নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্লিপ্তভাবে চলছিল বাফুফে এলিট একাডেমির ১০ ফুটবলারের নিলাম। পছন্দমতো খেলোয়াড় কেনাকাটায় ব্যস্ত দলগুলো। নিলামে শান্ত ভাব যেন পছন্দ হলো না মোহামেডানের। এক ফুটবলারকে নিয়ে উপস্থাপকের সঙ্গে লেগে যায় মোহামেডানের ক্লাব কর্মকর্তাদের।
মোহামেডানের উত্তেজনার শুরু লেফটব্যাক আজিজুল হক অনন্তকে ঘিরে। ৫ লাখ টাকার ভিত্তিমূল্যে তাঁকে কিনে নেয় ব্রাদার্স ইউনিয়ন। কিন্তু এই দর নিয়ে তুমুল আপত্তি ওঠে মোহামেডান থেকে। ক্লাবটির দাবি ছিল, নিলামের শেষ মুহূর্তে আজিজুলকে পাওয়ার জন্য দর হাঁকিয়ে ছিল তাঁরা।
মোহামেডানের দাবিতে ভিডিও রিপ্লে করেও পাওয়া যায়নি তাদের দর হাঁকানোর দৃশ্য। আজিজুলকে বিক্রি করা হয় ব্রাদার্সে। সেখান থেকে নিলাম বয়কটের হুমকি দেয় মোহামেডানের সমর্থক গোষ্ঠী। তাদের দাবিতে নিলাম বন্ধ থাকে ১০ মিনিটের মতো। তাদের আপত্তিতে আজিজুলের নিলাম স্থগিত করা হয় শেষ সময় পর্যন্ত।
আজিজুলের নিলাম ঝুলে থাকে একদম শেষ পর্যন্ত। তাঁকে নিয়ে নিলামে যেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ব্রাদার্স-মোহামেডান। ৫ লাখ টাকায় বিক্রি হওয়া আজিজুলের দাম বাড়তে থাকে পারদের মতো। শেষে আজিজুলের দাম আরও ৫ লাখ বাড়িয়ে ১০ লাখ টাকায় কিনে নেয় ব্রাদার্স। নিলামে কোনো খেলোয়াড়ই কেনেনি মোহামেডান।
নিলামে খেলোয়াড়দের দাম:
চন্দন রায়- পজিশন মিডফিল্ডার (ভিত্তিমূল্য ৫ লাখ)- ৯ লাখ টাকায় শেখ রাসেলে
রুবেল শেখ- পজিশন ডিফেন্ডার(ভিত্তিমূল্য ৪ লাখ)- ৪ লাখ টাকায় ব্রাদার্স ইউনিয়নে
আসাদুল মোল্লা- অ্যাটাকিং মিডফিল্ডার(ভিত্তিমূল্য৫ লাখ)- ৭লাখ ৭৫ হাজার টাকায় আবাহনীতে
ইমরান খান- পজিশন ডিফেন্ডার(ভিত্তিমূল্য ৪ লাখ) - ৪ লাখ টাকায় ব্রাদার্সে
সাজেদ হাসান জুম্মন- পজিশন মিডফিল্ড(ভিত্তিমূল্য ৫ লাখ)- ৭ লাখ ২৫ হাজার টাকায় ফর্টিস
আজিজুল হক অনন্ত- পজিশন লেফট ব্যাক(ভিত্তিমূল্য ৫ লাখ) - ১০ লাখ টাকায় ব্রাদার্সে
সুমন সরেন- পজিশন ফরোয়ার্ড (ভিত্তিমূল্য ৪ লাখ) - ৪ লাখ টাকায় ব্রাদার্সে
মো. আসিফ-পজিশন গোলরক্ষক( ভিত্তিমূল্য ৫ লাখ)- ১৩ লাখ ২৫ হাজার টাকায় বসুন্ধরা কিংসে
সিরাজুল ইসলাম রানা- পজিশন লেফট ব্যাক(ভিত্তিমূল্য ৪ লাখ) -৪ লাখ টাকায় ব্রাদার্সে
মিরাজুল ইসলাম- পজিশন ফরোয়ার্ড (ভিত্তিমূল্য ৫ লাখ)- ৬ লাখ ৫০ হাজারে ব্রাদার্সে
নির্লিপ্তভাবে চলছিল বাফুফে এলিট একাডেমির ১০ ফুটবলারের নিলাম। পছন্দমতো খেলোয়াড় কেনাকাটায় ব্যস্ত দলগুলো। নিলামে শান্ত ভাব যেন পছন্দ হলো না মোহামেডানের। এক ফুটবলারকে নিয়ে উপস্থাপকের সঙ্গে লেগে যায় মোহামেডানের ক্লাব কর্মকর্তাদের।
মোহামেডানের উত্তেজনার শুরু লেফটব্যাক আজিজুল হক অনন্তকে ঘিরে। ৫ লাখ টাকার ভিত্তিমূল্যে তাঁকে কিনে নেয় ব্রাদার্স ইউনিয়ন। কিন্তু এই দর নিয়ে তুমুল আপত্তি ওঠে মোহামেডান থেকে। ক্লাবটির দাবি ছিল, নিলামের শেষ মুহূর্তে আজিজুলকে পাওয়ার জন্য দর হাঁকিয়ে ছিল তাঁরা।
মোহামেডানের দাবিতে ভিডিও রিপ্লে করেও পাওয়া যায়নি তাদের দর হাঁকানোর দৃশ্য। আজিজুলকে বিক্রি করা হয় ব্রাদার্সে। সেখান থেকে নিলাম বয়কটের হুমকি দেয় মোহামেডানের সমর্থক গোষ্ঠী। তাদের দাবিতে নিলাম বন্ধ থাকে ১০ মিনিটের মতো। তাদের আপত্তিতে আজিজুলের নিলাম স্থগিত করা হয় শেষ সময় পর্যন্ত।
আজিজুলের নিলাম ঝুলে থাকে একদম শেষ পর্যন্ত। তাঁকে নিয়ে নিলামে যেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ব্রাদার্স-মোহামেডান। ৫ লাখ টাকায় বিক্রি হওয়া আজিজুলের দাম বাড়তে থাকে পারদের মতো। শেষে আজিজুলের দাম আরও ৫ লাখ বাড়িয়ে ১০ লাখ টাকায় কিনে নেয় ব্রাদার্স। নিলামে কোনো খেলোয়াড়ই কেনেনি মোহামেডান।
নিলামে খেলোয়াড়দের দাম:
চন্দন রায়- পজিশন মিডফিল্ডার (ভিত্তিমূল্য ৫ লাখ)- ৯ লাখ টাকায় শেখ রাসেলে
রুবেল শেখ- পজিশন ডিফেন্ডার(ভিত্তিমূল্য ৪ লাখ)- ৪ লাখ টাকায় ব্রাদার্স ইউনিয়নে
আসাদুল মোল্লা- অ্যাটাকিং মিডফিল্ডার(ভিত্তিমূল্য৫ লাখ)- ৭লাখ ৭৫ হাজার টাকায় আবাহনীতে
ইমরান খান- পজিশন ডিফেন্ডার(ভিত্তিমূল্য ৪ লাখ) - ৪ লাখ টাকায় ব্রাদার্সে
সাজেদ হাসান জুম্মন- পজিশন মিডফিল্ড(ভিত্তিমূল্য ৫ লাখ)- ৭ লাখ ২৫ হাজার টাকায় ফর্টিস
আজিজুল হক অনন্ত- পজিশন লেফট ব্যাক(ভিত্তিমূল্য ৫ লাখ) - ১০ লাখ টাকায় ব্রাদার্সে
সুমন সরেন- পজিশন ফরোয়ার্ড (ভিত্তিমূল্য ৪ লাখ) - ৪ লাখ টাকায় ব্রাদার্সে
মো. আসিফ-পজিশন গোলরক্ষক( ভিত্তিমূল্য ৫ লাখ)- ১৩ লাখ ২৫ হাজার টাকায় বসুন্ধরা কিংসে
সিরাজুল ইসলাম রানা- পজিশন লেফট ব্যাক(ভিত্তিমূল্য ৪ লাখ) -৪ লাখ টাকায় ব্রাদার্সে
মিরাজুল ইসলাম- পজিশন ফরোয়ার্ড (ভিত্তিমূল্য ৫ লাখ)- ৬ লাখ ৫০ হাজারে ব্রাদার্সে
কালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
১ ঘণ্টা আগেবাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ—কে উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে, সেটা নিয়ে দোটানা ছিল বাছাইপর্বের শেষ দিন ১৯ এপ্রিল। শেষ পর্যন্ত সমীকরণের হিসেবে উঠে যায় বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট কাটার পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলের কয়েকজন ক্রিকেটারদের।
২ ঘণ্টা আগেসকালে বৃষ্টি, বিকেলে আলোকস্বল্পতা—সব মিলিয়ে সিলেট টেস্টে তৃতীয় দিন খেলা হয়েছে ৪৩ ওভার। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টেস্টে নিজেদের সর্বোচ্চ স্কোরও এরই মধ্যে হয়ে গেছে স্বাগতিকদের। এই স্কোর কোথায় গিয়ে থামবে সেটাই দেখার অপেক্ষা।
২ ঘণ্টা আগেসকাল থেকে বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছিল। যদিও নির্বিঘ্নে শেষ হয় প্রথমার্ধ। কিন্তু বিরতির সময় শুরু হয় কালবৈশাখী। বৃষ্টি থামলেও মাঠ এখনো খেলার উপযোগী হয়নি। এক ঘণ্টার মতো বন্ধ রয়েছে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ফেডারেশন কাপ ফাইনাল।
২ ঘণ্টা আগে