ক্রীড়া ডেস্ক
পিএসজির ম্যাচ মানেই যেন আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। কিন্তু চোটে পড়ে আরেকটি ম্যাচ বেঞ্চে বসেই কাটিয়ে দিতে হয়েছে আর্জেন্টিনার অধিনায়ককে। তবে তাতে অবশ্য জয় আটকানো যায়নি ফরাসি জায়ান্টদের। লিগে মঁপেলিয়েকে ২-০ গোলে হারিয়েছে তারা।
আগেই জানা গিয়েছিল, এই ম্যাচে মেসিকে পাচ্ছে না পিএসজি। সাবেক এই বার্সা মহাতারকা না থাকলেও মাঠে ছিলেন অন্য দুই তারকা কিলিয়ান এমবাপ্পে আর নেইমার। তবে এদিন গোল পাননি দুজনের কেউই। পিএসজির হয়ে গোল দুটি করেছেন ইদ্রিসা গুয়ে ও জুলিয়ান ড্র্যাক্সলার।
এদিন প্রথমার্ধে বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছেন এমবাপ্পে-নেইমার। আনহেল দি মারিয়া ও আন্দের এরেরাদের তৈরি করা সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন তাঁরা। সব মিলিয়ে প্রথমার্ধে ১১টি শটের মাত্র তিনটি পোস্টে রাখতে পেরেছিল পিএসজি। ১৪ মিনিটে এই তিন শটের একটি থেকে গোল করেন সেনেগাল মিডফিল্ডার গুয়ে।
দ্বিতীয়ার্ধেও দাপট দেখিয়েছে পিএসজি। তবে গোল করতে ব্যর্থ হয়েছেন নেইমার-এমবাপ্পেরা। অবশেষে পিএসজি দ্বিতীয় গোলের দেখা পায় ৮৯ মিনিটে। ডি মারিয়ার বদলি হিসেবে নেমেই গোল করেন জার্মান মিডফিল্ডার ড্র্যাক্সলার। লিগে টানা আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মরিসিও পচেত্তিনোর দল।
অন্যদিকে লা লিগায় এদিন হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে স্প্যানিশ জায়ান্টরা। এদিন একাদশে বেশ পরীক্ষা–নিরীক্ষা চালিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। সেটি করতে গিয়েই মৌসুমে দ্বিতীয় ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। তবে পয়েন্ট টেবিলে অবশ্য শীর্ষেই আছে আনচেলত্তির দল। সাত ম্যাচে ১৭ পয়েন্ট তাদের। পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আছে টেবিলের আট নম্বরে।
পিএসজির ম্যাচ মানেই যেন আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। কিন্তু চোটে পড়ে আরেকটি ম্যাচ বেঞ্চে বসেই কাটিয়ে দিতে হয়েছে আর্জেন্টিনার অধিনায়ককে। তবে তাতে অবশ্য জয় আটকানো যায়নি ফরাসি জায়ান্টদের। লিগে মঁপেলিয়েকে ২-০ গোলে হারিয়েছে তারা।
আগেই জানা গিয়েছিল, এই ম্যাচে মেসিকে পাচ্ছে না পিএসজি। সাবেক এই বার্সা মহাতারকা না থাকলেও মাঠে ছিলেন অন্য দুই তারকা কিলিয়ান এমবাপ্পে আর নেইমার। তবে এদিন গোল পাননি দুজনের কেউই। পিএসজির হয়ে গোল দুটি করেছেন ইদ্রিসা গুয়ে ও জুলিয়ান ড্র্যাক্সলার।
এদিন প্রথমার্ধে বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছেন এমবাপ্পে-নেইমার। আনহেল দি মারিয়া ও আন্দের এরেরাদের তৈরি করা সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন তাঁরা। সব মিলিয়ে প্রথমার্ধে ১১টি শটের মাত্র তিনটি পোস্টে রাখতে পেরেছিল পিএসজি। ১৪ মিনিটে এই তিন শটের একটি থেকে গোল করেন সেনেগাল মিডফিল্ডার গুয়ে।
দ্বিতীয়ার্ধেও দাপট দেখিয়েছে পিএসজি। তবে গোল করতে ব্যর্থ হয়েছেন নেইমার-এমবাপ্পেরা। অবশেষে পিএসজি দ্বিতীয় গোলের দেখা পায় ৮৯ মিনিটে। ডি মারিয়ার বদলি হিসেবে নেমেই গোল করেন জার্মান মিডফিল্ডার ড্র্যাক্সলার। লিগে টানা আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মরিসিও পচেত্তিনোর দল।
অন্যদিকে লা লিগায় এদিন হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে স্প্যানিশ জায়ান্টরা। এদিন একাদশে বেশ পরীক্ষা–নিরীক্ষা চালিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। সেটি করতে গিয়েই মৌসুমে দ্বিতীয় ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। তবে পয়েন্ট টেবিলে অবশ্য শীর্ষেই আছে আনচেলত্তির দল। সাত ম্যাচে ১৭ পয়েন্ট তাদের। পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আছে টেবিলের আট নম্বরে।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১১ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১১ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১২ ঘণ্টা আগে