রোহিতের গোঁয়ার্তুমিই ভারতকে ধ্বংস করছে, বললেন পাকিস্তানি ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৪: ০৬
Thumbnail image
রোহিতকে নিয়ে তোপ দেখেছেন বাসিত আলী। ছবি: সংগৃহীত

রোহিত শর্মার হতাশাজনক চেহারার ছবি ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে খুবই পরিচিত। ফর্মে তো তিনি একেবারেই নেই। তাঁর নেতৃত্বে ভারতও পাচ্ছে না জয়ের দেখা। দলের এমন ভয়াবহ অবস্থায় রোহিতকে নিয়ে তোপ দাগলেন পাকিস্তানের বাসিত আলী।

৩, ৬, ১০, ৩, ৯—অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে রোহিতের দুর্দশা বোঝাতে এই স্কোরগুলোই যথেষ্ট। গোপাল ভাঁড়ের গানকে প্যারোডি করে কেউ যদি বলেন, ‘আসছেন রোহিত, যাচ্ছেন রোহিত’ সেটাও ভুল বলা হবে না। এরই মধ্যে ভারতীয় অধিনায়ক মিডল অর্ডার ছেড়ে নিজেকে ওপেনিংয়ে নিয়ে এসেছেন। তাতে করে ফর্মে থাকা রাহুলকে ওপেনিংয়ের জায়গা ছেড়ে দিতে হয়েছে। বাসিত আলীর মতে, অফ ফর্মে থাকা রোহিতই অস্ট্রেলিয়া সিরিজে ভারতকে ডোবাচ্ছেন। নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘আমি ওপেনিংয়ে ব্যাটিং করব—এই একটা সিদ্ধান্ত ভারতের ওপর বাজে প্রভাব ফেলছে। ফর্মে না থাকার পরও রোহিত শর্মা শুধু যে ওপেনিংয়ে ব্যাটিং করছে, তা নয়। লোকেশ রাহুলের মতো ফর্মে থাকা ক্রিকেটারকেও চাপে ফেলছে। আপনি (রোহিত) দলের আত্মবিশ্বাস নষ্ট করে দিচ্ছেন।’

মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে ভারতকে করতে হতো ৩৪০ রান। তবে পঞ্চম দিনে ভারতের সামনে যখন এমন লক্ষ্য, তখন ব্যাটিং করেছে ধীরগতিতে। ২৬.১ ওভারে ৩ উইকেটে ৩৩ রানই সেটার প্রমাণ। রোহিত ৪০ বলে করেন ৯ রান। অধিনায়কের এমন ডিফেন্সিভ ব্যাটিংই ভারতকে বেশি বেকায়দায় ফেলেছে বলে বাসিতের দাবি। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বলেন, ‘ড্র, ড্র, ড্র—এভাবে ভাবতে গিয়েই আপনি (রোহিত) শুরু থেকে ডিফেন্সিভ ব্যাটিং করছেন। যেভাবে খেলেছেন তাতে কি ড্র আপনাদের প্রাপ্য? আমার উত্তর এখানে না।’

ভারত-অস্ট্রেলিয়া সিরিজে রোহিতের চেয়ে ৫ গুণ বেশি রান করেছেন বিরাট কোহলি। রোহিত ৫ ইনিংসে করেছেন ৩১ রান। কোহলি করেছেন ১৬৭ রান। তবে পার্থে প্রথম টেস্টে সেঞ্চুরির পর (১০০*) তিনি ‘ঘুমিয়ে’ পড়েছেন। বাকি ৬ ইনিংসে ৬৭ রানই সেটার প্রমাণ। ভালো শুরুর ইঙ্গিত দিয়েও অফস্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেট বারবার বিলিয়ে দিচ্ছেন ভারতীয় এই ব্যাটার। বাসিত বলেন, ‘রোহিত শর্মা ও বিরাট কোহলি খুবই বাজে শট খেলে আউট হচ্ছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত