কাজ করছেন

এশিয়ার সেরা সুপ্ত সম্ভাবনা বাংলাদেশের স্বাস্থ্য খাত, বিপুল বিনিয়োগের সুযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত