ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়াতে বাংলাদেশের প্রথম
দলের সংগ্রহটা ছিল নিতান্তই মামুলি। সেই ১৪৪ রানের মাঝারি সংগ্রহ নিয়ে ডাচদের ১৩৫ রানে অল আউট করে জয় পেল বাংলাদেশ। ৯ রানের জয়টা অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম। ২০০৭ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। শেষ ওভারে জিততে ডাচদের প্রয়োজন ছিল ২৪ রান। সৌম্য সরকারের ওভারটা ব্যয়বহুল হলেও সেই রানটা টপকাতে পারেনি নেদারল্যান্ডস। শেষ বলে ফন মিকেরেনের উইকেট নিয়ে জয়টা এনে দিলেন সৌম্য। জয়ের পথটা মসৃন করেছেন তাসকিন আহমেদ। ২৫ রানে ৪ উইকেটে ম্যাচ সেরা হয়েছেন তিনি। ১৫ রানে ২ উইকেট নিয়ে বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলার হাসান মাহমুদ।
আবারও তাসকিনের জোড়া আঘাত
প্রথম দুই বলে উইকেট নিয়ে বাংলাদেশের শুরুটা মসৃণ করেছিলেন তাসকিন আহমেদ। শেষ দিকে যখন ডাচদের রান তোলার তাড়া তখন আবারও আঘাত ডানহাতি পেসারের। প্রথম বলে চার হজমের পর দ্বিতীয় বলে শারিজ আহমেদকে ফিরিয়েছেন তিনি। নিজের শেষ ওভারের পঞ্চম বলে তাসকিন ফিরিয়েছেন ডাচদের সেরা ব্যাটার অ্যাকারমানকে। চার ওভারে ২৫ রানে ৪ উইকেটে ক্যারিয়ার সেরা বোলিংয়ে বাংলাদেশের জয়টা হাতের মুঠোয় এনে দিয়েছেন তাসকিন। অ্যাকারমান ফিরেছেন ৪৮ বলে ৬২ রান করে। আর ১ উইকেট নিতে পারলেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয় পাবে বাংলাদেশ এই সংস্করণে।
ফন বিককে ফেরালেন হাসান
বৃষ্টি পর আবারও সাফল্য পেলেন হাসান মাহমুদ। এর আগে ফিরিয়েছিলেন টিম প্রিঙ্গেলকে। এবার ফেরালেন লোগান ফন বিককে। হাসানের বলে ফাইন লেগে ২ রানে তাসকিনকে ক্যাচ দিয়েছেন ডাচ ব্যাটার।
বিপদ হয়ে ঝুলে আছেন অ্যাকারমান
সতীর্থদের আসা-যাওয়ার মাঝে দলের একটা প্রান্ত আগলে রেখেছেন অ্যাকারমান। বাংলাদেশের বড় মাথাব্যথার কারণ এখন তিনি। ৩৯ বলে ফিফটিও করেছেন তিনি। ১৪ ওভার শেষ নেদারল্যান্ডসের রান ৬ উইকেটে ৮০।
আক্ষেপ বাড়তে দিলেন না হাসান
এক বল আগে তাঁর বলে ক্যাচ ছেড়েছিলেন নাজমুল হাসান শান্ত। এক বল বিরতি দিয়ে সেই আক্ষেপ বড় হতে দিলেন না হাসান মাহমুদ। সরাসরি বোল্ডে ১ রানে টিম পিঙ্গলকে সাজঘরে ফেরালেন হাসান। ১২.৫ ওভার শেষে ডাচদের রান ৬ উইকেটে ৬৬। এর মধ্যে হানা দিয়েছে বৃষ্টি। বৃষ্টি আইনে যথারীতি এগিয়ে বাংলাদেশ। এ সময় ডাচদের করতে হতো ৯৮ রান। ৩২ রানে এগিয়ে বাংলাদেশ।
অধিনায়ক ফেরালেন অধিনায়ককে
৪৪ রানের জুটিতে দলকে শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছিলেন কলিন অ্যাকারমান ও স্কট এডওয়ার্ডস। তবে জুটি বড় হওয়ার আগেই ডাচ অধিনায়ক এডওয়ার্ডসকে হাসান মাহমুদের ক্যাচ বানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। ২৪ বলে ১৬ রান করে ফিরেছেন এডওয়ার্ডস। ১২ ওভার শেষে ডাচদের রান ৫ উইকেটে ৬৬।
ডিএলএস দিচ্ছে সুসংবাদ
হোবার্টের আকাশে মেঘ। যেকোনো সময় নামতে পারে বৃষ্টি। বৃষ্টি হলে যদি ম্যাচ পণ্ড হয় সেক্ষেত্রে এগিয়ে থাকবে বাংলাদেশ। পাওয়ার প্লেতে ডাচদের ৪ উইকেট নেওয়ায় বৃষ্টি আইনে এগিয়ে আছেন সাকিবরা। শুরুর ধাক্কা সামলে ১০ ওভার শেষে ডাচদের রান ৪ উইকেটে ৫১।
রান আউটে জোড়া সাফল্য বাংলাদেশের
সাকিবের প্রথম বলেই ছক্কা ম্যাক্স ওডাউডের। তবে পরের বলেই দুই রান নিতে গিয়ে রান আউট হয়েছেন এই ব্যাটার। মিড উইকেট থেকে আফিফের থ্রোতে স্টাম্প ভেঙ্গেছেন সাকিব। চতুর্থ বলে আবারও রান আউট। নাজমুল হোসেন শান্তর থ্রোতে এবার ফিরলেন টম কুপার। ১৫ রানে ৪ উইকেট হারিয়ে কাঁপছে নেদারল্যান্ডস। ডাচদের প্রথম চার ব্যাটারের তিনজনেই ফিরেছেন গোল্ডেন ডাকে। পাওয়ার প্লের ৬ ওভার শেষে ডাচদের সংগ্রহ ৪ উইকেটে ৩২ রান।
প্রথম দুই বলে জোড়া আঘাত তাসকিনের
জিততে হলে ইনিংসের শুরুতেই উইকেট পেতে হতো বাংলাদেশকে। সেই শুরুটাই এনে দিলেন তাসকিন। প্রথম বলেই স্লিপে ইয়াসির আলীর ক্যাচ বানিয়েছেন ডাচ ওপেনার বিক্রমজিৎ সিংকে। ‘গোল্ডেন ডাক’ এ ফিরলেন এই ব্যাটার। পরের বলেই বিপৎজ্জনক বাস ডি লিডকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন তাসকিন। রান করার আগেই দুই উইকেট নেই ডাচদের। প্রথম ওভারে ২ উইকেট হারিয়ে ৩ রান নেদারল্যান্ডসের।
দেড়শোও হলো না বাংলাদেশের
ফ্রেড ক্ল্যাসেনের করা ১৯ ওভারে মাত্র ৫ রান তুলেছিল বাংলাদেশ। ডি লিডের করা শেষ ওভারের প্রথম দুই বলে ডট খেলেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। পরের দুই বলে এক ছক্কা ও দুই রানে ৮ রান করেন সৈকত। পঞ্চম বলে আরেকটি ডট দিয়ে শেষ বলে ২ রান তোলেন সৈকত। প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ তুলেছে ৮ উইকেট ১৪৪ রান। জিততে হলে নেদারল্যান্ডসকে করতে হবে ১৪৫ রান। ২ চার ও এক ছক্কায় ১২ বলে অপরাজিত ২০ রান করেছেন সৈকত। ২টি করে উইকেট নিয়েছেন বাস ডি লিড ও ফন মিকেরেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস আফিফের।
রান তুলতে গিয়ে আউট সোহান-আফিফ
স্লগ ওভারে যখন রান তোলার তাড়া তখনই ফিরলেন নুরুল হাসান সোহান। ১৮ বলে ১৩ রান করে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান। বাস ডি লিডের করা ১৮ তম ওভারের প্রথম বলে ফাইন লেগে ক্যাচ হয়েছেন ফন মিকেরেনের। একই ওভারের শেষ বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন আফিফ। দুই সেট ব্যাটারকে হারিয়ে বাংলাদেশের রান ৭ উইকেটে ১২৯।
খোঁড়াতে খোঁড়াতে ১০০ রান বাংলাদেশের
হালটা একাই ধরে আছেন আফিফ হোসেন ধ্রুব। ধ্রুবতারার মতো একাই জ্বলে দলকে শতরানের কোটা পার করে দিয়েছেন আফিফ। শারিজ আহমেদের করার ১৫ তম ওভারে পরপর দুই বলে ছক্কা ও চার হাঁকিয়েছেন আফিফ। তবে পরের ওভারে অবশ্য জীবন পেয়েছেন। ২৮ রানের মাথায় তাঁর ক্যাচ ছেড়েছেন টিম প্রিঙ্গেল। ১৬ ওভার শেষে বাংলাদেশের রান ৫ উইকেটে ১১০।
মিকেরেনের দ্বিতীয় শিকার ইয়াসির
লিটন-সাকিবকে হারিয়ে কাঁপছিল বাংলাদেশ। একাদশ ওভারের শেষ বলে দলের বিপদ বাড়িয়ে ফিরেছেন ইয়াসির আলী রাব্বি। পল ফন মিকেরেনের সোজা বল স্টাম্প ভেঙেছে ৩ রান করা ইয়াসিরের।
লিটন-সাকিব ফিরলেন পরপর
ভালো শুরুর পর পুরোনো রোগে কাবু বাংলাদেশ। ষষ্ঠ ও সপ্তম ওভারে দুই ওপেনারকে হারানোর পর নবম ও দশম ওভারে লিটন দাস ও সাকিব আল হাসানকে হারিয়েছে বাংলাদেশ। ৯ রানে লিটনকে ফিরিয়েছেন ফন বিক। দশম ওভারের প্রথম বলে শারিজ আহমেদের শিকার ৭ রান করা সাকিব। বৃষ্টির পর আবারও শুরু হয়েছে খেলা। ১০ ওভার শেষে বাংলাদেশের রান ৪ উইকেটে ৭২।
খেই হারালেন শান্তও
পাওয়ার প্লের শেষ ওভারে ফিরেছিলেন সৌম্য। সপ্তম ওভারে বোলিংয়ে এসেই প্রথম বলেই নাজমুল হোসেন শান্তকে ফিরিয়েছেন স্পিনার টিম প্রিঙ্গেল। ২০ বলে ২৫ রান করে ফন বিকের হাতে ক্যাচ দিয়েছেন শান্ত। সপ্তম ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৫১।
ওয়ার প্লেতে সৌম্যকে হারাল বাংলাদেশ
প্রথম ওভারে দুই চার মেরে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন সৌম্য সরকার। বাকি বলগুলোতে খানিকটা নড়বড়ে থেকে শেষ পর্যন্ত ফিরেই গেলেন বাঁহাতি ওপেনার। পল ফন মিকেরেন করা ষষ্ঠ ওভারের প্রথম বলে ডি লিডের হাতে ক্যাচ দিয়েছেন ১৪ রান করা সৌম্য। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৪৭ রান।
নড়বড়ে শুরুর পর হাত খুলেছেন শান্ত
পাওয়ার প্লের চতুর্থ ওভার শেষ। খানিকটা দেখেশুনে শুরুর পর ব্যাট চালাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। বাস ডি লিডের করা ইনিংসের চতুর্থ ওভারে দুই চার মেরেছেন তিনি। তবে এই চার ওভারে ৯টি ডট বল খেলেছেন বাংলাদেশের দুই ওপেনার। চতুর্থ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৩৩।
শান্ত-সৌম্যর ভালো শুরু
ওপেনিংয়ে ডানহাতি-বাঁহাতি নিয়ে পরীক্ষায় না গিয়ে দুই বাঁহাতির ওপরই ভরসা রেখেছে বাংলাদেশ দল। প্রথম ওভারে শুরুটা ভালোই হয়েছে নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারের। ফ্রেড ক্ল্যাসেনের প্রথম ওভারে দুই চার মেরেছেন সৌম্য। প্রথম ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১২ রান।
শুভ সকাল। বাছাইপর্ব থেকে উঠে আসা নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান। হোবার্টে টস হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। আজকের পত্রিকার পক্ষ থেকে পাঠকদের স্বাগতম।
বাংলাদেশ একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাজমুল হোসেন শান্ত।
নেদারল্যান্ডসের একাদশ:
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারমান, শারিজ আহমেদ, লোগান ফন বিক, টম কুপার, ফ্রেড ক্ল্যাসেন, বাস ডি লিড, পল ফন মিকেরেন, ম্যাক্স ও’ডাউড, টিম প্রিঙ্গল ও বিক্রমজিৎ সিং।
অস্ট্রেলিয়াতে বাংলাদেশের প্রথম
দলের সংগ্রহটা ছিল নিতান্তই মামুলি। সেই ১৪৪ রানের মাঝারি সংগ্রহ নিয়ে ডাচদের ১৩৫ রানে অল আউট করে জয় পেল বাংলাদেশ। ৯ রানের জয়টা অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম। ২০০৭ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। শেষ ওভারে জিততে ডাচদের প্রয়োজন ছিল ২৪ রান। সৌম্য সরকারের ওভারটা ব্যয়বহুল হলেও সেই রানটা টপকাতে পারেনি নেদারল্যান্ডস। শেষ বলে ফন মিকেরেনের উইকেট নিয়ে জয়টা এনে দিলেন সৌম্য। জয়ের পথটা মসৃন করেছেন তাসকিন আহমেদ। ২৫ রানে ৪ উইকেটে ম্যাচ সেরা হয়েছেন তিনি। ১৫ রানে ২ উইকেট নিয়ে বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলার হাসান মাহমুদ।
আবারও তাসকিনের জোড়া আঘাত
প্রথম দুই বলে উইকেট নিয়ে বাংলাদেশের শুরুটা মসৃণ করেছিলেন তাসকিন আহমেদ। শেষ দিকে যখন ডাচদের রান তোলার তাড়া তখন আবারও আঘাত ডানহাতি পেসারের। প্রথম বলে চার হজমের পর দ্বিতীয় বলে শারিজ আহমেদকে ফিরিয়েছেন তিনি। নিজের শেষ ওভারের পঞ্চম বলে তাসকিন ফিরিয়েছেন ডাচদের সেরা ব্যাটার অ্যাকারমানকে। চার ওভারে ২৫ রানে ৪ উইকেটে ক্যারিয়ার সেরা বোলিংয়ে বাংলাদেশের জয়টা হাতের মুঠোয় এনে দিয়েছেন তাসকিন। অ্যাকারমান ফিরেছেন ৪৮ বলে ৬২ রান করে। আর ১ উইকেট নিতে পারলেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয় পাবে বাংলাদেশ এই সংস্করণে।
ফন বিককে ফেরালেন হাসান
বৃষ্টি পর আবারও সাফল্য পেলেন হাসান মাহমুদ। এর আগে ফিরিয়েছিলেন টিম প্রিঙ্গেলকে। এবার ফেরালেন লোগান ফন বিককে। হাসানের বলে ফাইন লেগে ২ রানে তাসকিনকে ক্যাচ দিয়েছেন ডাচ ব্যাটার।
বিপদ হয়ে ঝুলে আছেন অ্যাকারমান
সতীর্থদের আসা-যাওয়ার মাঝে দলের একটা প্রান্ত আগলে রেখেছেন অ্যাকারমান। বাংলাদেশের বড় মাথাব্যথার কারণ এখন তিনি। ৩৯ বলে ফিফটিও করেছেন তিনি। ১৪ ওভার শেষ নেদারল্যান্ডসের রান ৬ উইকেটে ৮০।
আক্ষেপ বাড়তে দিলেন না হাসান
এক বল আগে তাঁর বলে ক্যাচ ছেড়েছিলেন নাজমুল হাসান শান্ত। এক বল বিরতি দিয়ে সেই আক্ষেপ বড় হতে দিলেন না হাসান মাহমুদ। সরাসরি বোল্ডে ১ রানে টিম পিঙ্গলকে সাজঘরে ফেরালেন হাসান। ১২.৫ ওভার শেষে ডাচদের রান ৬ উইকেটে ৬৬। এর মধ্যে হানা দিয়েছে বৃষ্টি। বৃষ্টি আইনে যথারীতি এগিয়ে বাংলাদেশ। এ সময় ডাচদের করতে হতো ৯৮ রান। ৩২ রানে এগিয়ে বাংলাদেশ।
অধিনায়ক ফেরালেন অধিনায়ককে
৪৪ রানের জুটিতে দলকে শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছিলেন কলিন অ্যাকারমান ও স্কট এডওয়ার্ডস। তবে জুটি বড় হওয়ার আগেই ডাচ অধিনায়ক এডওয়ার্ডসকে হাসান মাহমুদের ক্যাচ বানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। ২৪ বলে ১৬ রান করে ফিরেছেন এডওয়ার্ডস। ১২ ওভার শেষে ডাচদের রান ৫ উইকেটে ৬৬।
ডিএলএস দিচ্ছে সুসংবাদ
হোবার্টের আকাশে মেঘ। যেকোনো সময় নামতে পারে বৃষ্টি। বৃষ্টি হলে যদি ম্যাচ পণ্ড হয় সেক্ষেত্রে এগিয়ে থাকবে বাংলাদেশ। পাওয়ার প্লেতে ডাচদের ৪ উইকেট নেওয়ায় বৃষ্টি আইনে এগিয়ে আছেন সাকিবরা। শুরুর ধাক্কা সামলে ১০ ওভার শেষে ডাচদের রান ৪ উইকেটে ৫১।
রান আউটে জোড়া সাফল্য বাংলাদেশের
সাকিবের প্রথম বলেই ছক্কা ম্যাক্স ওডাউডের। তবে পরের বলেই দুই রান নিতে গিয়ে রান আউট হয়েছেন এই ব্যাটার। মিড উইকেট থেকে আফিফের থ্রোতে স্টাম্প ভেঙ্গেছেন সাকিব। চতুর্থ বলে আবারও রান আউট। নাজমুল হোসেন শান্তর থ্রোতে এবার ফিরলেন টম কুপার। ১৫ রানে ৪ উইকেট হারিয়ে কাঁপছে নেদারল্যান্ডস। ডাচদের প্রথম চার ব্যাটারের তিনজনেই ফিরেছেন গোল্ডেন ডাকে। পাওয়ার প্লের ৬ ওভার শেষে ডাচদের সংগ্রহ ৪ উইকেটে ৩২ রান।
প্রথম দুই বলে জোড়া আঘাত তাসকিনের
জিততে হলে ইনিংসের শুরুতেই উইকেট পেতে হতো বাংলাদেশকে। সেই শুরুটাই এনে দিলেন তাসকিন। প্রথম বলেই স্লিপে ইয়াসির আলীর ক্যাচ বানিয়েছেন ডাচ ওপেনার বিক্রমজিৎ সিংকে। ‘গোল্ডেন ডাক’ এ ফিরলেন এই ব্যাটার। পরের বলেই বিপৎজ্জনক বাস ডি লিডকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন তাসকিন। রান করার আগেই দুই উইকেট নেই ডাচদের। প্রথম ওভারে ২ উইকেট হারিয়ে ৩ রান নেদারল্যান্ডসের।
দেড়শোও হলো না বাংলাদেশের
ফ্রেড ক্ল্যাসেনের করা ১৯ ওভারে মাত্র ৫ রান তুলেছিল বাংলাদেশ। ডি লিডের করা শেষ ওভারের প্রথম দুই বলে ডট খেলেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। পরের দুই বলে এক ছক্কা ও দুই রানে ৮ রান করেন সৈকত। পঞ্চম বলে আরেকটি ডট দিয়ে শেষ বলে ২ রান তোলেন সৈকত। প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ তুলেছে ৮ উইকেট ১৪৪ রান। জিততে হলে নেদারল্যান্ডসকে করতে হবে ১৪৫ রান। ২ চার ও এক ছক্কায় ১২ বলে অপরাজিত ২০ রান করেছেন সৈকত। ২টি করে উইকেট নিয়েছেন বাস ডি লিড ও ফন মিকেরেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস আফিফের।
রান তুলতে গিয়ে আউট সোহান-আফিফ
স্লগ ওভারে যখন রান তোলার তাড়া তখনই ফিরলেন নুরুল হাসান সোহান। ১৮ বলে ১৩ রান করে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান। বাস ডি লিডের করা ১৮ তম ওভারের প্রথম বলে ফাইন লেগে ক্যাচ হয়েছেন ফন মিকেরেনের। একই ওভারের শেষ বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন আফিফ। দুই সেট ব্যাটারকে হারিয়ে বাংলাদেশের রান ৭ উইকেটে ১২৯।
খোঁড়াতে খোঁড়াতে ১০০ রান বাংলাদেশের
হালটা একাই ধরে আছেন আফিফ হোসেন ধ্রুব। ধ্রুবতারার মতো একাই জ্বলে দলকে শতরানের কোটা পার করে দিয়েছেন আফিফ। শারিজ আহমেদের করার ১৫ তম ওভারে পরপর দুই বলে ছক্কা ও চার হাঁকিয়েছেন আফিফ। তবে পরের ওভারে অবশ্য জীবন পেয়েছেন। ২৮ রানের মাথায় তাঁর ক্যাচ ছেড়েছেন টিম প্রিঙ্গেল। ১৬ ওভার শেষে বাংলাদেশের রান ৫ উইকেটে ১১০।
মিকেরেনের দ্বিতীয় শিকার ইয়াসির
লিটন-সাকিবকে হারিয়ে কাঁপছিল বাংলাদেশ। একাদশ ওভারের শেষ বলে দলের বিপদ বাড়িয়ে ফিরেছেন ইয়াসির আলী রাব্বি। পল ফন মিকেরেনের সোজা বল স্টাম্প ভেঙেছে ৩ রান করা ইয়াসিরের।
লিটন-সাকিব ফিরলেন পরপর
ভালো শুরুর পর পুরোনো রোগে কাবু বাংলাদেশ। ষষ্ঠ ও সপ্তম ওভারে দুই ওপেনারকে হারানোর পর নবম ও দশম ওভারে লিটন দাস ও সাকিব আল হাসানকে হারিয়েছে বাংলাদেশ। ৯ রানে লিটনকে ফিরিয়েছেন ফন বিক। দশম ওভারের প্রথম বলে শারিজ আহমেদের শিকার ৭ রান করা সাকিব। বৃষ্টির পর আবারও শুরু হয়েছে খেলা। ১০ ওভার শেষে বাংলাদেশের রান ৪ উইকেটে ৭২।
খেই হারালেন শান্তও
পাওয়ার প্লের শেষ ওভারে ফিরেছিলেন সৌম্য। সপ্তম ওভারে বোলিংয়ে এসেই প্রথম বলেই নাজমুল হোসেন শান্তকে ফিরিয়েছেন স্পিনার টিম প্রিঙ্গেল। ২০ বলে ২৫ রান করে ফন বিকের হাতে ক্যাচ দিয়েছেন শান্ত। সপ্তম ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৫১।
ওয়ার প্লেতে সৌম্যকে হারাল বাংলাদেশ
প্রথম ওভারে দুই চার মেরে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন সৌম্য সরকার। বাকি বলগুলোতে খানিকটা নড়বড়ে থেকে শেষ পর্যন্ত ফিরেই গেলেন বাঁহাতি ওপেনার। পল ফন মিকেরেন করা ষষ্ঠ ওভারের প্রথম বলে ডি লিডের হাতে ক্যাচ দিয়েছেন ১৪ রান করা সৌম্য। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৪৭ রান।
নড়বড়ে শুরুর পর হাত খুলেছেন শান্ত
পাওয়ার প্লের চতুর্থ ওভার শেষ। খানিকটা দেখেশুনে শুরুর পর ব্যাট চালাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। বাস ডি লিডের করা ইনিংসের চতুর্থ ওভারে দুই চার মেরেছেন তিনি। তবে এই চার ওভারে ৯টি ডট বল খেলেছেন বাংলাদেশের দুই ওপেনার। চতুর্থ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৩৩।
শান্ত-সৌম্যর ভালো শুরু
ওপেনিংয়ে ডানহাতি-বাঁহাতি নিয়ে পরীক্ষায় না গিয়ে দুই বাঁহাতির ওপরই ভরসা রেখেছে বাংলাদেশ দল। প্রথম ওভারে শুরুটা ভালোই হয়েছে নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারের। ফ্রেড ক্ল্যাসেনের প্রথম ওভারে দুই চার মেরেছেন সৌম্য। প্রথম ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১২ রান।
শুভ সকাল। বাছাইপর্ব থেকে উঠে আসা নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান। হোবার্টে টস হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। আজকের পত্রিকার পক্ষ থেকে পাঠকদের স্বাগতম।
বাংলাদেশ একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাজমুল হোসেন শান্ত।
নেদারল্যান্ডসের একাদশ:
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারমান, শারিজ আহমেদ, লোগান ফন বিক, টম কুপার, ফ্রেড ক্ল্যাসেন, বাস ডি লিড, পল ফন মিকেরেন, ম্যাক্স ও’ডাউড, টিম প্রিঙ্গল ও বিক্রমজিৎ সিং।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১১ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১১ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১২ ঘণ্টা আগে