আলজেরিয়ায় যাওয়ার টাকা নেই বাফুফের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৩০ জুন ২০২২, ২০: ৪১

বয়সভিত্তিক ফুটবলে কালেভদ্রে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায় বাংলাদেশ। সুযোগ আসলেও অর্থের অভাবে দক্ষিণ এশিয়ার বাইরে তেমন যাওয়া হয় না খুদে ফুটবলারদের। যেমন আলজেরিয়ায় একটি বড় টুর্নামেন্ট খেলতে যাওয়ার আমন্ত্রণ রক্ষা নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

অনূর্ধ্ব-১৩ ফুটবলারদের নিয়ে ২০ জাতি একটি টুর্নামেন্ট আয়োজনের ইচ্ছা আফ্রিকান দেশ আলজেরিয়ার। টুর্নামেন্টে খেলতে এরই মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা বিভাগ থেকে সেই আমন্ত্রণ পেয়েছে বাফুফে। 

আমন্ত্রণ রক্ষা করে খেলতে যাওয়ার ইচ্ছা দেখালেও বাফুফের দুশ্চিন্তা ভ্রমণ খরচ। করোনা পরবর্তী অবস্থায় বিমানের ভাড়া বেড়ে যাওয়ায় আলজেরিয়া যাওয়া নিয়ে দ্বিধায় বাফুফে। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ আজ সাংবাদিকদের জানালেন সেটাই। সোহাগ বলেছেন, ‘বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়ে গত ২৭ জুন আমরা ডেভেলপমেন্ট কমিটির সভায় এজেন্ডা আকারে উত্থাপন করি। কিন্তু এই পরিস্থিতিতে আমরা সবাই জানি বিমানের ভাড়াও এখন বেশি। একজন খেলোয়াড়ের আসা-যাওয়া ভাড়া হতে পারে অন্ততপক্ষে দুই লাখ টাকার বেশি। আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি যে আমরা সেখানে যেতে ইচ্ছুক।’

টুর্নামেন্টে খেলতে যাওয়ার অর্থের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছে বাফুফে। সোহাগ বললেন, ‘আমরা লিখিত আকারে ক্রীড়া মন্ত্রণালয়কে বলেছি সেখানে খেলতে যেতে আমাদের যা প্রয়োজন সেটা যেন আমাদের সরবরাহ করা হয়। আমরা জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছি। তাদের মতামত আগামী সপ্তাহে জানতে পারব। ইতিবাচক হলে আমরা আলজেরিয়াতে গিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করব।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত