ক্রীড়া ডেস্ক
হাতের তালুর মতো চেনা সব মাঠ, দর্শকভর্তি গ্যালারির সমর্থন আর পরিচিত কন্ডিশন। সব মিলিয়ে বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারত। পাঁচ ম্যাচে পাঁচ জয় তুলে নেওয়া রোহিত শর্মার ‘টিম ইন্ডিয়া’কে স্টেশন ছেড়ে যাওয়া চলন্ত ট্রেনের সঙ্গে তুলনা করলেন ওয়াসিম আকরাম। খেলাধুলা বিষয়ক পাকিস্তানি চ্যানেল ‘এ স্পোর্টস’-এর অনুষ্ঠানে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার বললেন, ‘ভারত যেন ব্রেক ফেল করা ছুটে চলা ট্রেন। তাদের তূণ অস্ত্রে ভরা। তাদের মেধা আছে, দক্ষতা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, তারা জানে কীভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়।’
বাংলাদেশের বিপক্ষে খেলায় চোট পাওয়ায় পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তাঁর বিকল্প বোলার হিসেবে খেলেছেন মোহাম্মদ শামি আর বিকল্প ব্যাটার হিসেবে সূর্যকুমার যাদব। দুজনের জায়গা করে দিতে বেঞ্চে বসতে হয়েছে পেস অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে। পরশুই প্রথম মাঠে নামার সুযোগ পেয়েই কী দুর্দান্তভাবেই না নিজেকে চেনালেন শামি। নিজের প্রথম বলেই উইকেট নিয়েছেন। আকাশে ওড়তে থাকা কিউই ব্যাটিং লাইন-আপকে ২৭৩ রানে আটকে রাখতে নিয়েছেন ৫ উইকেট। শেষ ১০ ওভারে ভারতীয় বোলাররা যে মাত্র ৬০ রান দিয়েছেন কিউইদের, তাঁর কৃতিত্ব ও ম্যাচসেরা শামিরই। কিউই ইনিংসের শেষ ১০ ওভারে পতন হওয়া ৬ উইকেটের চারটিই নিয়েছেন তিনি।
আকরাম বলছেন, ‘একটা স্কোয়াড ভারত কিংবা নিউজিল্যান্ডের মতোই হওয়া উচিত। যে কেউ যদি অসুস্থতাবোধ করে বা ফর্মে না থাকে কিংবা প্রতিপক্ষ কিংবা পিচ বিবেচনায় ভিন্ন কাউকে খেলাতে চান, তাহলে বিকল্পের কোনো কমতি নেই।’
২৭৩ রান যেভাবে তাড়া করেছে ভারত, সেটাও অন্য দলগুলোর জন্য শিক্ষণীয় বলে মনে করেন আকরাম, ‘রান তাড়াটা কি দুর্দান্তই না ছিল (তাদের) ! উইকেট পড়ছে, কিন্তু নির্বিকার তারা। মাথা ঠান্ডা রেখে (লক্ষ্যপানে) এগিয়েছে তারা।’
হাতের তালুর মতো চেনা সব মাঠ, দর্শকভর্তি গ্যালারির সমর্থন আর পরিচিত কন্ডিশন। সব মিলিয়ে বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারত। পাঁচ ম্যাচে পাঁচ জয় তুলে নেওয়া রোহিত শর্মার ‘টিম ইন্ডিয়া’কে স্টেশন ছেড়ে যাওয়া চলন্ত ট্রেনের সঙ্গে তুলনা করলেন ওয়াসিম আকরাম। খেলাধুলা বিষয়ক পাকিস্তানি চ্যানেল ‘এ স্পোর্টস’-এর অনুষ্ঠানে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার বললেন, ‘ভারত যেন ব্রেক ফেল করা ছুটে চলা ট্রেন। তাদের তূণ অস্ত্রে ভরা। তাদের মেধা আছে, দক্ষতা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, তারা জানে কীভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়।’
বাংলাদেশের বিপক্ষে খেলায় চোট পাওয়ায় পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তাঁর বিকল্প বোলার হিসেবে খেলেছেন মোহাম্মদ শামি আর বিকল্প ব্যাটার হিসেবে সূর্যকুমার যাদব। দুজনের জায়গা করে দিতে বেঞ্চে বসতে হয়েছে পেস অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে। পরশুই প্রথম মাঠে নামার সুযোগ পেয়েই কী দুর্দান্তভাবেই না নিজেকে চেনালেন শামি। নিজের প্রথম বলেই উইকেট নিয়েছেন। আকাশে ওড়তে থাকা কিউই ব্যাটিং লাইন-আপকে ২৭৩ রানে আটকে রাখতে নিয়েছেন ৫ উইকেট। শেষ ১০ ওভারে ভারতীয় বোলাররা যে মাত্র ৬০ রান দিয়েছেন কিউইদের, তাঁর কৃতিত্ব ও ম্যাচসেরা শামিরই। কিউই ইনিংসের শেষ ১০ ওভারে পতন হওয়া ৬ উইকেটের চারটিই নিয়েছেন তিনি।
আকরাম বলছেন, ‘একটা স্কোয়াড ভারত কিংবা নিউজিল্যান্ডের মতোই হওয়া উচিত। যে কেউ যদি অসুস্থতাবোধ করে বা ফর্মে না থাকে কিংবা প্রতিপক্ষ কিংবা পিচ বিবেচনায় ভিন্ন কাউকে খেলাতে চান, তাহলে বিকল্পের কোনো কমতি নেই।’
২৭৩ রান যেভাবে তাড়া করেছে ভারত, সেটাও অন্য দলগুলোর জন্য শিক্ষণীয় বলে মনে করেন আকরাম, ‘রান তাড়াটা কি দুর্দান্তই না ছিল (তাদের) ! উইকেট পড়ছে, কিন্তু নির্বিকার তারা। মাথা ঠান্ডা রেখে (লক্ষ্যপানে) এগিয়েছে তারা।’
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১২ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১২ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১৩ ঘণ্টা আগে