ক্রীড়া ডেস্ক
মাঠে মুখোমুখি রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল। দুই দলই তারকাবহুল। তবে সব ছাপিয়ে আরেকবার আলোচনায় সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এক সময়ের গলায়-গলায় ভাব থাকা দুই বন্ধুর মধ্যে এখন এমন ফাটল ধরেছে, একজন আরেকজনের চেহারা না দেখতে পারলেই যেন বাঁচেন। তার পরও যে দেখা হয়ে যায় মাঠের লড়াইয়ে! সেই লড়াইকে ‘সাকিব-তামিম’ ডার্বি বললে অত্যুক্তি হবে না।
এবারের বিপিএলে দুই দলের আগের ম্যাচেও আলোচনা হয়েছে সাকিব-তামিমের মুখোমুখি হওয়া নিয়ে। মিরপুরে সেবার অবশ্য সাকিবের রংপুরকে হারিয়েছিল তামিমের বরিশাল। গতকাল ফল উল্টো। চট্টগ্রামে তামিমরা হারলেন সাকিবদের কাছে। তবে সেই হারের চেয়ে এখন আলোচনায় দুই ‘শত্রু’র উইকেট উদ্যাপন নিয়ে।
বরিশালের ইনিংসের পঞ্চম ওভারের ঘটনা। ওপেনিংয়ে নেমে দুর্দান্ত ব্যাট করছিলেন তামিম। দলের ৩৮ রানের মধ্যে ৩৩ রানই ছিল তাঁর। তবে নিজের সেই রান বরিশাল অধিনায়ক আর বাড়াতে পারেননি। নিজের স্পেলের প্রথম বলে সাকিব এসে ফিরিয়ে দেন তামিমকে। মারবেন কি ঠেকাবেন—এমন বিভ্রান্তি নিয়ে তামিম ক্যাচ তুলে দেন মুমিনুল হককে। সেই উইকেট পাওয়ার পর সাকিবের সে কী আনন্দ! মুহূর্তেই মুষ্টিবদ্ধ হাতে নিজের পরিচিত উদ্যাপন। তবে অন্য উইকেট প্রাপ্তির ক্ষেত্রে যে উচ্ছ্বাস দেখা যায় এই অলরাউন্ডারের মুখে, এবার যেন আনন্দটা তার চেয়ে বেশি। মুমিনুলের সঙ্গে বেশ হাসিমুখে দুই হাত মেলান সাকিব।
তবে সেই দৃশ্য ‘বুমেরাং’ হয়ে ফিরে এলো রংপুরের ইনিংসের সময়। বরিশালের দেওয়া ১৫২ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ওপেনার মুমিনুলের বিদায়ের পর রংপুরকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আরেক ওপেনার ব্রেন্ডন কিং ও সাকিব। ব্যাট হাতে ততক্ষণে ঝড় তোলা শুরু করেছেন বাংলাদেশি অলরাউন্ডার। ১৪ বলে করে ফেলেছেন ২৯ রান। কিন্তু ইনিংসের ষষ্ঠ ওভারে মেহেদী হাসান মিরাজকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন সাকিব। এরপর তামিমের যে উদ্যাপন ছিল, সেটি দেখার মতন। সাকিবের মতো মুষ্টিবদ্ধ হাতে একইরকম উদ্যাপন করলেন তিনি, তবে সেটি ব্যঙ্গাত্মকভাবে। এ সময় তির্যক চোখে তাকিয়ে মুখে কিছু একটা বিড়বিড় করেও বলতে থাকেন এই বাঁহাতি ওপেনার। ফেরার পর মাঠের বাইরে সেটি তাকিয়ে দেখলেন সাকিব।
আর এ দুই তারকার এমন উদ্যাপন নিয়ে সরগরম বাংলাদেশের ক্রিকেট পাড়া। দুজনে যে এখন একজন আরেকজনের চোখের বিষ! তবে এই দ্বৈরথ ‘পানসে’ বিপিএলে যেন আলাদা মাত্র দিল। সাকিবের রংপুর অবশ্য গতকাল ১ উইকেটের রোমাঞ্চকর জয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করে ফেলেছে। তামিমদের ঝুলে আছে প্লে-অফের আশা। তবে দেশের ক্রিকেট ভক্তরা আরেকবার এ দুই দলের লড়াই চাইবেন নিশ্চিত, দুই শত্রুকে আরেকবার লড়তে দেখার জন্য। সেটি হোক ফাইনালে বা তারও আগে। তামিমও চাইবেন সাকিবের বলে আউট হওয়ার শোধটা তুলতে। সাকিব চাইবেন?
তিনি চাননি বলেই তো তামিমের গত ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি, এমনটাই দাবি তামিম-ভক্তদের। সাকিবের নেতৃত্বে বাংলাদেশ ভারতে গিয়েছিল এই অভিজ্ঞ ওপেনারকে ছাড়াই। এরপর থেকে তো যে বিতর্কের ঝড় উঠল, সেটি এখনো থামেনি। তারই আরেকটি প্রতিক্রিয়া দেখা গেল গত রাতে।
মাঠে মুখোমুখি রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল। দুই দলই তারকাবহুল। তবে সব ছাপিয়ে আরেকবার আলোচনায় সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এক সময়ের গলায়-গলায় ভাব থাকা দুই বন্ধুর মধ্যে এখন এমন ফাটল ধরেছে, একজন আরেকজনের চেহারা না দেখতে পারলেই যেন বাঁচেন। তার পরও যে দেখা হয়ে যায় মাঠের লড়াইয়ে! সেই লড়াইকে ‘সাকিব-তামিম’ ডার্বি বললে অত্যুক্তি হবে না।
এবারের বিপিএলে দুই দলের আগের ম্যাচেও আলোচনা হয়েছে সাকিব-তামিমের মুখোমুখি হওয়া নিয়ে। মিরপুরে সেবার অবশ্য সাকিবের রংপুরকে হারিয়েছিল তামিমের বরিশাল। গতকাল ফল উল্টো। চট্টগ্রামে তামিমরা হারলেন সাকিবদের কাছে। তবে সেই হারের চেয়ে এখন আলোচনায় দুই ‘শত্রু’র উইকেট উদ্যাপন নিয়ে।
বরিশালের ইনিংসের পঞ্চম ওভারের ঘটনা। ওপেনিংয়ে নেমে দুর্দান্ত ব্যাট করছিলেন তামিম। দলের ৩৮ রানের মধ্যে ৩৩ রানই ছিল তাঁর। তবে নিজের সেই রান বরিশাল অধিনায়ক আর বাড়াতে পারেননি। নিজের স্পেলের প্রথম বলে সাকিব এসে ফিরিয়ে দেন তামিমকে। মারবেন কি ঠেকাবেন—এমন বিভ্রান্তি নিয়ে তামিম ক্যাচ তুলে দেন মুমিনুল হককে। সেই উইকেট পাওয়ার পর সাকিবের সে কী আনন্দ! মুহূর্তেই মুষ্টিবদ্ধ হাতে নিজের পরিচিত উদ্যাপন। তবে অন্য উইকেট প্রাপ্তির ক্ষেত্রে যে উচ্ছ্বাস দেখা যায় এই অলরাউন্ডারের মুখে, এবার যেন আনন্দটা তার চেয়ে বেশি। মুমিনুলের সঙ্গে বেশ হাসিমুখে দুই হাত মেলান সাকিব।
তবে সেই দৃশ্য ‘বুমেরাং’ হয়ে ফিরে এলো রংপুরের ইনিংসের সময়। বরিশালের দেওয়া ১৫২ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ওপেনার মুমিনুলের বিদায়ের পর রংপুরকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আরেক ওপেনার ব্রেন্ডন কিং ও সাকিব। ব্যাট হাতে ততক্ষণে ঝড় তোলা শুরু করেছেন বাংলাদেশি অলরাউন্ডার। ১৪ বলে করে ফেলেছেন ২৯ রান। কিন্তু ইনিংসের ষষ্ঠ ওভারে মেহেদী হাসান মিরাজকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন সাকিব। এরপর তামিমের যে উদ্যাপন ছিল, সেটি দেখার মতন। সাকিবের মতো মুষ্টিবদ্ধ হাতে একইরকম উদ্যাপন করলেন তিনি, তবে সেটি ব্যঙ্গাত্মকভাবে। এ সময় তির্যক চোখে তাকিয়ে মুখে কিছু একটা বিড়বিড় করেও বলতে থাকেন এই বাঁহাতি ওপেনার। ফেরার পর মাঠের বাইরে সেটি তাকিয়ে দেখলেন সাকিব।
আর এ দুই তারকার এমন উদ্যাপন নিয়ে সরগরম বাংলাদেশের ক্রিকেট পাড়া। দুজনে যে এখন একজন আরেকজনের চোখের বিষ! তবে এই দ্বৈরথ ‘পানসে’ বিপিএলে যেন আলাদা মাত্র দিল। সাকিবের রংপুর অবশ্য গতকাল ১ উইকেটের রোমাঞ্চকর জয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করে ফেলেছে। তামিমদের ঝুলে আছে প্লে-অফের আশা। তবে দেশের ক্রিকেট ভক্তরা আরেকবার এ দুই দলের লড়াই চাইবেন নিশ্চিত, দুই শত্রুকে আরেকবার লড়তে দেখার জন্য। সেটি হোক ফাইনালে বা তারও আগে। তামিমও চাইবেন সাকিবের বলে আউট হওয়ার শোধটা তুলতে। সাকিব চাইবেন?
তিনি চাননি বলেই তো তামিমের গত ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি, এমনটাই দাবি তামিম-ভক্তদের। সাকিবের নেতৃত্বে বাংলাদেশ ভারতে গিয়েছিল এই অভিজ্ঞ ওপেনারকে ছাড়াই। এরপর থেকে তো যে বিতর্কের ঝড় উঠল, সেটি এখনো থামেনি। তারই আরেকটি প্রতিক্রিয়া দেখা গেল গত রাতে।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
২৪ মিনিট আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৪৪ মিনিট আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
২ ঘণ্টা আগে