নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আফগানিস্তান ক্রিকেটের কথা বললে সবার আগে আসে রশিদ খানের নাম। দুর্দান্ত লেগ স্পিনে রশিদ যে হয়ে উঠেছেন আফগান ক্রিকেটের ‘পোস্টার বয়’! দেশ তো বটেই, বিশ্বের নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগ মানেই রশিদের উপস্থিতি অনিবার্য।
সেই রশিদকে দেখে একের পর এক লেগ স্পিনার উঠে আসছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে। তেমন এক লেগ স্পিনারের সামনে বলতে গেলে আজ নাকানিচুবানি খেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ১৬২ রানে।
উইকেট শিকারে পেসার বিলাল শামি এগিয়ে থাকলেও মিডল অর্ডারকে ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন লেগ স্পিনার ইজহারুলহক নাভিদ। তাঁদের নৈপুণ্যেই ১৬২ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। জবাবে প্রথম দিন শেষে ২ উইকেটে ৪০ রান করেছে আফগান যুবারা। সফরকারীরা পিছিয়ে ১২২ রানে।
অথচ আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছিলেন প্রান্তিক নওরোজ নাবিল ও ইফতেখার হোসাইন। উদ্বোজনী জুটিতে তাঁরা যোগ করেন ৪৬ রান। ২০ রান করে নাবিল আউট হওয়ার পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি ইফতেখারও (২৭)।
ওপেনারদের বিদায়ের সঙ্গে সঙ্গে মড়ক লাগে বাংলাদেশ যুবাদের ইনিংসে। চারে নামা অধিনায়ক আইচ মোল্লা করেছেন দলীয় সর্বোচ্চ ৩৯ রান। তাঁকে কিছুটা সঙ্গ দিয়েছেন মেহেরব হোসেন। এ দুজন ছাড়া বাকিরা ছিলেন আসা-যাওয়ার মধ্যে। শেষ ছয় ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
বাংলাদেশকে ধসিয়ে দেওয়ার পথে ৪২ রানে ৫ উইকেট শিকার করেছেন পেসার বিলাল। আর লেগ স্পিনার ইজহারুলহক ৪৫ রানে নিয়েছেন ৪ উইকেট। অন্য উইকেটটি কামরানের।
জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারেই সুলিমান সাইফকে হারায় আফগানিস্তান। রান আউটে কাটা পড়েন তিনি। থিতু হয়েও টিকতে পারেননি তিনে নামা ইশহাক জাজাই। তবে বিলাল সায়েদীকে নিয়ে দিনের বাকি সময়টা কাটিয়ে দেন অধিনায়ক ইজাজ আহমাদ।
১২২ রানে পিছিয়ে থাকা আফগান যুবারা আগামীকাল দ্বিতীয় দিন চাইবে লিড নিতে। আর বাংলাদেশের যুবারা চাইবে দ্রুতই তাদের গুটিয়ে গুটিয়ে দিতে।
আফগানিস্তান ক্রিকেটের কথা বললে সবার আগে আসে রশিদ খানের নাম। দুর্দান্ত লেগ স্পিনে রশিদ যে হয়ে উঠেছেন আফগান ক্রিকেটের ‘পোস্টার বয়’! দেশ তো বটেই, বিশ্বের নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগ মানেই রশিদের উপস্থিতি অনিবার্য।
সেই রশিদকে দেখে একের পর এক লেগ স্পিনার উঠে আসছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে। তেমন এক লেগ স্পিনারের সামনে বলতে গেলে আজ নাকানিচুবানি খেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ১৬২ রানে।
উইকেট শিকারে পেসার বিলাল শামি এগিয়ে থাকলেও মিডল অর্ডারকে ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন লেগ স্পিনার ইজহারুলহক নাভিদ। তাঁদের নৈপুণ্যেই ১৬২ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। জবাবে প্রথম দিন শেষে ২ উইকেটে ৪০ রান করেছে আফগান যুবারা। সফরকারীরা পিছিয়ে ১২২ রানে।
অথচ আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছিলেন প্রান্তিক নওরোজ নাবিল ও ইফতেখার হোসাইন। উদ্বোজনী জুটিতে তাঁরা যোগ করেন ৪৬ রান। ২০ রান করে নাবিল আউট হওয়ার পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি ইফতেখারও (২৭)।
ওপেনারদের বিদায়ের সঙ্গে সঙ্গে মড়ক লাগে বাংলাদেশ যুবাদের ইনিংসে। চারে নামা অধিনায়ক আইচ মোল্লা করেছেন দলীয় সর্বোচ্চ ৩৯ রান। তাঁকে কিছুটা সঙ্গ দিয়েছেন মেহেরব হোসেন। এ দুজন ছাড়া বাকিরা ছিলেন আসা-যাওয়ার মধ্যে। শেষ ছয় ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
বাংলাদেশকে ধসিয়ে দেওয়ার পথে ৪২ রানে ৫ উইকেট শিকার করেছেন পেসার বিলাল। আর লেগ স্পিনার ইজহারুলহক ৪৫ রানে নিয়েছেন ৪ উইকেট। অন্য উইকেটটি কামরানের।
জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারেই সুলিমান সাইফকে হারায় আফগানিস্তান। রান আউটে কাটা পড়েন তিনি। থিতু হয়েও টিকতে পারেননি তিনে নামা ইশহাক জাজাই। তবে বিলাল সায়েদীকে নিয়ে দিনের বাকি সময়টা কাটিয়ে দেন অধিনায়ক ইজাজ আহমাদ।
১২২ রানে পিছিয়ে থাকা আফগান যুবারা আগামীকাল দ্বিতীয় দিন চাইবে লিড নিতে। আর বাংলাদেশের যুবারা চাইবে দ্রুতই তাদের গুটিয়ে গুটিয়ে দিতে।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৯ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৯ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১০ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১১ ঘণ্টা আগে