স্ট্যান্ডিং কমিটি পুনর্গঠন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনে বিসিবিতে নতুন সভাপতি হিসেবে যাত্রা শুরু করা ফারুক আহমেদ বোর্ডের দায়িত্ব নিয়েছেন চার মাস হলো। এ চার মাসে পুনর্গঠিত হয়নি বিসিবির ২৩টি স্ট্যান্ডিং কমিটি (স্থায়ী কমিটি)। ফারুক আহমেদ সবশেষ বোর্ড সভা শেষে জানিয়েছেন, শিগগিরই স্ট্যান্ডিং কমিটি পুনর্গঠিত হবে। এ সপ্তাহেই চূড়ান্ত হতে পারে বেশির ভাগ স্ট্যান্ডিং কমিটি।
সূত্র জানিয়েছে, বেশির ভাগ স্ট্যান্ডিং কমিটিতেই যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটাররা। সেই ক্রিকেটারদের কারও কারও নিয়ে বিতর্কও আছে। সব ঠিক থাকলে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম। কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বোর্ডে আসার কথা শোনা যাচ্ছে। এই কমিটির সদস্যসচিব হতে যাচ্ছেন সেলিম শাহেদ। সেলিম একই দায়িত্বে আছেন নিরীক্ষা কমিটিতেও। অর্থ কমিটির প্রধান ফাহিম সিনহা। বিসিবি সভাপতি ফারুক আহমেদ শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান। তিনি বিপণন ও বাণিজ্য বিভাগেরও প্রধান।
নন-কাউন্সিলর হিসেবে সাবেক ওপেনার জাভেদ ওমরকে রাখা হয়েছে গেম ডেভেলপমেন্টের কমিটি হিসেবে। জাভেদ জায়গা পেতে পারেন নারী বিভাগেও। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযোগ উঠেছিল, বাংলাদেশ নারী দলের ম্যানেজার জাভেদের গতিবিধি সন্দেহজনক মনে করে আইসিসি। ওই বিশ্বকাপের পর বিসিবি তাঁকে আর নারী বিভাগের ম্যানেজারের দায়িত্ব দেয়নি। এই বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন নাজমুল আবেদীন ফাহিম। আরেক সাবেক ক্রিকেটার হাসানুজ্জামান জায়গা পাচ্ছেন টুর্নামেন্ট কমিটিতে। বয়সভিত্তিক ক্রিকেটের ভাইস চেয়ারম্যান হচ্ছেন সানোয়ার হোসেন। অতীতে বিপিএলে কিছু বিতর্কিত ঘটনায় তাঁর নাম আছে।
হাইপারফরম্যান্স (এইচপি) কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন বিসিবি কাউন্সিলর ও ম্যাচ রেফারি দেবব্রত পাল। যেহেতু সভাপতির পদ শূন্য, দেবব্রতই মূলত এইচপির দেখভাল করবেন। এই কমিটির সদস্যসচিব সানোয়ার। বিকেএসপির কোচ মন্টু দত্ত সদস্যসচিব হিসেবে থাকতে পারেন বাংলাদেশ টাইগার্স কমিটিতে। আগের মতোই কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। সাবেক ক্রিকেটাররা যেমন জায়গা পেতে যাচ্ছেন বিসিবির নতুন স্ট্যান্ডিং কমিটিতে, তেমনি নন-কাউন্সিলর হিসেবে বিভিন্ন পেশাজীবীও যুক্ত হতে পারেন বিসিবিতে। সে তালিকায় চিকিৎসক, পুলিশ, এলিট ফোর্সের সদস্যও আছেন। কমিটিতে থাকতে পারেন কয়েকজন ক্লাব কর্মকর্তাও। বিভিন্ন কমিটির তালিকা মোটামুটি করে ফেললেও চূড়ান্ত পর্যায়ে কিছু নাম যোগ-বিয়োগ হতে পারে।
স্ট্যান্ডিং কমিটি পুনর্গঠন নিয়ে কাল পরিচালক নাজমুল আবেদীনের কাছে জানতে চাইলে বিস্তারিত কিছু বলেননি। তিনি আজকের পত্রিকাকে শুধু এতটুকুই বললেন, ‘মনে মনে অনেকের অনেক কিছুই আছে। চূড়ান্ত না হওয়া পর্যন্ত বলতে পারছি না কারা কারা থাকছে। তবে অবশ্যই চেষ্টা থাকবে উপযুক্ত ক্রিকেটার, সংগঠকদের যুক্ত করার। ডিসেম্বরের ছুটিছাঁটা শেষ হলে কমিটি চূড়ান্ত হয়ে যাবে আশা করি।’
আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনে বিসিবিতে নতুন সভাপতি হিসেবে যাত্রা শুরু করা ফারুক আহমেদ বোর্ডের দায়িত্ব নিয়েছেন চার মাস হলো। এ চার মাসে পুনর্গঠিত হয়নি বিসিবির ২৩টি স্ট্যান্ডিং কমিটি (স্থায়ী কমিটি)। ফারুক আহমেদ সবশেষ বোর্ড সভা শেষে জানিয়েছেন, শিগগিরই স্ট্যান্ডিং কমিটি পুনর্গঠিত হবে। এ সপ্তাহেই চূড়ান্ত হতে পারে বেশির ভাগ স্ট্যান্ডিং কমিটি।
সূত্র জানিয়েছে, বেশির ভাগ স্ট্যান্ডিং কমিটিতেই যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটাররা। সেই ক্রিকেটারদের কারও কারও নিয়ে বিতর্কও আছে। সব ঠিক থাকলে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম। কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বোর্ডে আসার কথা শোনা যাচ্ছে। এই কমিটির সদস্যসচিব হতে যাচ্ছেন সেলিম শাহেদ। সেলিম একই দায়িত্বে আছেন নিরীক্ষা কমিটিতেও। অর্থ কমিটির প্রধান ফাহিম সিনহা। বিসিবি সভাপতি ফারুক আহমেদ শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান। তিনি বিপণন ও বাণিজ্য বিভাগেরও প্রধান।
নন-কাউন্সিলর হিসেবে সাবেক ওপেনার জাভেদ ওমরকে রাখা হয়েছে গেম ডেভেলপমেন্টের কমিটি হিসেবে। জাভেদ জায়গা পেতে পারেন নারী বিভাগেও। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযোগ উঠেছিল, বাংলাদেশ নারী দলের ম্যানেজার জাভেদের গতিবিধি সন্দেহজনক মনে করে আইসিসি। ওই বিশ্বকাপের পর বিসিবি তাঁকে আর নারী বিভাগের ম্যানেজারের দায়িত্ব দেয়নি। এই বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন নাজমুল আবেদীন ফাহিম। আরেক সাবেক ক্রিকেটার হাসানুজ্জামান জায়গা পাচ্ছেন টুর্নামেন্ট কমিটিতে। বয়সভিত্তিক ক্রিকেটের ভাইস চেয়ারম্যান হচ্ছেন সানোয়ার হোসেন। অতীতে বিপিএলে কিছু বিতর্কিত ঘটনায় তাঁর নাম আছে।
