ক্রীড়া ডেস্ক
তামিম ইকবাল ও মোহাম্মদ সাইফউদ্দিন—দুজনেরই পেশাদার ক্রিকেটে ফেরা এবারের বিপিএল দিয়ে। যেখানে সাইফউদ্দিন গত বছরের মে মাসের পর গতকাল ফিরেছেন পেশাদার ক্রিকেটে। দুজনেই এবার খেলছেন ফরচুন বরিশালের হয়ে।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল ফরচুন বরিশালকে ১৪৬ রানের লক্ষ্য দিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টি-টোয়েন্টিতে তা হয়তো আহামরি তেমন বড় লক্ষ্য নয়। তবে এই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৯ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ফরচুন বরিশাল। বরিশাল অধিনায়ক তামিম নিজের প্রথম ৩৩ বলে করেন ৩১ রান। স্ট্রাইকরেট যেখানে ১০০-এরও কম। এরপর যখন ৩৪ বলে ৫৬ রান দরকার বরিশালের, সে সময় শহীদুল ইসলামের বল এগিয়ে খেলতে যান তামিম। হাত থেকে ব্যাট এক রকম ছুটে যাওয়ায় ব্যাকওয়ার্ড পয়েন্টে এজ হওয়া বল ক্যাচ ধরেন সৈকত আলি। ৪৬ বলে ৪৯ রান করেন তামিম, যা টি-টোয়েন্টির সঙ্গে মানানসই নয়। শেষ পর্যন্ত বরিশালও ম্যাচ হেরে যায় ১৬ রানে।
ম্যাচ শেষে ফরচুন বরিশালের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন ফ্র্যাঞ্চাইজিটির কোচ মিজানুর রহমান বাবুল। তামিমের ব্যাটিং প্রসঙ্গে বাবুল বলেন, ‘তামিম যতক্ষণ খেলেছে, ম্যাচটা আমাদের পক্ষেই ছিল। ১০ রান করে দরকার ছিল তখন। শহীদুলের ওভারে তামিম আউট হয়েছে। রান বাড়াতে সুযোগ নিতে চেয়েছিল। সে (তামিম) সেট ব্যাটার, তাকেই সুযোগ নিতে হতো। হাত থেকে ব্যাট ছুটে গিয়েছে, ঠিকমতো সংযোগ করতে পারেনি।’
অন্যদিকে ৯ মাস পর পেশাদার ক্রিকেটে ফেরা সাইফুদ্দিন গতকাল ব্যাটিং করেন ৮ নম্বরে। সাইফুদ্দিন যখন নামেন, তখন বরিশালের জয়ের সমীকরণ ছিল ২১ বলে ৪৮ রানের। সেই সময় নেমে ১৮ বলে দুটি করে চার ও ছক্কায় ৩০ রান করে অপরাজিত থাকেন সাইফুদ্দিন। সাইফউদ্দিনের ব্যাটিংয়ের প্রশংসা করে বাবুল বলেন, ‘সাইফউদ্দিন যখন ব্যাট করছিল, তখন ১৮-২০ রান করে দরকার। তখন কিছু করার ছিল না তার। ৩-৪টা বল ভালোভাবে সংযোগ করতে পেরেছে। লোয়ার অর্ডারে এরকমই খেলে সাইফউদ্দিন।’
তামিম ইকবাল ও মোহাম্মদ সাইফউদ্দিন—দুজনেরই পেশাদার ক্রিকেটে ফেরা এবারের বিপিএল দিয়ে। যেখানে সাইফউদ্দিন গত বছরের মে মাসের পর গতকাল ফিরেছেন পেশাদার ক্রিকেটে। দুজনেই এবার খেলছেন ফরচুন বরিশালের হয়ে।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল ফরচুন বরিশালকে ১৪৬ রানের লক্ষ্য দিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টি-টোয়েন্টিতে তা হয়তো আহামরি তেমন বড় লক্ষ্য নয়। তবে এই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৯ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ফরচুন বরিশাল। বরিশাল অধিনায়ক তামিম নিজের প্রথম ৩৩ বলে করেন ৩১ রান। স্ট্রাইকরেট যেখানে ১০০-এরও কম। এরপর যখন ৩৪ বলে ৫৬ রান দরকার বরিশালের, সে সময় শহীদুল ইসলামের বল এগিয়ে খেলতে যান তামিম। হাত থেকে ব্যাট এক রকম ছুটে যাওয়ায় ব্যাকওয়ার্ড পয়েন্টে এজ হওয়া বল ক্যাচ ধরেন সৈকত আলি। ৪৬ বলে ৪৯ রান করেন তামিম, যা টি-টোয়েন্টির সঙ্গে মানানসই নয়। শেষ পর্যন্ত বরিশালও ম্যাচ হেরে যায় ১৬ রানে।
ম্যাচ শেষে ফরচুন বরিশালের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন ফ্র্যাঞ্চাইজিটির কোচ মিজানুর রহমান বাবুল। তামিমের ব্যাটিং প্রসঙ্গে বাবুল বলেন, ‘তামিম যতক্ষণ খেলেছে, ম্যাচটা আমাদের পক্ষেই ছিল। ১০ রান করে দরকার ছিল তখন। শহীদুলের ওভারে তামিম আউট হয়েছে। রান বাড়াতে সুযোগ নিতে চেয়েছিল। সে (তামিম) সেট ব্যাটার, তাকেই সুযোগ নিতে হতো। হাত থেকে ব্যাট ছুটে গিয়েছে, ঠিকমতো সংযোগ করতে পারেনি।’
অন্যদিকে ৯ মাস পর পেশাদার ক্রিকেটে ফেরা সাইফুদ্দিন গতকাল ব্যাটিং করেন ৮ নম্বরে। সাইফুদ্দিন যখন নামেন, তখন বরিশালের জয়ের সমীকরণ ছিল ২১ বলে ৪৮ রানের। সেই সময় নেমে ১৮ বলে দুটি করে চার ও ছক্কায় ৩০ রান করে অপরাজিত থাকেন সাইফুদ্দিন। সাইফউদ্দিনের ব্যাটিংয়ের প্রশংসা করে বাবুল বলেন, ‘সাইফউদ্দিন যখন ব্যাট করছিল, তখন ১৮-২০ রান করে দরকার। তখন কিছু করার ছিল না তার। ৩-৪টা বল ভালোভাবে সংযোগ করতে পেরেছে। লোয়ার অর্ডারে এরকমই খেলে সাইফউদ্দিন।’
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
২ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৩ ঘণ্টা আগে