হৃদয়কে ‘লম্বা রেসের ঘোড়া’ মনে করেন তামিম 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৩, ১২: ১২
আপডেট : ১৩ মে ২০২৩, ১৩: ৪৯

আন্তর্জাতিক ক্রিকেটে তাওহীদ হৃদয়ের পথচলার তিন মাসও হয়নি। এই অল্প কদিনে রানের ফোয়াড়া ছুটিয়ে চলেছেন তিনি। দুর্দান্ত ব্যাটিং করে নজর কেড়েছেন অনেকের। দারুণ ছন্দে থাকা হৃদয়ের ভবিষ্যৎ উজ্জ্বল মনে করছেন তামিম ইকবাল। 

চেমসফোর্ডে গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৫ নম্বরে ব্যাটিংয়ে নামেন হৃদয়। ৪৫ ওভারে ৩২০-এর পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশের স্কোর তখন ১৭ ওভারে ৩ উইকেটে ১০১ রান। রিকোয়ার্ড রেট ৮-এর কাছাকাছি। তবে এই রানরেট ভড়কাতে পারেনি হৃদয়কে। আইরিশ বোলারদের বেশ স্বাচ্ছন্দ্যে, সাবলীলভাবে খেলেছেন তিনি। স্ট্রাইক রোটেটের সঙ্গে দৃষ্টিনন্দন চার-ছক্কায় পেয়েছেন দ্বিতীয় ওয়ানডে ফিফটি। ৫৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৮ রানের সময়োপযোগী ইনিংস খেলেছেন। নাজমুল হোসেন শান্তর সঙ্গে চতুর্থ উইকেটে ১০২ বলে ১৩১ রানের জুটি গড়তে অবদান রেখেছেন হৃদয়। এ জুটিই মূলত গড়ে দিয়েছে জয়ের ভিত। 

দুর্দান্ত ইনিংস খেলা হৃদয় প্রশংসা পেয়েছেন শান্ত, তামিমদের থেকে। ম্যাচ-সেরা শান্ত জানিয়েছেন, হৃদয়ের কারণেই তাঁর (শান্ত) ব্যাটিং করা সহজ হয়েছে। আর তামিম প্রশংসা করেছেন শান্ত-হৃদয় জুটির। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘শান্ত ও হৃদয়ের ব্যাটিংয়ে আমি বেশ খুশি। বিশেষ করে হৃদয়ের খেলা দেখে মুগ্ধ। শুধু এই সিরিজেই নয়, ঘরের মাঠেও সে দুর্দান্ত খেলেছে। আশা করি সে অনেক দূর যাবে। সে যেভাবে খেলছে, যদি ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারে, তাহলে নিশ্চিতভাবেই তা আমাদের জন্য ভালো হবে।’ 

এই আয়ারল্যান্ডের বিপক্ষে এ বছরের মার্চে ওয়ানডে অভিষেক হয়েছে হৃদয়ের। সিলেটে ৮৫ বলে ৯২ রানের ইনিংস খেলেন তিনি। সেঞ্চুরি না পেলেও ওয়ানডে অভিষেকে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন তিনি। এখন পর্যন্ত ৫ ওয়ানডেতে ৫৯ গড় ও ১১৩.৪৬ স্ট্রাইক রেটে ২৩৬ রান করেছেন বাংলাদেশের এই ব্যাটার।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত