স্মিথের রেকর্ডের দিনে লর্ডসে অস্ট্রেলিয়ার দাপট

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৯ জুন ২০২৩, ১১: ৫৫
Thumbnail image

এজবাস্টনে অ্যাশেজের প্রথম টেস্টে হাসেনি স্টিভ স্মিথের ব্যাট। গড়া হয়নি রেকর্ডও। রানে ফিরতে লর্ডসে দ্বিতীয় টেস্টকেই বেছে নিলেন স্মিথ। তাঁর রেকর্ড গড়ার দিনে আজ প্রথম দিন থেকেই ইংল্যান্ডের ওপর ছড়ি ঘোরাচ্ছে অস্ট্রেলিয়া। 

টস হেরে আজ ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় অস্ট্রেলিয়া। প্রথম সেশনে বৃষ্টি হানা দিয়েছে কয়েকবার। বৃষ্টি হানা দিলেও অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে তা তেমন একটা অসুবিধা করেনি। উদ্বোধনী জুটিতে ৭৩ রান যোগ করেন উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার। ১৭ রান করা খাজাকে বোল্ড করে জুটি ভাঙেন জশ টাং। ইংলিশ এই পেসারের তা অ্যাশেজে প্রথম উইকেট। খাজা আউট হলেও আক্রমণাত্মক ব্যাটিং করেন ওয়ার্নার। ২২তম ওভারের চতুর্থ বলে টাংকে ছক্কা মেরে তুলে নেন ওয়ার্নার টেস্টের ৩৫তম ফিফটি। ফিফটি করতে অস্ট্রেলিয়ার এই ওপেনারের লেগেছে ৬৬ বল। তবে দ্বিতীয় উইকেটে লাবুশেনের সঙ্গে ওয়ার্নারের জুটিটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৮৮ বলে ৬৬ রান করা ওয়ার্নার বোল্ড হয়ে যান টাংয়ের বলে। ৪০ বলে ২৩ রানের জুটি হয়েছে দ্বিতীয় উইকেটে। 

খাজা, ওয়ার্নার—এ দুই ওপেনারের বিদায়ের পর উইকেটে আসেন স্মিথ। স্মিথের ইনিংসটা অবশ্য দ্রুত শেষ হয়ে যেতে পারত। ৩৪তম ওভারের তৃতীয় বলে স্টুয়ার্ট ব্রড কট বিহাইন্ডের আবেদন করলে আম্পায়ার আউট দিয়ে দেন। এরপর স্মিথ রিভিউ নিলে দেখা যায়, ব্যাট ও বলের কোনো সংযোগ হয়নি। রিভিউ নিয়ে বেঁচে যাওয়ার পরই রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। ৪২তম ওভারের প্রথম বলে বেন স্টোকসকে চার মেরে রেকর্ড বইয়ে নাম লেখান স্মিথ। দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে টেস্টে ৯ হাজার রান করেছেন তিনি। অস্ট্রেলিয়ার এই ব্যাটারের লেগেছে ১৭৪ ইনিংস। ১৭২ ইনিংসে দ্রুততম ৯ হাজার রানের রেকর্ড কুমার সাঙ্গাকারার। 

রেকর্ড গড়েই শুধু স্মিথ থেমে থাকেননি। টেস্ট ক্যারিয়ারের ৩৮তম ফিফটি তুলে নিয়েছেন তিনি। এখন পর্যন্ত ৬৪ ওভারে ৩ উইকেটে ২৫২ রান করেছে অস্ট্রেলিয়া। ৫৪ রান করে অপরাজিত আছেন স্মিথ। আর ৩৫ বলে ৩৭ রান করে অপরাজিত আছেন ট্রাভিস হেড। টাংয়ের ২ উইকেটের পাশাপাশি ১ উইকেট নিয়েছেন ওলি রবিনসন। ৪৭ রান করা লাবুশেনের উইকেট নিয়েছেন রবিনসন। তৃতীয় উইকেটে ১০২ রানের জুটি গড়েছিলেন স্মিথ-লাবুশেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত