ক্রীড়া ডেস্ক
‘অল ব্ল্যাক’রা জিতলে আলাদা কথা ছিল, গত শনিবার রাগবি বিশ্বকাপের ফাইনালে তারা হেরে গেছে দক্ষিণ আফ্রিকার কাছে। কিন্তু আজ ক্রিকেট বিশ্বকাপে সেই প্রোটিয়াদের মুখোমুখি হওয়ার আগে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম বলছেন, রাগবির অল ব্ল্যাকরাই তাঁদের প্রেরণা।
উল্টো রাগবির বিশ্বকাপ জয় তো আজ প্রেরণা হওয়ার কথা টেম্বা বাভুমা-কুইন্টন ডি ককদের। ব্যাক টু ব্যাক রাগবি বিশ্বকাপ জয়ের পর আনন্দে ভাসছে দক্ষিণ আফ্রিকার মানুষ। সোমবার দেশটির সরকার উদ্যাপনের সুযোগ দিতে জাতীয় ছুটিও ঘোষণা করে। কিন্তু ফাইনালে হেরে যাওয়া একটা দল ল্যাথামদের প্রেরণা হয় কী করে! রাগবি বিশ্বকাপে ফাইনালে একজন কম নিয়েই খেলে নিউজিল্যান্ড। শুরুর দিকে অধিনায়ক স্যাম কেন বহিষ্কৃত হওয়ার পর একজন কম নিয়েই খেলেছে নিউজিল্যান্ড। কিন্তু হারের আগেই হাল ছেড়ে দেয়নি তারা। হাড্ডাহাড্ডি লড়াই করেই হেরেছে ১২-১১ স্কোরে। এই যে একজনকে কম নিয়ে খেলেও স্বদেশিদের দুর্দান্ত পারফরম্যান্সই প্রেরণা ল্যাথামদের। ‘অবশ্যই সেটা ছিল রাগবির দুর্দান্ত এক ম্যাচ’—আগের দিন সংবাদ সম্মেলনে বলে গেলেন, ‘কী দুর্দান্তই না একটা রাগবি বিশ্বকাপ খেলেছে অল ব্ল্যাকরা!’
রাগবি দলের মতো হাড্ডাহাড্ডি লড়াই করেও ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে পারেনি নিউজিল্যান্ড। তবে হাল ছেড়ে না দিয়ে আজ পুনেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। ল্যাথাম বললেন, ‘শক্তিশালী তাদের ব্যাটিং লাইনআপ। তবে আমাদের বিশ্বমানের বোলিং আক্রমণ...কাজেই দারুণ একটা লড়াই হবে।’
‘অল ব্ল্যাক’রা জিতলে আলাদা কথা ছিল, গত শনিবার রাগবি বিশ্বকাপের ফাইনালে তারা হেরে গেছে দক্ষিণ আফ্রিকার কাছে। কিন্তু আজ ক্রিকেট বিশ্বকাপে সেই প্রোটিয়াদের মুখোমুখি হওয়ার আগে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম বলছেন, রাগবির অল ব্ল্যাকরাই তাঁদের প্রেরণা।
উল্টো রাগবির বিশ্বকাপ জয় তো আজ প্রেরণা হওয়ার কথা টেম্বা বাভুমা-কুইন্টন ডি ককদের। ব্যাক টু ব্যাক রাগবি বিশ্বকাপ জয়ের পর আনন্দে ভাসছে দক্ষিণ আফ্রিকার মানুষ। সোমবার দেশটির সরকার উদ্যাপনের সুযোগ দিতে জাতীয় ছুটিও ঘোষণা করে। কিন্তু ফাইনালে হেরে যাওয়া একটা দল ল্যাথামদের প্রেরণা হয় কী করে! রাগবি বিশ্বকাপে ফাইনালে একজন কম নিয়েই খেলে নিউজিল্যান্ড। শুরুর দিকে অধিনায়ক স্যাম কেন বহিষ্কৃত হওয়ার পর একজন কম নিয়েই খেলেছে নিউজিল্যান্ড। কিন্তু হারের আগেই হাল ছেড়ে দেয়নি তারা। হাড্ডাহাড্ডি লড়াই করেই হেরেছে ১২-১১ স্কোরে। এই যে একজনকে কম নিয়ে খেলেও স্বদেশিদের দুর্দান্ত পারফরম্যান্সই প্রেরণা ল্যাথামদের। ‘অবশ্যই সেটা ছিল রাগবির দুর্দান্ত এক ম্যাচ’—আগের দিন সংবাদ সম্মেলনে বলে গেলেন, ‘কী দুর্দান্তই না একটা রাগবি বিশ্বকাপ খেলেছে অল ব্ল্যাকরা!’
রাগবি দলের মতো হাড্ডাহাড্ডি লড়াই করেও ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে পারেনি নিউজিল্যান্ড। তবে হাল ছেড়ে না দিয়ে আজ পুনেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। ল্যাথাম বললেন, ‘শক্তিশালী তাদের ব্যাটিং লাইনআপ। তবে আমাদের বিশ্বমানের বোলিং আক্রমণ...কাজেই দারুণ একটা লড়াই হবে।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৫ মিনিট আগেবুলাওয়েতে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। তারপরও সিকান্দার রাজা (৩৯) ও টেলএন্ডার রিচার্ড এনগারাভার (৪৮) কার্যকরী দুটি ইনিংসের সৌজন্যে ২০৫ রান তোলে তারা।
১১ মিনিট আগে২০ মিনিটের ব্যবধানে আইপিএল পেল সবচেয়ে দামি নতুন ক্রিকেটার। আজ জেদ্দার আবাদি আল জোহার অ্যারেনায় প্রথমে ইতিহাস গড়ে শ্রেয়াস আইয়ারকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস। গতবারের নিলামে সব থেকে বেশি দামি ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছিলেন মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার পেসারকে দলে নিয়েছিল কলকাতা নাইট
২ ঘণ্টা আগেএভাবেও ফিরে আসা যায়—পার্থে ভারতের ঘুরে দাঁড়ানো দেখে যেকোনো ক্রিকেটপ্রেমীরই এই গান মনে পড়বে। প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করেছে রানের পাহাড়। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি করেছেন সেঞ্চুরি। পার্থ টেস্ট জিততে অস্ট্রেলিয়ার এখন করতে হবে অলৌকিক কিছুই।
৩ ঘণ্টা আগে