হাইপারফরম্যান্স (এইচপি) কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন বিসিবি কাউন্সিলর ও ম্যাচ রেফারি দেবব্রত পাল। যেহেতু সভাপতির পদ শূন্য, দেবব্রতই মূলত এইচপির দেখভাল করবেন। এই কমিটির সদস্যসচিব সানোয়ার। বিকেএসপির কোচ মন্টু দত্ত সদস্যসচিব হিসেবে থাকতে পারেন বাংলাদেশ টাইগার্স কমিটিতে। আগের মতোই কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। সাবেক ক্রিকেটাররা যেমন জায়গা পেতে যাচ্ছেন বিসিবির নতুন স্ট্যান্ডিং কমিটিতে, তেমনি নন-কাউন্সিলর হিসেবে বিভিন্ন পেশাজীবীও যুক্ত হতে পারেন বিসিবিতে। সে তালিকায় চিকিৎসক, পুলিশ, এলিট ফোর্সের সদস্যও আছেন। কমিটিতে থাকতে পারেন কয়েকজন ক্লাব কর্মকর্তাও। বিভিন্ন কমিটির তালিকা মোটামুটি করে ফেললেও চূড়ান্ত পর্যায়ে কিছু নাম যোগ-বিয়োগ হতে পারে।
স্ট্যান্ডিং কমিটি পুনর্গঠন নিয়ে কাল পরিচালক নাজমুল আবেদীনের কাছে জানতে চাইলে বিস্তারিত কিছু বলেননি। তিনি আজকের পত্রিকাকে শুধু এতটুকুই বললেন, ‘মনে মনে অনেকের অনেক কিছুই আছে। চূড়ান্ত না হওয়া পর্যন্ত বলতে পারছি না কারা কারা থাকছে। তবে অবশ্যই চেষ্টা থাকবে উপযুক্ত ক্রিকেটার, সংগঠকদের যুক্ত করার। ডিসেম্বরের ছুটিছাঁটা শেষ হলে কমিটি চূড়ান্ত হয়ে যাবে আশা করি।’
সেঞ্চুরিয়নে দারুণ দুইটা দিন কাটল করবিন বোশের। অভিষেক টেস্টের প্রথম দিনে ৪ উইকেট নেওয়ার আজ ব্যাট হাতেও আলো ছড়ালেন দক্ষিণ আফ্রিকান পেসার। ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৯৩ বলে করেছেন অপরাজিত ৮১ রান। ইনিংসে চারের সংখ্যা ১৫। তাঁর সঙ্গে বাকি দুই লেজের ব্যাটার কাগিসো রাবাদা (১৩) ও ড্যান পিটারসনের (১২) সুবাদে প্র
৪ ঘণ্টা আগেবুলাওয়েতে রেকর্ড গড়া সংগ্রহের পর বল হাতেও দ্বিতীয় দিনটা জিম্বাবুয়ের। রানপাহাড়ে চাপা পড়ে দিন শেষে ২ উইকেট আফগানিস্তান তুলেছে ৯৫ রান। স্বাগতিকদের চেয়ে এখনো পিছিয়ে ৪৯১ রান। রহমত শাহ ৪৯ ও হাসমতউল্লাহ শাহিদি ১৬ রানে কাল আবারও ব্যাটিং শুরু করবেন। এর আগে দুই ওপেনার সেদিকউল্লাহ আতাল ও আবদুল মালিক ফিরেছেন দ্
৫ ঘণ্টা আগেএকদিন আগেই অস্ট্রেলিয়ান ওপেনার স্যাম কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা মেরে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুনেছেন বিরাট কোহলি। পেয়েছেন ডিমেরিট পয়েন্টও। আইসিসির শাস্তি পেলেও ১৯ বছরের কনস্টাসের সঙ্গে অশোভন আচরণ করে অস্ট্রেলিয়ার সমর্থকদের মনেও ক্ষোভ তৈরি করেছেন কোহলি। সুযোগ পেলেই ভারতের তারকা ব্যাটারকে কথা শুনিয়
৫ ঘণ্টা আগেবুলাওয়েতে রেকর্ড গড়েই রান উৎসব থেমেছে জিম্বাবুয়ের। তিন সেঞ্চুরির সৌজন্যে প্রথম ইনিংসে ৫৮৬ রান তুলেছে স্বাগতিকেরা। গতকাল সেঞ্চুরি করে শন উইলিয়াস আজ থামলেন দেড় শ পেরিয়ে। তাঁর সঙ্গে অপরাজিত থাকা ক্রেইগ এরভিনও তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে ওয়ানডের মতো ব্যাট চালিয়ে ব্রায়ান
৬ ঘণ্টা আগে