রানা আব্বাস, মুম্বাই থেকে
বিশ্বকাপে অন্য দলগুলোর অধিনায়কেরা যেখানে নিয়মিত সংবাদ সম্মেলনে আসছেন, সেখানে ব্যতিক্রম বাংলাদেশ দল। অবশেষে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে সংবাদমাধ্যমের সামনে এলেন সাকিব আল হাসান। তাঁর সংবাদ সম্মেলনের গুরুত্বপূর্ণ অংশ থাকল এখানে—
ফিটনেস ইস্যু
সাকিব আল হাসান: গতকাল (পরশু) যখন অনুশীলন, তেমন কিছু ফিল করিনি। নেতিবাচক কোনো কিছু ফিল করিনি। আজও (কাল) অনুশীলন করব, সব ঠিকঠাক থাকলে ইনশা আল্লাহ।
প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা
বিশ্বকাপে আপনি শেষ ম্যাচে হেরেছেন নাকি জিতেছেন, নির্দিষ্ট ম্যাচের দিন সেটা কাজে দেয় না। নির্দিষ্ট দিনে যে ভালো করবে, সে-ই জিতবে। দক্ষিণ আফ্রিকা এই বিশ্বকাপে উড়ছে। আবার নেদারল্যান্ডসের কাছেও তারা হেরেছে। ইংল্যান্ডকে আবার তারা উড়িয়ে দিয়েছে। তার মানে এই নয় যে এটা প্রতিদিন ঘটবে। বিশেষ করে বিশ্বকাপে। আমরা আমাদের মতো প্রস্তুতি নেব সেরা ক্রিকেটটা খেলতে।
বোলিংয়ে হতাশা
এমন জায়গায় খেলা হচ্ছে, যেখানে বোলাররা ভালো না করলে জেতার সম্ভাবনা কম। শেষ ম্যাচেও দেখেছি, এখানে প্রথমার্ধে অনেক রান হয়েছে। পরে বোলাররা ভালো করেছে। দক্ষিণ আফ্রিকা চার ম্যাচের তিনটিই জিতে ভালো অবস্থানে আছে। আমাদের এখনো পাঁচটা ম্যাচ বাকি। আমরা যদি এখান থেকে জিতে যেতে পারি, একটা ছন্দ খুঁজে পাব। ভালো একটা অবস্থানে চলে আসব। যদিও খুব বেশি ম্যাচ জিতিনি। কিন্তু পয়েন্ট টেবিল দেখলে আমরা খুব বাজে অবস্থানেও নেই। অন্য দলগুলো আমাদের সহায়তা করছে। এখন কাজ হচ্ছে নিজেদের সহায়তা করে কত ভালো জায়গায় যেতে পারি।
নিজে না খেললে কীভাবে উদ্বুদ্ধ করা যায়
নিজের না খেলাটা অনেক বড় আফসোসের বিষয়। আমি প্রথমবারের মতো বিশ্বকাপের একটা ম্যাচ মিস করলাম ওয়ানডে বিশ্বকাপে। (ভারতের বিপক্ষে ম্যাচ) মিস করাটা কষ্টের ছিল। বিশ্বকাপের মতো পর্যায়ে কাউকে আসলে মোটিভেটেড করতে হয় না। সবারই মোটিভেশন আছে।
মিরাজকে ওপরে খেলানো
মিরাজ যখন আফগানিস্তানের সঙ্গে সেঞ্চুরি করল, তখন আমরা পরিকল্পনা করলাম আবারও আফগানিস্তানের বিপক্ষে ওকে ওপরে খেলানো হবে। আর একজন ব্যাটার যখন নির্দিষ্ট কোনো পজিশনে নিয়মিত ভালো করছে, তাকে ওই জায়গায় যতটা সুযোগ দেওয়া যায়। কাগজে-কলমে আমাদের যারা ভালো ব্যাটার, আমাদের মনে হচ্ছে তাদের একটু নিচের দিকে (পজিশন) হয়ে যাচ্ছে। যদি উল্টোভাবে দেখি, ওখানে তারা যে রান করবে, সেটার গ্যারান্টি কী? না করলে মনে হয় আগের পজিশনই ভালো ছিল। তবু আমি মনে করি, প্রতিটি ম্যাচে ২৮০-২৯০ রানের সুযোগ ছিল। রিয়াদ ভাই বাদে কেউ তো শেষ পর্যন্ত ব্যাটিং করতে পারেনি। এখানে খুব বেশি সমালোচনা করার সুযোগ নেই মনে করি।
শতভাগ ফিটনেস ইস্যু
ঘাটতিটা কী? শতভাগ ফিটনেস কী? জানি না, বললাম তো আগের দিন অনুশীলনে কোনো ব্যথা অনুভব করিনি। আজও (কাল) যদি ব্যথা অনুভব না করি, তাহলে খেলার জন্য ফিট।
বড় স্কোর করতে না পারা
বড় রান হচ্ছে না। হ্যাঁ, বড় রান হলে ভালো হতো। আমরা চেষ্টা করছি, দোয়া করবেন যেন বড় রান করতে পারি।
এখনো শেষ চারের স্বপ্ন
স্বপ্ন তো...এখনো সম্ভাবনা আছে। আমরা না পারলেও অন্যরা আমাদের সহায়তা করছে। এটা যদি হতে থাকে আর নিজেদের একটু সহায়তা করতে পারি, স্বপ্ন সত্যিও হয়ে যেতে পারে। এখনো কাগজে-কলমে আমাদের সুযোগ আছে। ভালো সুযোগ আছে। এত তাড়াতাড়ি হতাশ হবেন না। টুর্নামেন্ট শেষ হলে তখন মনভরে হতাশ হইয়েন (হাসি)।
মুম্বাইয়ের গরম
সবার জন্যই চিন্তার বিষয়। চেষ্টা করছি কতটা বিশ্রাম নেওয়া যায়, হাইড্রেটেড থাকা যায়। সবশেষ ম্যাচে দুই দলই ভুগেছি। আমরা গরম আবহাওয়ায় খেলে অভ্যস্ত থাকলেও কন্ডিশন চ্যালেঞ্জিং আছে। দুই দলের জন্য একই অবস্থা।
পেসারদের পারফরম্যান্স
চার ম্যাচে হয়তো সেভাবে ভালো করিনি। আমি খুব একটা হতাশ নই। তবে সম্মিলিত পারফরম্যান্স হলে ভালো।
প্রোটিয়াদের রিস্ট স্পিনার
স্পিনাররা এই মাঠে খুব একটা ভূমিকা রাখে না। এ মাঠে স্পিনারদের জন্য খুব বেশি প্রভাব থাকে না। যদি চেন্নাইয়ে খেলতাম, তখন হয়তো থাকত। এটা ছোট সীমানা, হাই স্কোরিং উইকেট। বল দ্রুত যায়। আমরা সেভাবেই পরিকল্পনা করছি, যেন অল্পে ওদের আটকে ফেলতে পারি; নেদারল্যান্ডস যেটা করেছিল। আশা করি আমাদের পরিকল্পনা ভালোভাবে বাস্তবায়িত হবে এবং দিনটা ভালো যাবে।
বিশ্বকাপে অন্য দলগুলোর অধিনায়কেরা যেখানে নিয়মিত সংবাদ সম্মেলনে আসছেন, সেখানে ব্যতিক্রম বাংলাদেশ দল। অবশেষে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে সংবাদমাধ্যমের সামনে এলেন সাকিব আল হাসান। তাঁর সংবাদ সম্মেলনের গুরুত্বপূর্ণ অংশ থাকল এখানে—
ফিটনেস ইস্যু
সাকিব আল হাসান: গতকাল (পরশু) যখন অনুশীলন, তেমন কিছু ফিল করিনি। নেতিবাচক কোনো কিছু ফিল করিনি। আজও (কাল) অনুশীলন করব, সব ঠিকঠাক থাকলে ইনশা আল্লাহ।
প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা
বিশ্বকাপে আপনি শেষ ম্যাচে হেরেছেন নাকি জিতেছেন, নির্দিষ্ট ম্যাচের দিন সেটা কাজে দেয় না। নির্দিষ্ট দিনে যে ভালো করবে, সে-ই জিতবে। দক্ষিণ আফ্রিকা এই বিশ্বকাপে উড়ছে। আবার নেদারল্যান্ডসের কাছেও তারা হেরেছে। ইংল্যান্ডকে আবার তারা উড়িয়ে দিয়েছে। তার মানে এই নয় যে এটা প্রতিদিন ঘটবে। বিশেষ করে বিশ্বকাপে। আমরা আমাদের মতো প্রস্তুতি নেব সেরা ক্রিকেটটা খেলতে।
বোলিংয়ে হতাশা
এমন জায়গায় খেলা হচ্ছে, যেখানে বোলাররা ভালো না করলে জেতার সম্ভাবনা কম। শেষ ম্যাচেও দেখেছি, এখানে প্রথমার্ধে অনেক রান হয়েছে। পরে বোলাররা ভালো করেছে। দক্ষিণ আফ্রিকা চার ম্যাচের তিনটিই জিতে ভালো অবস্থানে আছে। আমাদের এখনো পাঁচটা ম্যাচ বাকি। আমরা যদি এখান থেকে জিতে যেতে পারি, একটা ছন্দ খুঁজে পাব। ভালো একটা অবস্থানে চলে আসব। যদিও খুব বেশি ম্যাচ জিতিনি। কিন্তু পয়েন্ট টেবিল দেখলে আমরা খুব বাজে অবস্থানেও নেই। অন্য দলগুলো আমাদের সহায়তা করছে। এখন কাজ হচ্ছে নিজেদের সহায়তা করে কত ভালো জায়গায় যেতে পারি।
নিজে না খেললে কীভাবে উদ্বুদ্ধ করা যায়
নিজের না খেলাটা অনেক বড় আফসোসের বিষয়। আমি প্রথমবারের মতো বিশ্বকাপের একটা ম্যাচ মিস করলাম ওয়ানডে বিশ্বকাপে। (ভারতের বিপক্ষে ম্যাচ) মিস করাটা কষ্টের ছিল। বিশ্বকাপের মতো পর্যায়ে কাউকে আসলে মোটিভেটেড করতে হয় না। সবারই মোটিভেশন আছে।
মিরাজকে ওপরে খেলানো
মিরাজ যখন আফগানিস্তানের সঙ্গে সেঞ্চুরি করল, তখন আমরা পরিকল্পনা করলাম আবারও আফগানিস্তানের বিপক্ষে ওকে ওপরে খেলানো হবে। আর একজন ব্যাটার যখন নির্দিষ্ট কোনো পজিশনে নিয়মিত ভালো করছে, তাকে ওই জায়গায় যতটা সুযোগ দেওয়া যায়। কাগজে-কলমে আমাদের যারা ভালো ব্যাটার, আমাদের মনে হচ্ছে তাদের একটু নিচের দিকে (পজিশন) হয়ে যাচ্ছে। যদি উল্টোভাবে দেখি, ওখানে তারা যে রান করবে, সেটার গ্যারান্টি কী? না করলে মনে হয় আগের পজিশনই ভালো ছিল। তবু আমি মনে করি, প্রতিটি ম্যাচে ২৮০-২৯০ রানের সুযোগ ছিল। রিয়াদ ভাই বাদে কেউ তো শেষ পর্যন্ত ব্যাটিং করতে পারেনি। এখানে খুব বেশি সমালোচনা করার সুযোগ নেই মনে করি।
শতভাগ ফিটনেস ইস্যু
ঘাটতিটা কী? শতভাগ ফিটনেস কী? জানি না, বললাম তো আগের দিন অনুশীলনে কোনো ব্যথা অনুভব করিনি। আজও (কাল) যদি ব্যথা অনুভব না করি, তাহলে খেলার জন্য ফিট।
বড় স্কোর করতে না পারা
বড় রান হচ্ছে না। হ্যাঁ, বড় রান হলে ভালো হতো। আমরা চেষ্টা করছি, দোয়া করবেন যেন বড় রান করতে পারি।
এখনো শেষ চারের স্বপ্ন
স্বপ্ন তো...এখনো সম্ভাবনা আছে। আমরা না পারলেও অন্যরা আমাদের সহায়তা করছে। এটা যদি হতে থাকে আর নিজেদের একটু সহায়তা করতে পারি, স্বপ্ন সত্যিও হয়ে যেতে পারে। এখনো কাগজে-কলমে আমাদের সুযোগ আছে। ভালো সুযোগ আছে। এত তাড়াতাড়ি হতাশ হবেন না। টুর্নামেন্ট শেষ হলে তখন মনভরে হতাশ হইয়েন (হাসি)।
মুম্বাইয়ের গরম
সবার জন্যই চিন্তার বিষয়। চেষ্টা করছি কতটা বিশ্রাম নেওয়া যায়, হাইড্রেটেড থাকা যায়। সবশেষ ম্যাচে দুই দলই ভুগেছি। আমরা গরম আবহাওয়ায় খেলে অভ্যস্ত থাকলেও কন্ডিশন চ্যালেঞ্জিং আছে। দুই দলের জন্য একই অবস্থা।
পেসারদের পারফরম্যান্স
চার ম্যাচে হয়তো সেভাবে ভালো করিনি। আমি খুব একটা হতাশ নই। তবে সম্মিলিত পারফরম্যান্স হলে ভালো।
প্রোটিয়াদের রিস্ট স্পিনার
স্পিনাররা এই মাঠে খুব একটা ভূমিকা রাখে না। এ মাঠে স্পিনারদের জন্য খুব বেশি প্রভাব থাকে না। যদি চেন্নাইয়ে খেলতাম, তখন হয়তো থাকত। এটা ছোট সীমানা, হাই স্কোরিং উইকেট। বল দ্রুত যায়। আমরা সেভাবেই পরিকল্পনা করছি, যেন অল্পে ওদের আটকে ফেলতে পারি; নেদারল্যান্ডস যেটা করেছিল। আশা করি আমাদের পরিকল্পনা ভালোভাবে বাস্তবায়িত হবে এবং দিনটা ভালো যাবে।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১০ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১০ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১০ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১১ ঘণ্টা আগে