Ajker Patrika

সৌম্যর ঘাড়ে-মাথায় ব্যথা, চোখেও সমস্যা

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৬: ০৪
সৌম্যর ঘাড়ে-মাথায় ব্যথা, চোখেও সমস্যা

বিপদ কখনো বলে কয়ে আসে না—বহুল প্রচলিত এই প্রবাদটির সঙ্গে যেন পরিচয় আজ হলো বাংলাদেশের ক্রিকেটরদের। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে লঙ্কানদের ইনিংস যখন শেষের দিকে, তখন একে একে চোটে পড়েছেন হয়েছেন স্বাগতিক ক্রিকেটাররা। যার মধ্যে সৌম্য সরকারের অবস্থা একটু জটিলই।

ফিল্ডিংয়ে চোট পাওয়া সৌম্য পারেননি ব্যাটিং করতে। বিসিবি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তাঁর যে আপডেট পাওয়া গেল, তা একটু ভীতিজাগানিয়া বটে। বিসিবির ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেছেন, ‘বাউন্ডারি বাঁচাতে গিয়ে সৌম্য বাজেভাবে পড়ে গেছে। বিজ্ঞাপনের বিলবোর্ডের সঙ্গে ধাক্কা খেয়েছে। এরপর মাঠের ওপর গড়িয়ে পড়ে মাথায় আঘাত পেয়েছেন। সে তাতে ঘাড়ে ব্যথা অনুভব করেন। মাথা ব্যথা ও চোখের সমস্যাতেও ভুগতে দেখা যায় তাকে। যখন সে চলে আসে, তার এসক্যাট ফাইভ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাঁ হাঁটুতেও সে ব্যথা পেয়েছে।’

৪৮ তম ওভারে বোলিংয়ে এসে মাংসপেশির চোটে পড়ে মাঠ ছাড়তে হয় মোস্তাফিজুর রহমানকে। স্ট্রেচারে করে তাকে মাঠ ছাড়তে হয়। মোস্তাফিজের সেই ওভারটি করেছেন সৌম্য। এই সৌম্যই আবার ৪৯ তম ওভারে চোট পান। শরীফুলের করা ওভারের শেষ বলে আপার কাট করে চার মারেন জানিত লিয়ানাগে। থার্ড ম্যান থেকে দৌড়ে বাউন্ডারি বাঁচাতে গিয়ে সীমানার পাশে থাকা বিজ্ঞাপন বোর্ডের সঙ্গে ধাক্কা খেয়েছেন সৌম্য।

সৌম্য ব্যাটিং করতে না পারায় আইসিসির নিয়মানুসারে কনকাশন বদলি হিসেবে নামানো হয় তানজিদ হাসান তামিমকে। সুযোগটা তানজিদ তামিম বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভারে ৩ উইকেটে ১১৩ রান করেছে বাংলাদেশ। জুনিয়র তামিম ৭২ বলে ৭৫ রানে ব্যাটিং করছেন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ছাত্রলীগের সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন

১ কিমি খোঁড়ার পর ঠিকাদার বুঝলেন, ভুল সড়কে কাজ করছেন

এশিয়ার সেরা সুপ্ত সম্ভাবনা বাংলাদেশের স্বাস্থ্য খাত, বিপুল বিনিয়োগের সুযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত