ক্রীড়া ডেস্ক
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক পা আগেই দিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে ৫টায় সেন্ট ভিনসেন্টে আনুষ্ঠানিকতা সারতে নামবেন নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসানরা। তবে এখনো সুপার এইটের আগে থেমে যেতে পারে বাংলাদেশের পথচলা।
‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। একই দিন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় সেন্ট লুসিয়ায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস। শ্রীলঙ্কা ও নেপাল সুপার এইটের সমীকরণ থেকে আগেই বাদ পড়েছে। তবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের এখনো সম্ভাবনা রয়েছে। নেপালকে হারালেই ৬ পয়েন্ট নিয়ে সমীকরণ ছাড়াই সুপার এইটে পা রাখবে বাংলাদেশ। অপর ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও নেদারল্যান্ডস পাচ্ছে ৪ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা ৮ পয়েন্ট নিয়ে অনেক আগেই সুপার এইট নিশ্চিত করেছে।
সেন্ট ভিনসেন্টেই যেহেতু বাংলাদেশ-নেপাল মুখোমুখি হচ্ছে, তখন নেপালের রূপকথার গল্প লেখার সম্ভাবনাও যে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই ভেন্যুতে গতকাল নেপালের বিপক্ষে ১ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। যদি আগামীকাল নেপালের কাছে বাংলাদেশ হেরে যায় এবং ডাচরা যদি জিতে যায়, তাহলে চলে আসবে অনেক সমীকরণ। ধরে নেওয়া যাক, নেপাল আগে ব্যাটিং নিয়ে ১৪০ রান করল। রান তাড়া করতে নেমে বাংলাদেশ আটকে গেল ১২৫ রানে। তাহলে বাংলাদেশের নেট রানরেট হবে + ০.১৬৯। অন্যদিকে সেন্ট লুসিয়ায় নেদারল্যান্ডস প্রথমে ব্যাটিং নিয়ে করল ১৬১ রান। জবাবে লঙ্কানরা ১২৩ রানে গুটিয়ে গেলে ডাচদের নেট রানরেট হবে + ০.২। তার মানে প্রথমে ব্যাটিংয়ের হিসাব করলে বাংলাদেশের হার ও ডাচদের জয়ের সম্মিলিত ব্যবধান কমপক্ষে ৫৩ রানের হতে হবে।
দৃশ্যপটটা এবার অন্যভাবে কল্পনা করা যাক। বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে ১৪০ রান করল। রান তাড়া করতে নেমে নেপাল ১৫ ওভারে ১৪১ রান করে ফেলল। বাংলাদেশের নেট রানরেট হবে-০.০৮০। অন্যদিকে সেন্ট লুসিয়ায় লঙ্কানরা প্রথমে ১৬১ রান করল। সুপার এইটে যেতে ডাচদের ১৭.৩ ওভারে করতে হবে ১৬২ রান।
বাংলাদেশ, নেদারল্যান্ডস যে-ই সুপার এইটে উঠুক ডি২ হয়েই উঠবে। কারণ শ্রীলঙ্কা উঠতে না পারায় তাদের ডি২ সিডিংটা পাবে বাংলাদেশ অথবা ডাচরা। দক্ষিণ আফ্রিকা উঠবে ডি১ হিসেবে। সুপার এইটে বাংলাদেশ তখন খেলবে ভারত, আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। দক্ষিণ আফ্রিকা সুপার এইটে পাচ্ছে বিশ্বকাপের দুই আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড থাকছে প্রোটিয়াদের গ্রুপে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক পা আগেই দিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে ৫টায় সেন্ট ভিনসেন্টে আনুষ্ঠানিকতা সারতে নামবেন নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসানরা। তবে এখনো সুপার এইটের আগে থেমে যেতে পারে বাংলাদেশের পথচলা।
‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। একই দিন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় সেন্ট লুসিয়ায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস। শ্রীলঙ্কা ও নেপাল সুপার এইটের সমীকরণ থেকে আগেই বাদ পড়েছে। তবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের এখনো সম্ভাবনা রয়েছে। নেপালকে হারালেই ৬ পয়েন্ট নিয়ে সমীকরণ ছাড়াই সুপার এইটে পা রাখবে বাংলাদেশ। অপর ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও নেদারল্যান্ডস পাচ্ছে ৪ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা ৮ পয়েন্ট নিয়ে অনেক আগেই সুপার এইট নিশ্চিত করেছে।
সেন্ট ভিনসেন্টেই যেহেতু বাংলাদেশ-নেপাল মুখোমুখি হচ্ছে, তখন নেপালের রূপকথার গল্প লেখার সম্ভাবনাও যে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই ভেন্যুতে গতকাল নেপালের বিপক্ষে ১ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। যদি আগামীকাল নেপালের কাছে বাংলাদেশ হেরে যায় এবং ডাচরা যদি জিতে যায়, তাহলে চলে আসবে অনেক সমীকরণ। ধরে নেওয়া যাক, নেপাল আগে ব্যাটিং নিয়ে ১৪০ রান করল। রান তাড়া করতে নেমে বাংলাদেশ আটকে গেল ১২৫ রানে। তাহলে বাংলাদেশের নেট রানরেট হবে + ০.১৬৯। অন্যদিকে সেন্ট লুসিয়ায় নেদারল্যান্ডস প্রথমে ব্যাটিং নিয়ে করল ১৬১ রান। জবাবে লঙ্কানরা ১২৩ রানে গুটিয়ে গেলে ডাচদের নেট রানরেট হবে + ০.২। তার মানে প্রথমে ব্যাটিংয়ের হিসাব করলে বাংলাদেশের হার ও ডাচদের জয়ের সম্মিলিত ব্যবধান কমপক্ষে ৫৩ রানের হতে হবে।
দৃশ্যপটটা এবার অন্যভাবে কল্পনা করা যাক। বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে ১৪০ রান করল। রান তাড়া করতে নেমে নেপাল ১৫ ওভারে ১৪১ রান করে ফেলল। বাংলাদেশের নেট রানরেট হবে-০.০৮০। অন্যদিকে সেন্ট লুসিয়ায় লঙ্কানরা প্রথমে ১৬১ রান করল। সুপার এইটে যেতে ডাচদের ১৭.৩ ওভারে করতে হবে ১৬২ রান।
বাংলাদেশ, নেদারল্যান্ডস যে-ই সুপার এইটে উঠুক ডি২ হয়েই উঠবে। কারণ শ্রীলঙ্কা উঠতে না পারায় তাদের ডি২ সিডিংটা পাবে বাংলাদেশ অথবা ডাচরা। দক্ষিণ আফ্রিকা উঠবে ডি১ হিসেবে। সুপার এইটে বাংলাদেশ তখন খেলবে ভারত, আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। দক্ষিণ আফ্রিকা সুপার এইটে পাচ্ছে বিশ্বকাপের দুই আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড থাকছে প্রোটিয়াদের গ্রুপে।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১২ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১৩ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১৪ ঘণ্টা আগে