ক্রীড়া ডেস্ক
ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ডের সাদা পোশাকের কোচ হয়ে আসার পর নিজের উৎপাদিত বীজটাই বুনে দিয়েছেন শিষ্যদের মনে। তাঁর কৌশল রপ্ত করেই টেস্টে বড্ড রক্ষণাত্মক ইংল্যান্ড রাতারাতি হয়ে গেছে আক্রমণাত্মক।
নিউজিল্যান্ডকে সদ্য ধবলধোলাই করা সিরিজে টানা তিন ম্যাচ ২৭৫ রানের চেয়ে বেশি লক্ষ্য তাড়া করে জয়ই তার জ্বলন্ত প্রমাণ। আজ গত সিরিজের পারফরম্যান্সকেও ছাড়িয়ে গেছে ইংলিশরা। এজবাস্টন টেস্টে জনি বেয়ারস্টো-জো রুটের সেঞ্চুরিতে রেকর্ড লক্ষ্য তাড়া করে জিতেছে তারা।
বার্মিংহামের এজবাস্টনে ৩৭৮ রানের কঠিন লক্ষ্যকেও মামুলি বানিয়ে ফেলেছে ইংল্যান্ড। শেষ দিনে ম্যাচ মুঠোয় পুরেছে ৭ উইকেট আর আড়াই সেশন বাকি রেখে। নিজেদের টেস্ট ইতিহাসে এটিই তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়। আগের রেকর্ডটি ছিল ৩৬২ রানের। সব মিলিয়ে ক্রিকেটের কুলীন সংস্করণে নবম সর্বোচ্চ।
ইংলিশদের জয়ের ভিত গতকালই গড়ে দিয়েছিলেন দুই ওপেনার অ্যালেক্স লিস ও জ্যাক ক্রলি। দুজনে মিলে ১০৭ রানের জুটি গড়েন। ক্রলি ৪৬ রানে আউট হওয়ার পর ইংল্যান্ড ধাক্কা খায় দ্রুত আরও দুই উইকেট হারিয়ে।
এরপর চতুর্থ উইকেটে সেই যে হাল ধরেছেন রুট-বেয়ারস্টো, একেবারে থেমেছেন দলকে জিতিয়েই। ঐতিহাসিক টেস্ট জয়ে তাঁরা ২৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। সাবেক অধিনায়ক রুট ১৪২ ও বেয়ারস্টো ১১৪ রানে অপরাজিত থাকেন।
ইংল্যান্ড এজবাস্টন টেস্ট জেতায় ২-২ সমতায় শেষ হয়েছে সিরিজ। গত বছর করোনায় শেষ ম্যাচ স্থগিত হওয়ার আগে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে ছিল। এ বছর ম্যাককালাম কোচ হয়ে এসে টেস্টের সংজ্ঞাই যেন পাল্টে দিয়েছেন। প্রথম দুই অ্যাসাইনমেন্টেই সফল তিনি।
টেস্টে সর্বোচ্চ রান তাড়া করে জয়:
রান | দল | প্রতিপক্ষ | ভেন্যু | সাল |
---|---|---|---|---|
৪১৮/৭ | উইন্ডিজ | অস্ট্রেলিয়া | অ্যান্টিগা | ২০০৩ |
৪১৪/৪ | দ. আফ্রিকা | অস্ট্রেলিয়া | পার্থ | ২০০৮ |
৪০৬/৪ | ভারত | উইন্ডিজ | ত্রিনিদাদ | ১৯৭৬ |
৪০৪/৩ | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | হেডিংলি | ১৯৪৮ |
৩৯৫/৭ | উইন্ডিজ | বাংলাদেশ | চট্টগ্রাম | ২০২১ |
৩৯১/৬ | শ্রীলঙ্কা | জিম্বাবুয়ে | কলম্বো | ২০১৭ |
৩৮৭/৪ | ভারত | ইংল্যান্ড | চেন্নাই | ২০০৮ |
৩৮২/৩ | পাকিস্তান | শ্রীলঙ্কা | পাল্লেকেলে | ২০১৫ |
৩৭৮/৩ | ইংল্যান্ড | ভারত | এজবাস্টন | ২০২২ |
সর্বোচ্চ রান তাড়া করে ইংল্যান্ডের টেস্ট জয়:
রান | প্রতিপক্ষ | ভেন্যু | সাল |
---|---|---|---|
৩৭৮/৩ | ভারত | এজবাস্টন | ২০২২ |
৩৬২/৯ | অস্ট্রেলিয়া | হেডিংলি | ২০১৯ |
৩৩২/৭ | অস্ট্রেলিয়া | মেলবোর্ন | ১৯২৮ |
৩১৫/৪ | অস্ট্রেলিয়া | হেডিংলি | ২০০১ |
৩০৭/৬ | নিউজিল্যান্ড | ক্রাইস্টচার্চ | ১৯৯৭ |
ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ডের সাদা পোশাকের কোচ হয়ে আসার পর নিজের উৎপাদিত বীজটাই বুনে দিয়েছেন শিষ্যদের মনে। তাঁর কৌশল রপ্ত করেই টেস্টে বড্ড রক্ষণাত্মক ইংল্যান্ড রাতারাতি হয়ে গেছে আক্রমণাত্মক।
নিউজিল্যান্ডকে সদ্য ধবলধোলাই করা সিরিজে টানা তিন ম্যাচ ২৭৫ রানের চেয়ে বেশি লক্ষ্য তাড়া করে জয়ই তার জ্বলন্ত প্রমাণ। আজ গত সিরিজের পারফরম্যান্সকেও ছাড়িয়ে গেছে ইংলিশরা। এজবাস্টন টেস্টে জনি বেয়ারস্টো-জো রুটের সেঞ্চুরিতে রেকর্ড লক্ষ্য তাড়া করে জিতেছে তারা।
বার্মিংহামের এজবাস্টনে ৩৭৮ রানের কঠিন লক্ষ্যকেও মামুলি বানিয়ে ফেলেছে ইংল্যান্ড। শেষ দিনে ম্যাচ মুঠোয় পুরেছে ৭ উইকেট আর আড়াই সেশন বাকি রেখে। নিজেদের টেস্ট ইতিহাসে এটিই তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়। আগের রেকর্ডটি ছিল ৩৬২ রানের। সব মিলিয়ে ক্রিকেটের কুলীন সংস্করণে নবম সর্বোচ্চ।
ইংলিশদের জয়ের ভিত গতকালই গড়ে দিয়েছিলেন দুই ওপেনার অ্যালেক্স লিস ও জ্যাক ক্রলি। দুজনে মিলে ১০৭ রানের জুটি গড়েন। ক্রলি ৪৬ রানে আউট হওয়ার পর ইংল্যান্ড ধাক্কা খায় দ্রুত আরও দুই উইকেট হারিয়ে।
এরপর চতুর্থ উইকেটে সেই যে হাল ধরেছেন রুট-বেয়ারস্টো, একেবারে থেমেছেন দলকে জিতিয়েই। ঐতিহাসিক টেস্ট জয়ে তাঁরা ২৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। সাবেক অধিনায়ক রুট ১৪২ ও বেয়ারস্টো ১১৪ রানে অপরাজিত থাকেন।
ইংল্যান্ড এজবাস্টন টেস্ট জেতায় ২-২ সমতায় শেষ হয়েছে সিরিজ। গত বছর করোনায় শেষ ম্যাচ স্থগিত হওয়ার আগে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে ছিল। এ বছর ম্যাককালাম কোচ হয়ে এসে টেস্টের সংজ্ঞাই যেন পাল্টে দিয়েছেন। প্রথম দুই অ্যাসাইনমেন্টেই সফল তিনি।
টেস্টে সর্বোচ্চ রান তাড়া করে জয়:
রান | দল | প্রতিপক্ষ | ভেন্যু | সাল |
---|---|---|---|---|
৪১৮/৭ | উইন্ডিজ | অস্ট্রেলিয়া | অ্যান্টিগা | ২০০৩ |
৪১৪/৪ | দ. আফ্রিকা | অস্ট্রেলিয়া | পার্থ | ২০০৮ |
৪০৬/৪ | ভারত | উইন্ডিজ | ত্রিনিদাদ | ১৯৭৬ |
৪০৪/৩ | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | হেডিংলি | ১৯৪৮ |
৩৯৫/৭ | উইন্ডিজ | বাংলাদেশ | চট্টগ্রাম | ২০২১ |
৩৯১/৬ | শ্রীলঙ্কা | জিম্বাবুয়ে | কলম্বো | ২০১৭ |
৩৮৭/৪ | ভারত | ইংল্যান্ড | চেন্নাই | ২০০৮ |
৩৮২/৩ | পাকিস্তান | শ্রীলঙ্কা | পাল্লেকেলে | ২০১৫ |
৩৭৮/৩ | ইংল্যান্ড | ভারত | এজবাস্টন | ২০২২ |
সর্বোচ্চ রান তাড়া করে ইংল্যান্ডের টেস্ট জয়:
রান | প্রতিপক্ষ | ভেন্যু | সাল |
---|---|---|---|
৩৭৮/৩ | ভারত | এজবাস্টন | ২০২২ |
৩৬২/৯ | অস্ট্রেলিয়া | হেডিংলি | ২০১৯ |
৩৩২/৭ | অস্ট্রেলিয়া | মেলবোর্ন | ১৯২৮ |
৩১৫/৪ | অস্ট্রেলিয়া | হেডিংলি | ২০০১ |
৩০৭/৬ | নিউজিল্যান্ড | ক্রাইস্টচার্চ | ১৯৯৭ |
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
২ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
২ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
২ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৩ ঘণ্টা আগে