নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিপিএলে চট্টগ্রাম পর্বে তামিম ইকবালকে আউট করার পর সাকিব আল হাসানের উদ্যাপন, আবার সাকিবের আউটের পর তামিমের ভেংচি। গত কদিন ধরে সেসব দৃশ্যের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল। দুজনের ভক্তদের মধ্যেও তর্ক-বিতর্কে রোমাঞ্চকর পরিস্থিতি।
সাকিব-তামিমের ব্যক্তিগত দ্বন্দ্ব স্পষ্ট। কিন্তু মাঠে তাঁদের উদ্যাপন উপভোগ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। প্রসঙ্গ টেনে আজ এক অনুষ্ঠানে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এটা আপনারা বেশি উপভোগ করেন। আপনারা চান এ রকম রোমাঞ্চকর কিছু হোক, ভালোই লেগেছে, এটা খুব ভালো। আমি দেখেছি, পরে দেখেছি। কারণ, কিছু কিছু খেলা মিস করেছিলাম।’
এবারের বিপিএলে সাকিব ও তামিম দুজনই দারুণ ছন্দে আছেন। লিগ পর্বে ১১ ম্যাচে তামিমের ৩২৫ রান। তাঁর দল ফরচুন বরিশালের এখনো সুযোগ আছে শেষ চার নিশ্চিত করার। কাল গুরুত্বপূর্ণ ম্যাচে বরিশাল খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে।
এবার বিপিএল শুরু হওয়ার আগে চোখের সমস্যা যথেষ্ট ভুগিয়েছে সাকিবকে। টুর্নামেন্ট চলাকালীন চক্ষুবিশেষজ্ঞ দেখাতে গিয়েছিলেন সিঙ্গাপুরেও। এতে রংপুরের প্রথম ৫ ম্যাচের মধ্যে সাকিব খেলেননি একটি ম্যাচ, কয়েক ম্যাচে নিজের পজিশনে ব্যাটিং করেননি, দুই ম্যাচে আবার ব্যাটিংয়েই নামেননি। টুর্নামেন্টে ঠিকঠাক ব্যাটিং করতে পারবেন কি না, সেটি নিয়েই ছিল সংশয়।
রংপুরের প্রথম ৬ ম্যাচে সাকিবের নামের পাশে ছিল ৪ রান আর ৬ উইকেট। কিন্তু পরের ৬ ম্যাচে দৃশ্যপট একেবারেই বদলে গেল—২৪৫ রানের পাশাপাশি ১১ উইকেট নিয়ে পুষিয়ে দিলেন প্রথমার্ধের হতাশা। এখন সাকিব টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে।
লিগ পর্ব শেষে ৯ ইনিংসে সাকিবের এখন ২৪৯ রান, বল হাতে ১১ ম্যাচে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১৭ উইকেট। নজরকাড়া ১৬৮.২৪ স্ট্রাইকরেটের সঙ্গে ৬.২৩ ইকোনমি। বিপিএলের ইম্প্যাক্টফুল খেলোয়াড়ের তালিকার চূড়াতেও সাকিব। মাঠে শুধু পারফরম্যান্সেই নয়, তাঁরা নানা অভিব্যক্তি, উদ্যাপন আর উপস্থিতি যথেষ্ট বিনোদিতও করছে দর্শকদের।
দুর্দান্ত ফর্মে থাকা এই সাকিবকে পাওয়া যাবে না শ্রীলঙ্কা সিরিজে। বিপিএলে ঠিকঠাক খেললেও জাতীয় দলের প্রসঙ্গে কদিন আগে বিসিবি জানিয়েছিল, সাকিবের চোখের সমস্যা সেরে ওঠেনি এখনো। ফলে দুই ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে নেই সাকিব।
আজ জানা গেল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সিরিজেও খেলবেন না সাকিব। জালাল ইউনুস বলেছেন, ‘সাকিবের ফর্মে ফিরে আসাটা...। সে ফর্মেই ছিল, তবে তার চোখে একটা সমস্যা ছিল তার জন্য একটা সমস্যা হচ্ছিল। কিন্তু সেটা সাময়িক, আশা করি সে যেহেতু এখানে বিরতি নিয়েছে শ্রীলঙ্কা সিরিজের জন্য।’ এরপরই টেস্টের ব্যাপারটি যোগ করেন, ‘না ও তো শ্রীলঙ্কা সিরিজ থেকেই বিরতি নিয়েছে।’
আর তামিমের ফেরা নিয়ে জালাল ইউনুস বলেছেন, ‘মাননীয় বোর্ড সভাপতি (নাজমুল হাসান) উনি বলেছেন আমাদের সঙ্গে আমাকে এবং আরও কয়েকজনকে বলেছেন তামিমের সঙ্গে বসার জন্য। যেহেতু ঢাকায় আসছে এখন আর বেশি দিন নেই বিপিএল খেলা। বিপিএল খেলা শেষ হলেই আমরা তার সঙ্গে বসব।’
বিপিএলে চট্টগ্রাম পর্বে তামিম ইকবালকে আউট করার পর সাকিব আল হাসানের উদ্যাপন, আবার সাকিবের আউটের পর তামিমের ভেংচি। গত কদিন ধরে সেসব দৃশ্যের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল। দুজনের ভক্তদের মধ্যেও তর্ক-বিতর্কে রোমাঞ্চকর পরিস্থিতি।
সাকিব-তামিমের ব্যক্তিগত দ্বন্দ্ব স্পষ্ট। কিন্তু মাঠে তাঁদের উদ্যাপন উপভোগ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। প্রসঙ্গ টেনে আজ এক অনুষ্ঠানে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এটা আপনারা বেশি উপভোগ করেন। আপনারা চান এ রকম রোমাঞ্চকর কিছু হোক, ভালোই লেগেছে, এটা খুব ভালো। আমি দেখেছি, পরে দেখেছি। কারণ, কিছু কিছু খেলা মিস করেছিলাম।’
