রউফের সঙ্গে ভক্তের হাতাহাতির ঘটনায় ক্ষুব্ধ পিসিবি সভাপতি 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ১১: ২২
আপডেট : ১৯ জুন ২০২৪, ১১: ৩৩

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের মারাত্মক ভরাডুবি হয়েছে। এমন পরিস্থিতিতে হারিস রউফকে খোঁচা দিয়ে আগুনে ঘি ঢালার মতো কাজই যেন করেছেন এক ভক্ত। সেই ভক্তের সঙ্গে হাতাহাতি হওয়ার মতো অবস্থায় পৌঁছে যান রউফ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মোহসিন নাকভি বেশ খেপেছেন এ ঘটনায়।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভক্তের সঙ্গে তপ্ত বাক্যবিনিময় হয় রউফের। মেজাজ বিগড়ে গেলে ভক্তের দিকে রউফ যখন তেড়েফুড়ে যাচ্ছিলেন, পাকিস্তানি ক্রিকেটারের স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করেন। আরও অনেকেই চেষ্টা করছিলেন রউফকে থামানোর। এমন ঘটনায় পাকিস্তানি পেসারের পাশে দাঁড়িয়েছেন নাকভি। তীব্র নিন্দা জানিয়ে পিসিবি সভাপতি নিজের এক্স হ্যান্ডলে গত রাতে লিখেছেন, ‘হারিস রউফের সঙ্গে যা ঘটেছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের খেলোয়াড়দের বিরুদ্ধে এমন ঘটনা পুরোপুরি অগ্রহণযোগ্য এবং তা বরদাশত করা হবে না। যারা এ ঘটনায় জড়িত, হারিস রউফের কাছে ক্ষমা চাইতে হবে। যদি তা না হয়, তাহলে জড়িত ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেব।’ 

রউফের সঙ্গে ভক্তের হাতাহাতির ঘটনাটি যুক্তরাষ্ট্রে ঘটেছে বলে মনে করা হচ্ছে। কারণ বিশ্বকাপের প্রথম পর্বের চার ম্যাচ পাকিস্তান খেলেছে ডালাস, নিউইয়র্ক, ফ্লোরিডা—যুক্তরাষ্ট্রের এই তিন মাঠে। পাকিস্তানি পেসার নিজের এক্স হ্যান্ডলে গতকাল ঘটনা সম্পর্কে লিখেছেন, ‘আমি ব্যাপারটা সামাজিক মাধ্যমে প্রকাশ করতে চাইছিলাম না। তবে এখন তো ভিডিও প্রচার হয়ে গেছে। আমার মনে হচ্ছে পরিস্থিতিটা জানানো প্রয়োজন। তারকা হিসেবে জনগণের থেকে সব ধরনের প্রতিক্রিয়া সরাসরি পেতে রাজি। আমাদের সমর্থন দেওয়া বা সমালোচনা করার অধিকার তাদের রয়েছে। তবে ব্যাপারটা যখন আমার মা-বাবা ও পরিবার পর্যন্ত চলে গেছে, উত্তর দিতে আমি কোনো দ্বিধাবোধ করব না। পেশা যা-ই হোক, প্রত্যেক মানুষ ও তার পরিবারকে সম্মান দেখানো গুরুত্বপূর্ণ।’  

খেলোয়াড়দের প্রতি ভক্ত-সমর্থকদের আচরণ যেন সীমা লঙ্ঘন না করে, তা বুঝিয়ে দিয়েছেন মোহাম্মদ হাফিজ।  এক্স হ্যান্ডলে হাফিজ লেখেন, ‘ভক্ত-সমর্থকদের জানা উচিত, ক্রিকেটারদের ব্যক্তিগত ও পেশাদারিত্বের যে সীমা রয়েছে, সে ব্যাপারে শ্রদ্ধাশীল থাকা। এটা খুবই সাধারণ নৈতিকতার বিষয়। বিনীতভাবে অনুরোধ করছি।’  

আরও পড়ুন:

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত