ক্রীড়া ডেস্ক
বিপদ কখনো বলে কয়ে আসে না—বহুল প্রচলিত এই প্রবাদটির সঙ্গে যেন পরিচয় আজ হলো বাংলাদেশের ক্রিকেটরদের। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে লঙ্কানদের ইনিংস যখন শেষের দিকে, তখন একে একে চোটে পড়েছেন হয়েছেন স্বাগতিক ক্রিকেটাররা। যার মধ্যে সৌম্য সরকারের অবস্থা একটু জটিলই।
ফিল্ডিংয়ে চোট পাওয়া সৌম্য পারেননি ব্যাটিং করতে। বিসিবি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তাঁর যে আপডেট পাওয়া গেল, তা একটু ভীতিজাগানিয়া বটে। বিসিবির ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেছেন, ‘বাউন্ডারি বাঁচাতে গিয়ে সৌম্য বাজেভাবে পড়ে গেছে। বিজ্ঞাপনের বিলবোর্ডের সঙ্গে ধাক্কা খেয়েছে। এরপর মাঠের ওপর গড়িয়ে পড়ে মাথায় আঘাত পেয়েছেন। সে তাতে ঘাড়ে ব্যথা অনুভব করেন। মাথা ব্যথা ও চোখের সমস্যাতেও ভুগতে দেখা যায় তাকে। যখন সে চলে আসে, তার এসক্যাট ফাইভ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাঁ হাঁটুতেও সে ব্যথা পেয়েছে।’
৪৮ তম ওভারে বোলিংয়ে এসে মাংসপেশির চোটে পড়ে মাঠ ছাড়তে হয় মোস্তাফিজুর রহমানকে। স্ট্রেচারে করে তাকে মাঠ ছাড়তে হয়। মোস্তাফিজের সেই ওভারটি করেছেন সৌম্য। এই সৌম্যই আবার ৪৯ তম ওভারে চোট পান। শরীফুলের করা ওভারের শেষ বলে আপার কাট করে চার মারেন জানিত লিয়ানাগে। থার্ড ম্যান থেকে দৌড়ে বাউন্ডারি বাঁচাতে গিয়ে সীমানার পাশে থাকা বিজ্ঞাপন বোর্ডের সঙ্গে ধাক্কা খেয়েছেন সৌম্য।
সৌম্য ব্যাটিং করতে না পারায় আইসিসির নিয়মানুসারে কনকাশন বদলি হিসেবে নামানো হয় তানজিদ হাসান তামিমকে। সুযোগটা তানজিদ তামিম বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভারে ৩ উইকেটে ১১৩ রান করেছে বাংলাদেশ। জুনিয়র তামিম ৭২ বলে ৭৫ রানে ব্যাটিং করছেন।
আরও পড়ুন:
বিপদ কখনো বলে কয়ে আসে না—বহুল প্রচলিত এই প্রবাদটির সঙ্গে যেন পরিচয় আজ হলো বাংলাদেশের ক্রিকেটরদের। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে লঙ্কানদের ইনিংস যখন শেষের দিকে, তখন একে একে চোটে পড়েছেন হয়েছেন স্বাগতিক ক্রিকেটাররা। যার মধ্যে সৌম্য সরকারের অবস্থা একটু জটিলই।
ফিল্ডিংয়ে চোট পাওয়া সৌম্য পারেননি ব্যাটিং করতে। বিসিবি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তাঁর যে আপডেট পাওয়া গেল, তা একটু ভীতিজাগানিয়া বটে। বিসিবির ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেছেন, ‘বাউন্ডারি বাঁচাতে গিয়ে সৌম্য বাজেভাবে পড়ে গেছে। বিজ্ঞাপনের বিলবোর্ডের সঙ্গে ধাক্কা খেয়েছে। এরপর মাঠের ওপর গড়িয়ে পড়ে মাথায় আঘাত পেয়েছেন। সে তাতে ঘাড়ে ব্যথা অনুভব করেন। মাথা ব্যথা ও চোখের সমস্যাতেও ভুগতে দেখা যায় তাকে। যখন সে চলে আসে, তার এসক্যাট ফাইভ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাঁ হাঁটুতেও সে ব্যথা পেয়েছে।’
৪৮ তম ওভারে বোলিংয়ে এসে মাংসপেশির চোটে পড়ে মাঠ ছাড়তে হয় মোস্তাফিজুর রহমানকে। স্ট্রেচারে করে তাকে মাঠ ছাড়তে হয়। মোস্তাফিজের সেই ওভারটি করেছেন সৌম্য। এই সৌম্যই আবার ৪৯ তম ওভারে চোট পান। শরীফুলের করা ওভারের শেষ বলে আপার কাট করে চার মারেন জানিত লিয়ানাগে। থার্ড ম্যান থেকে দৌড়ে বাউন্ডারি বাঁচাতে গিয়ে সীমানার পাশে থাকা বিজ্ঞাপন বোর্ডের সঙ্গে ধাক্কা খেয়েছেন সৌম্য।
সৌম্য ব্যাটিং করতে না পারায় আইসিসির নিয়মানুসারে কনকাশন বদলি হিসেবে নামানো হয় তানজিদ হাসান তামিমকে। সুযোগটা তানজিদ তামিম বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভারে ৩ উইকেটে ১১৩ রান করেছে বাংলাদেশ। জুনিয়র তামিম ৭২ বলে ৭৫ রানে ব্যাটিং করছেন।
আরও পড়ুন:
চোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
১১ মিনিট আগেইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
১ ঘণ্টা আগেডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের।
২ ঘণ্টা আগেপার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে