ক্রীড়া ডেস্ক
মেলবোর্ন রেনেগেডসকে ৭৭ রানে হারিয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দারুণ শুরু করে বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দল। সেই জয়ের পর এখন নিজেদের হারিয়ে খুঁজছে বিসিবি এইচপি। দাপুটে জয়ের পর টানা দুই ম্যাচ হারল আকবর আলীর নেতৃত্বাধীন দল।
১১, ১২ আগস্ট টানা দুই দিন মেলবোর্ন রেনেগেডস ও তাসমানিয়ার বিপক্ষে খেলেছে বিসিবি এইচপি। যেখানে তাসমানিয়ার সঙ্গে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৩ উইকেটে হেরে যান আকবর-তানজিদ হাসান তামিমরা। এক দিন বিরতির পর আজ বিসিবি এইচপি খেলেছে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। ডারউইনের ম্যারারা ওভালে আকবরের দল হেরেছে ৮ উইকেটে।
১৪৮ রানের লক্ষ্যে নেমে দলীয় ১ রানেই ভেঙে যায় অ্যাডিলেড স্ট্রাইকার্সের উদ্বোধনী জুটি। ইনিংসের তৃতীয় বলে জশ কানকে ফিরিয়েছেন রিপন মন্ডল। গোল্ডেন ডাক মেরেছেন অ্যাডিলেড ওপেনার কান। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন নোয়াহ ম্যাকফেডেন। দ্বিতীয় উইকেটে ওপেনার জেক উইন্টারের সঙ্গে ৮৩ রানের জুটি গড়তে অবদান রাখেন ম্যাকফেডেন। এই জুটিই মূলত অ্যাডিলেডের জয়ের ভিত গড়ে দেয়।
উইন্টার-ম্যাকফেডেনের জুটি ভাঙেন আবু হায়দার রনি। ১২তম ওভারের পঞ্চম বলে ম্যাকফেডেনের উইকেট নিয়েছেন রনি। ৩২ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৮ রান করেন ম্যাকফেডেন। ওপেনার উইন্টার অ্যাডিলেডকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। তৃতীয় উইকেটে উইন্টার-হ্যামিশ কেস গড়েন ৬৪ রানের অবিচ্ছেদ্য জুটি। ১৭.৪ ওভারে ২ উইকেটে ১৪৮ রান করে অ্যাডিলেড। ১৪ বল হাতে রেখে পাওয়া ৮ উইকেটের জয়ে সর্বোচ্চ ৮২ রান করেন উইন্টার। ৫৪ বলের ইনিংসে ১০ চার ও ৩ ছক্কা মেরেছেন অ্যাডিলেড ওপেনার।
এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বিসিবি এইচপি। ৯.১ ওভারে ৪ উইকেটে ৫২ রানে পরিণত হয় আকবরের দল। তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন ধ্রুব করেছেন ১, ৮ ও ২ রান। যেখানে একপ্রান্ত আগলে রাখা ওপেনার জিশান আলম ২১ বলে ২৬ রান করে আউট হয়েছেন দশম ওভারের প্রথম বলে।
মিডল অর্ডারে নামা আকবর ও শামীম হোসেন পাটোয়ারীই মূলত বিসিবি এইচপিকে ১৫০ ছুঁইছুঁই স্কোর করতে সহায়তা করে। ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন শামীম। ৩২ বলের ইনিংসে ৩ চার ও ১ ছক্কা মেরেছেন এই বাঁহাতি ব্যাটার। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান করে বিসিবি এইচপি। সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন টিম ওকলি ও হ্যারি ম্যানেন্তি। দুজনেই খরচ করেছেন ৩১ রান। তবে ওকলি বোলিং করেন ৩ ওভার। ৪ ওভার পূর্ণ করেন ম্যানেন্তি।
মেলবোর্ন রেনেগেডসকে ৭৭ রানে হারিয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দারুণ শুরু করে বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দল। সেই জয়ের পর এখন নিজেদের হারিয়ে খুঁজছে বিসিবি এইচপি। দাপুটে জয়ের পর টানা দুই ম্যাচ হারল আকবর আলীর নেতৃত্বাধীন দল।
১১, ১২ আগস্ট টানা দুই দিন মেলবোর্ন রেনেগেডস ও তাসমানিয়ার বিপক্ষে খেলেছে বিসিবি এইচপি। যেখানে তাসমানিয়ার সঙ্গে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৩ উইকেটে হেরে যান আকবর-তানজিদ হাসান তামিমরা। এক দিন বিরতির পর আজ বিসিবি এইচপি খেলেছে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। ডারউইনের ম্যারারা ওভালে আকবরের দল হেরেছে ৮ উইকেটে।
১৪৮ রানের লক্ষ্যে নেমে দলীয় ১ রানেই ভেঙে যায় অ্যাডিলেড স্ট্রাইকার্সের উদ্বোধনী জুটি। ইনিংসের তৃতীয় বলে জশ কানকে ফিরিয়েছেন রিপন মন্ডল। গোল্ডেন ডাক মেরেছেন অ্যাডিলেড ওপেনার কান। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন নোয়াহ ম্যাকফেডেন। দ্বিতীয় উইকেটে ওপেনার জেক উইন্টারের সঙ্গে ৮৩ রানের জুটি গড়তে অবদান রাখেন ম্যাকফেডেন। এই জুটিই মূলত অ্যাডিলেডের জয়ের ভিত গড়ে দেয়।
উইন্টার-ম্যাকফেডেনের জুটি ভাঙেন আবু হায়দার রনি। ১২তম ওভারের পঞ্চম বলে ম্যাকফেডেনের উইকেট নিয়েছেন রনি। ৩২ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৮ রান করেন ম্যাকফেডেন। ওপেনার উইন্টার অ্যাডিলেডকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। তৃতীয় উইকেটে উইন্টার-হ্যামিশ কেস গড়েন ৬৪ রানের অবিচ্ছেদ্য জুটি। ১৭.৪ ওভারে ২ উইকেটে ১৪৮ রান করে অ্যাডিলেড। ১৪ বল হাতে রেখে পাওয়া ৮ উইকেটের জয়ে সর্বোচ্চ ৮২ রান করেন উইন্টার। ৫৪ বলের ইনিংসে ১০ চার ও ৩ ছক্কা মেরেছেন অ্যাডিলেড ওপেনার।
এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বিসিবি এইচপি। ৯.১ ওভারে ৪ উইকেটে ৫২ রানে পরিণত হয় আকবরের দল। তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন ধ্রুব করেছেন ১, ৮ ও ২ রান। যেখানে একপ্রান্ত আগলে রাখা ওপেনার জিশান আলম ২১ বলে ২৬ রান করে আউট হয়েছেন দশম ওভারের প্রথম বলে।
মিডল অর্ডারে নামা আকবর ও শামীম হোসেন পাটোয়ারীই মূলত বিসিবি এইচপিকে ১৫০ ছুঁইছুঁই স্কোর করতে সহায়তা করে। ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন শামীম। ৩২ বলের ইনিংসে ৩ চার ও ১ ছক্কা মেরেছেন এই বাঁহাতি ব্যাটার। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান করে বিসিবি এইচপি। সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন টিম ওকলি ও হ্যারি ম্যানেন্তি। দুজনেই খরচ করেছেন ৩১ রান। তবে ওকলি বোলিং করেন ৩ ওভার। ৪ ওভার পূর্ণ করেন ম্যানেন্তি।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১১ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১১ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১২ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১৩ ঘণ্টা আগে