ক্রীড়া ডেস্ক
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আগামীকাল শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান। টেস্ট শুরুর আগে আজ খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। যা পরিচিত ক্রিস্টমাস নামে।
বড়দিনের উৎসবে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উপহার দিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও ছেড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তানের ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফরা উপহার নিয়ে একে একে ঢুকছেন এমসিজির অনুশীলন নেটে। উপহার হিসেবে ছিল ঝুলিভরা ললিপপ। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স করমর্দন করছেন। পাকিস্তান দলের থেকে পাওয়া উপহার গ্রহণ করেছেন। শুধু কামিন্সই নন, অস্ট্রেলিয়ার অন্যান্য ক্রিকেটার ও তাঁদের পরিবারের জন্য উপহার নিয়ে এসেছে। ট্রাভিস হেডের কোলে থাকা শিশুকন্যা বেছে ললিপপ নিচ্ছে।
শুধু উপহার দেওয়াতেই নয়, কামিন্সের সঙ্গে কথা বলেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। সঙ্গে অস্ট্রেলিয়ার উসমান খাজা ও পাকিস্তানের বাবর আজমও খোশগল্প করতে দেখা গেছে। ডেভিড ওয়ার্নার, বাবর, উমর গুল—এই তিনজনও একে অপরের সঙ্গে খুনসুটি করতে দেখা গেছে। উপহার নিয়ে পাকিস্তান দলকে প্রশংসায় ভাসিয়ে কামিন্স বলেন, ‘এটা সত্যিই অসাধারণ। বাচ্চাদের জন্য মেরি ক্রিস্টমাসের উপহার হিসেবে ললিপপ দেওয়া হয়েছে। পাকিস্তান দলের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো।’
তিন ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে ১-০ ব্যবধানে। পার্থে প্রথম টেস্টে পাকিস্তানকে ৩৬০ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। যা রানের হিসেবে টেস্টে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রানে জয়। আগামীকাল শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। এরপর ৩ জানুয়ারি সিডনিতে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আগামীকাল শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান। টেস্ট শুরুর আগে আজ খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। যা পরিচিত ক্রিস্টমাস নামে।
বড়দিনের উৎসবে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উপহার দিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও ছেড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তানের ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফরা উপহার নিয়ে একে একে ঢুকছেন এমসিজির অনুশীলন নেটে। উপহার হিসেবে ছিল ঝুলিভরা ললিপপ। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স করমর্দন করছেন। পাকিস্তান দলের থেকে পাওয়া উপহার গ্রহণ করেছেন। শুধু কামিন্সই নন, অস্ট্রেলিয়ার অন্যান্য ক্রিকেটার ও তাঁদের পরিবারের জন্য উপহার নিয়ে এসেছে। ট্রাভিস হেডের কোলে থাকা শিশুকন্যা বেছে ললিপপ নিচ্ছে।
শুধু উপহার দেওয়াতেই নয়, কামিন্সের সঙ্গে কথা বলেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। সঙ্গে অস্ট্রেলিয়ার উসমান খাজা ও পাকিস্তানের বাবর আজমও খোশগল্প করতে দেখা গেছে। ডেভিড ওয়ার্নার, বাবর, উমর গুল—এই তিনজনও একে অপরের সঙ্গে খুনসুটি করতে দেখা গেছে। উপহার নিয়ে পাকিস্তান দলকে প্রশংসায় ভাসিয়ে কামিন্স বলেন, ‘এটা সত্যিই অসাধারণ। বাচ্চাদের জন্য মেরি ক্রিস্টমাসের উপহার হিসেবে ললিপপ দেওয়া হয়েছে। পাকিস্তান দলের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো।’
তিন ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে ১-০ ব্যবধানে। পার্থে প্রথম টেস্টে পাকিস্তানকে ৩৬০ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। যা রানের হিসেবে টেস্টে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রানে জয়। আগামীকাল শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। এরপর ৩ জানুয়ারি সিডনিতে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৪২ মিনিট আগেবুলাওয়েতে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। তারপরও সিকান্দার রাজা (৩৯) ও টেলএন্ডার রিচার্ড এনগারাভার (৪৮) কার্যকরী দুটি ইনিংসের সৌজন্যে ২০৫ রান তোলে তারা।
১ ঘণ্টা আগে২০ মিনিটের ব্যবধানে আইপিএল পেল সবচেয়ে দামি নতুন ক্রিকেটার। আজ জেদ্দার আবাদি আল জোহার অ্যারেনায় প্রথমে ইতিহাস গড়ে শ্রেয়াস আইয়ারকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস। গতবারের নিলামে সব থেকে বেশি দামি ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছিলেন মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার পেসারকে দলে নিয়েছিল কলকাতা নাইট
২ ঘণ্টা আগেএভাবেও ফিরে আসা যায়—পার্থে ভারতের ঘুরে দাঁড়ানো দেখে যেকোনো ক্রিকেটপ্রেমীরই এই গান মনে পড়বে। প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করেছে রানের পাহাড়। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি করেছেন সেঞ্চুরি। পার্থ টেস্ট জিততে অস্ট্রেলিয়ার এখন করতে হবে অলৌকিক কিছুই।
৩ ঘণ্টা আগে