সৌম্য সরকারের আলোচনায় আসা যেন খুব পরিচিত দৃশ্য। বিশেষ করে, গত কয়েক মাস ধরে বিভিন্ন রেকর্ডে নাম লিখিয়ে পাদপ্রতীপের আলোয় চলে আসছেন তিনি। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার একটু ভিন্নরকম ঘটনার কারণে এবার আলোচনায় এসেছেন।
সৌম্যর এবারের ঘটনা গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে। বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে হয়েছে ঘটনাটা। বিনুরা ফার্নান্দোর করা চতুর্থ ওভারের ভেতরে ঢোকা প্রথম বলটা পুল করেন সৌম্য। ব্যাটের নিচ দিয়ে বল পেরিয়ে উইকেটকিপার কুশল মেন্ডিসের হাতে জমা পড়ে। সঙ্গে সঙ্গে লঙ্কানদের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার গাজী সোহেলও দেন আউট। তৎক্ষণাৎ রিভিউ নেন সৌম্যও। রিভিউয়ে স্পাইক দেখা গেলেও সেটা ব্যাটের সঙ্গে বলের কি না, এটা নিয়েই ছিল প্রশ্ন। টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল দিয়েছেন নট আউট।
আলোচিত নট আউট নিয়ে সৌম্যর কাছেই প্রশ্ন করা হয় ম্যাচ শেষে। সম্প্রচারকারী টেলিভিশন টি-স্পোর্টসকে ম্যাচের পর বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘আত্মবিশ্বাসী ছিলাম যে আমার ব্যাটে লাগেনি। বুঝতে পেরেছিলাম। যখনই আম্পায়ার আউট দিয়েছেন, সরাসরি রিভিউ নিয়েছি কারণ আত্মবিশ্বাসী ছিলাম যে আমার (ব্যাটে) লাগেনি। হয়তোবা কোনো একটা আওয়াজ এসেছিল। আমার চেইন থেকে হতে পারে বা হেলমেট থেকে হতে পারে। ব্যাটের সঙ্গে ব্যবধান ছিল। যখন চলে আসছিলাম, স্নিকোতে দেখেছিলাম তো বুঝতে পারিনি। তবে আত্মবিশ্বাসী ছিলাম যে ব্যাটে লাগেনি। তাই লিটনের (দাস) কাছে জিজ্ঞেস না করে সরাসরি রিভিউ নিয়ে ফেলি।’
সৌম্যর বিপক্ষে যখন আউটের আবেদন হয়, তখন তাঁর স্কোর ছিল ৯ বলে ১৪। তবে জীবন পেয়েও বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ২২ বলে ২৬ রান করে আউট হয়েছেন বাজে এক শট খেলে। ইনিংসের সপ্তম ওভারের পঞ্চম বলে মাতিশা পাতিরানাকে পুল করতে যান সৌম্য। যথাযথ টাইমিং না হওয়া বল মিড উইকেটে সহজেই লুফে নেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ম্যাচ শেষেও অবশ্য এর রেশ রয়ে যায়। বাংলাদেশের আম্পায়ারের বিরুদ্ধে শ্রীলঙ্কা নালিশ করবে বলে জানা গেছে। টি-টোয়েন্টি সিরিজটি কাভার করতে আসা একমাত্র শ্রীলঙ্কান সাংবাদিক দানুশকা অরবিন্দের সিংহলিজ ভাষায় করা প্রশ্নে এমনটাই জানিয়েছেন নাভিদ নওয়াজ। এই সিরিজের দায়িত্বে থাকা আইসিসির ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে তাঁরা অভিযোগ করবেন।
বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। সিলেটে পরশু সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে এশিয়ার দল দুটি।
সৌম্য সরকারের আলোচনায় আসা যেন খুব পরিচিত দৃশ্য। বিশেষ করে, গত কয়েক মাস ধরে বিভিন্ন রেকর্ডে নাম লিখিয়ে পাদপ্রতীপের আলোয় চলে আসছেন তিনি। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার একটু ভিন্নরকম ঘটনার কারণে এবার আলোচনায় এসেছেন।
সৌম্যর এবারের ঘটনা গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে। বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে হয়েছে ঘটনাটা। বিনুরা ফার্নান্দোর করা চতুর্থ ওভারের ভেতরে ঢোকা প্রথম বলটা পুল করেন সৌম্য। ব্যাটের নিচ দিয়ে বল পেরিয়ে উইকেটকিপার কুশল মেন্ডিসের হাতে জমা পড়ে। সঙ্গে সঙ্গে লঙ্কানদের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার গাজী সোহেলও দেন আউট। তৎক্ষণাৎ রিভিউ নেন সৌম্যও। রিভিউয়ে স্পাইক দেখা গেলেও সেটা ব্যাটের সঙ্গে বলের কি না, এটা নিয়েই ছিল প্রশ্ন। টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল দিয়েছেন নট আউট।
আলোচিত নট আউট নিয়ে সৌম্যর কাছেই প্রশ্ন করা হয় ম্যাচ শেষে। সম্প্রচারকারী টেলিভিশন টি-স্পোর্টসকে ম্যাচের পর বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘আত্মবিশ্বাসী ছিলাম যে আমার ব্যাটে লাগেনি। বুঝতে পেরেছিলাম। যখনই আম্পায়ার আউট দিয়েছেন, সরাসরি রিভিউ নিয়েছি কারণ আত্মবিশ্বাসী ছিলাম যে আমার (ব্যাটে) লাগেনি। হয়তোবা কোনো একটা আওয়াজ এসেছিল। আমার চেইন থেকে হতে পারে বা হেলমেট থেকে হতে পারে। ব্যাটের সঙ্গে ব্যবধান ছিল। যখন চলে আসছিলাম, স্নিকোতে দেখেছিলাম তো বুঝতে পারিনি। তবে আত্মবিশ্বাসী ছিলাম যে ব্যাটে লাগেনি। তাই লিটনের (দাস) কাছে জিজ্ঞেস না করে সরাসরি রিভিউ নিয়ে ফেলি।’
সৌম্যর বিপক্ষে যখন আউটের আবেদন হয়, তখন তাঁর স্কোর ছিল ৯ বলে ১৪। তবে জীবন পেয়েও বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ২২ বলে ২৬ রান করে আউট হয়েছেন বাজে এক শট খেলে। ইনিংসের সপ্তম ওভারের পঞ্চম বলে মাতিশা পাতিরানাকে পুল করতে যান সৌম্য। যথাযথ টাইমিং না হওয়া বল মিড উইকেটে সহজেই লুফে নেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ম্যাচ শেষেও অবশ্য এর রেশ রয়ে যায়। বাংলাদেশের আম্পায়ারের বিরুদ্ধে শ্রীলঙ্কা নালিশ করবে বলে জানা গেছে। টি-টোয়েন্টি সিরিজটি কাভার করতে আসা একমাত্র শ্রীলঙ্কান সাংবাদিক দানুশকা অরবিন্দের সিংহলিজ ভাষায় করা প্রশ্নে এমনটাই জানিয়েছেন নাভিদ নওয়াজ। এই সিরিজের দায়িত্বে থাকা আইসিসির ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে তাঁরা অভিযোগ করবেন।
বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। সিলেটে পরশু সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে এশিয়ার দল দুটি।
বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদ গত আগস্টে দায়িত্ব নেওয়ার পর আর সব খাতের মতো সংস্কারের ঘোষণা দিয়েছিলেন। প্রায় আট মাস আগে দায়িত্ব নিয়ে তিনি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, আগের বোর্ড পরিচালনায় পাওয়া কিছু অসংগতির তদন্তে একটি বেসরকারি নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অডিট করাবেন।
৩৩ মিনিট আগেএকের পর এক রেকর্ড গড়েই চলেছেন নিগার সুলতানা জ্যোতিরা। আর তাতে বিশ্বকাপ বাছাইয়ে নতুন উচ্চতায় দল। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ দলীয় স্কোর, রানের হিসাবে সবচেয়ে বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েন মেয়েরা। রেকর্ড গড়ার এই জয়ের ধারা ধরে রেখে
৭ ঘণ্টা আগেস্টেডিয়ামের উন্নয়ন ও সংস্কার প্রকল্পের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছ থেকে বাড়তি ২৫ লাখ ডলার (৩০ কোটি ৪০ লাখ টাকা) পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মালয়েশিয়ার কুয়ালালামপুরে গত ১২ এপ্রিল হয়েছে এএফসির কংগ্রেস। সেখানে অংশ নিয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল...
৮ ঘণ্টা আগেরিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ নিয়ে যতটা হাইপ—ইন্টার মিলান ঠিক বিপরীত মেরুতে। নিভৃতে যেন বাধা ডিঙিয়ে ডিঙিয়ে ছুটছে সিমোন ইনজাঘির ‘আন্ডাররেটেড মাস্টারপিস’। যারা ২০২৪-২৫ মৌসুমে ইন্টারের খেলা দেখেন তাঁরা হয়তো ইনজাঘির মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল স্কালোনিরও মাঝে মাঝে সমন্বয়ও খুঁজে পেতে পারেন।
৯ ঘণ্টা আগে