ক্রীড়া ডেস্ক
টেস্ট অভিষেকে ডাবল সেঞ্চুরি করে গত বছর বাংলাদেশকে হতাশায় ডুবিয়েছিলেন কাইল মেয়ার্স। সেই মেয়ার্স এরপর আরও ১১টি টেস্ট খেলে ফেললেও ছিল না বড় কোনো ইনিংস।
‘প্রিয় প্রতিপক্ষ’ বাংলাদেশকে পেয়ে এবার আরেক দফা জ্বলে উঠেছেন মেয়ার্স। সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজকে শুধু বিপর্যয় থেকে উদ্ধারই করেননি, বাংলাদেশের ম্যাচে ফেরার কিঞ্চিৎ সম্ভাবনাটুকুও নস্যাৎ করে দিয়েছেন।
১৩২ রানে ৪ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ দিন শেষে ৫ উইকেটে করেছে ৩৪০ রান। প্রথম ইনিংসে স্বাগতিকেরা এগিয়ে ১০৬ রানে। ১৮০ বলে ১২৬ রানে অপরাজিত মেয়ার্স আজ তৃতীয় দিনের গোড়াপত্তন করবেন।
মেয়ার্সের এমন ইনিংস রাসেল ডমিঙ্গোর কাছে শাস্তি ও শাসন মনে হচ্ছে। তাঁকে দেখে নিজ শিষ্যদের শিক্ষাও নিতে বলেছেন বাংলাদেশ কোচ, ‘মেয়ার্সের মতো ইনিংস আমাদের কেউ খেলতে পারছে না। গত বছরও ওয়েস্ট ইন্ডিজ আমাদের বিপক্ষে ৪০০ রান তাড়া করেছে ওর ডাবল সেঞ্চুরির সুবাদে। ওকে দেখে শিক্ষা নেওয়া উচিত। টেস্ট ম্যাচ সত্যিই অনেক কঠিন। ও এরকম ভালো করতে থাকলে শাস্তি পেতেই থাকব।’
টেস্ট খেলার মতো মেজাজ ও প্রখরতা আছে বলেই মেয়ার্স সফল হচ্ছেন বলে মত ডমিঙ্গোর, ‘নিজের ভাগ্য নিজেই গড়ে নিচ্ছে মেয়ার্স। সে ইতিবাচক ব্যাটিং করছে। কাভারে অনেক রান করছে। পরিকল্পনা অনুযায়ী যতক্ষণ ইচ্ছা পছন্দের শটগুলো খেলতে পারছে। ওর মধ্যে প্রখরতা আছে। আমরা বাজে বল করলেই ও শাসন করছে।’
নিজ শিষ্যরা ইনিংস বড় করতে না পারায় হতাশ ডমিঙ্গো, ‘আমাদের দলের অনেক ক্রিকেটার ছন্দ খুঁজে বেড়াচ্ছে, রানের পেছনে ছুটছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসার একটাই উপায়, লম্বা সময় ধরে ব্যাট করা। অনেক ৩০-৪০ রানের ইনিংস হচ্ছে। কেউ কেউ ৫০ রান করছে। কিন্তু মেয়ার্সের মতো কেউ হতে পারছে না। এটাই দলীয় সংগ্রহকে ২৩০ থেকে ৪০০ রানে পৌঁছে দেয়। পরে এটাই টেস্টের পার্থক্য গড়ে দেয়।’
টেস্ট অভিষেকে ডাবল সেঞ্চুরি করে গত বছর বাংলাদেশকে হতাশায় ডুবিয়েছিলেন কাইল মেয়ার্স। সেই মেয়ার্স এরপর আরও ১১টি টেস্ট খেলে ফেললেও ছিল না বড় কোনো ইনিংস।
‘প্রিয় প্রতিপক্ষ’ বাংলাদেশকে পেয়ে এবার আরেক দফা জ্বলে উঠেছেন মেয়ার্স। সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজকে শুধু বিপর্যয় থেকে উদ্ধারই করেননি, বাংলাদেশের ম্যাচে ফেরার কিঞ্চিৎ সম্ভাবনাটুকুও নস্যাৎ করে দিয়েছেন।
১৩২ রানে ৪ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ দিন শেষে ৫ উইকেটে করেছে ৩৪০ রান। প্রথম ইনিংসে স্বাগতিকেরা এগিয়ে ১০৬ রানে। ১৮০ বলে ১২৬ রানে অপরাজিত মেয়ার্স আজ তৃতীয় দিনের গোড়াপত্তন করবেন।
মেয়ার্সের এমন ইনিংস রাসেল ডমিঙ্গোর কাছে শাস্তি ও শাসন মনে হচ্ছে। তাঁকে দেখে নিজ শিষ্যদের শিক্ষাও নিতে বলেছেন বাংলাদেশ কোচ, ‘মেয়ার্সের মতো ইনিংস আমাদের কেউ খেলতে পারছে না। গত বছরও ওয়েস্ট ইন্ডিজ আমাদের বিপক্ষে ৪০০ রান তাড়া করেছে ওর ডাবল সেঞ্চুরির সুবাদে। ওকে দেখে শিক্ষা নেওয়া উচিত। টেস্ট ম্যাচ সত্যিই অনেক কঠিন। ও এরকম ভালো করতে থাকলে শাস্তি পেতেই থাকব।’
টেস্ট খেলার মতো মেজাজ ও প্রখরতা আছে বলেই মেয়ার্স সফল হচ্ছেন বলে মত ডমিঙ্গোর, ‘নিজের ভাগ্য নিজেই গড়ে নিচ্ছে মেয়ার্স। সে ইতিবাচক ব্যাটিং করছে। কাভারে অনেক রান করছে। পরিকল্পনা অনুযায়ী যতক্ষণ ইচ্ছা পছন্দের শটগুলো খেলতে পারছে। ওর মধ্যে প্রখরতা আছে। আমরা বাজে বল করলেই ও শাসন করছে।’
নিজ শিষ্যরা ইনিংস বড় করতে না পারায় হতাশ ডমিঙ্গো, ‘আমাদের দলের অনেক ক্রিকেটার ছন্দ খুঁজে বেড়াচ্ছে, রানের পেছনে ছুটছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসার একটাই উপায়, লম্বা সময় ধরে ব্যাট করা। অনেক ৩০-৪০ রানের ইনিংস হচ্ছে। কেউ কেউ ৫০ রান করছে। কিন্তু মেয়ার্সের মতো কেউ হতে পারছে না। এটাই দলীয় সংগ্রহকে ২৩০ থেকে ৪০০ রানে পৌঁছে দেয়। পরে এটাই টেস্টের পার্থক্য গড়ে দেয়।’
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৩ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৪ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৪ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৫ ঘণ্টা আগে