এবারের বিপিএলে সাকিব ও তামিম দুজনই দারুণ ছন্দে আছেন। লিগ পর্বে ১১ ম্যাচে তামিমের ৩২৫ রান। তাঁর দল ফরচুন বরিশালের এখনো সুযোগ আছে শেষ চার নিশ্চিত করার। কাল গুরুত্বপূর্ণ ম্যাচে বরিশাল খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে।
এবার বিপিএল শুরু হওয়ার আগে চোখের সমস্যা যথেষ্ট ভুগিয়েছে সাকিবকে। টুর্নামেন্ট চলাকালীন চক্ষুবিশেষজ্ঞ দেখাতে গিয়েছিলেন সিঙ্গাপুরেও। এতে রংপুরের প্রথম ৫ ম্যাচের মধ্যে সাকিব খেলেননি একটি ম্যাচ, কয়েক ম্যাচে নিজের পজিশনে ব্যাটিং করেননি, দুই ম্যাচে আবার ব্যাটিংয়েই নামেননি। টুর্নামেন্টে ঠিকঠাক ব্যাটিং করতে পারবেন কি না, সেটি নিয়েই ছিল সংশয়।
রংপুরের প্রথম ৬ ম্যাচে সাকিবের নামের পাশে ছিল ৪ রান আর ৬ উইকেট। কিন্তু পরের ৬ ম্যাচে দৃশ্যপট একেবারেই বদলে গেল—২৪৫ রানের পাশাপাশি ১১ উইকেট নিয়ে পুষিয়ে দিলেন প্রথমার্ধের হতাশা। এখন সাকিব টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে।
লিগ পর্ব শেষে ৯ ইনিংসে সাকিবের এখন ২৪৯ রান, বল হাতে ১১ ম্যাচে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১৭ উইকেট। নজরকাড়া ১৬৮.২৪ স্ট্রাইকরেটের সঙ্গে ৬.২৩ ইকোনমি। বিপিএলের ইম্প্যাক্টফুল খেলোয়াড়ের তালিকার চূড়াতেও সাকিব। মাঠে শুধু পারফরম্যান্সেই নয়, তাঁরা নানা অভিব্যক্তি, উদ্যাপন আর উপস্থিতি যথেষ্ট বিনোদিতও করছে দর্শকদের।
দুর্দান্ত ফর্মে থাকা এই সাকিবকে পাওয়া যাবে না শ্রীলঙ্কা সিরিজে। বিপিএলে ঠিকঠাক খেললেও জাতীয় দলের প্রসঙ্গে কদিন আগে বিসিবি জানিয়েছিল, সাকিবের চোখের সমস্যা সেরে ওঠেনি এখনো। ফলে দুই ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে নেই সাকিব।
আজ জানা গেল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সিরিজেও খেলবেন না সাকিব। জালাল ইউনুস বলেছেন, ‘সাকিবের ফর্মে ফিরে আসাটা...। সে ফর্মেই ছিল, তবে তার চোখে একটা সমস্যা ছিল তার জন্য একটা সমস্যা হচ্ছিল। কিন্তু সেটা সাময়িক, আশা করি সে যেহেতু এখানে বিরতি নিয়েছে শ্রীলঙ্কা সিরিজের জন্য।’ এরপরই টেস্টের ব্যাপারটি যোগ করেন, ‘না ও তো শ্রীলঙ্কা সিরিজ থেকেই বিরতি নিয়েছে।’
আর তামিমের ফেরা নিয়ে জালাল ইউনুস বলেছেন, ‘মাননীয় বোর্ড সভাপতি (নাজমুল হাসান) উনি বলেছেন আমাদের সঙ্গে আমাকে এবং আরও কয়েকজনকে বলেছেন তামিমের সঙ্গে বসার জন্য। যেহেতু ঢাকায় আসছে এখন আর বেশি দিন নেই বিপিএল খেলা। বিপিএল খেলা শেষ হলেই আমরা তার সঙ্গে বসব।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৩৮ মিনিট আগেবুলাওয়েতে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। তারপরও সিকান্দার রাজা (৩৯) ও টেলএন্ডার রিচার্ড এনগারাভার (৪৮) কার্যকরী দুটি ইনিংসের সৌজন্যে ২০৫ রান তোলে তারা।
৪৪ মিনিট আগে২০ মিনিটের ব্যবধানে আইপিএল পেল সবচেয়ে দামি নতুন ক্রিকেটার। আজ জেদ্দার আবাদি আল জোহার অ্যারেনায় প্রথমে ইতিহাস গড়ে শ্রেয়াস আইয়ারকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস। গতবারের নিলামে সব থেকে বেশি দামি ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছিলেন মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার পেসারকে দলে নিয়েছিল কলকাতা নাইট
২ ঘণ্টা আগেএভাবেও ফিরে আসা যায়—পার্থে ভারতের ঘুরে দাঁড়ানো দেখে যেকোনো ক্রিকেটপ্রেমীরই এই গান মনে পড়বে। প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করেছে রানের পাহাড়। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি করেছেন সেঞ্চুরি। পার্থ টেস্ট জিততে অস্ট্রেলিয়ার এখন করতে হবে অলৌকিক কিছুই।
৩ ঘণ্টা আগে