নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্লিপ্তভাবে চলছিল বাফুফে এলিট একাডেমির ১০ ফুটবলারের নিলাম। পছন্দমতো খেলোয়াড় কেনাকাটায় ব্যস্ত দলগুলো। নিলামে শান্ত ভাব যেন পছন্দ হলো না মোহামেডানের। এক ফুটবলারকে নিয়ে উপস্থাপকের সঙ্গে লেগে যায় মোহামেডানের ক্লাব কর্মকর্তাদের।
মোহামেডানের উত্তেজনার শুরু লেফটব্যাক আজিজুল হক অনন্তকে ঘিরে। ৫ লাখ টাকার ভিত্তিমূল্যে তাঁকে কিনে নেয় ব্রাদার্স ইউনিয়ন। কিন্তু এই দর নিয়ে তুমুল আপত্তি ওঠে মোহামেডান থেকে। ক্লাবটির দাবি ছিল, নিলামের শেষ মুহূর্তে আজিজুলকে পাওয়ার জন্য দর হাঁকিয়ে ছিল তাঁরা।
মোহামেডানের দাবিতে ভিডিও রিপ্লে করেও পাওয়া যায়নি তাদের দর হাঁকানোর দৃশ্য। আজিজুলকে বিক্রি করা হয় ব্রাদার্সে। সেখান থেকে নিলাম বয়কটের হুমকি দেয় মোহামেডানের সমর্থক গোষ্ঠী। তাদের দাবিতে নিলাম বন্ধ থাকে ১০ মিনিটের মতো। তাদের আপত্তিতে আজিজুলের নিলাম স্থগিত করা হয় শেষ সময় পর্যন্ত।
আজিজুলের নিলাম ঝুলে থাকে একদম শেষ পর্যন্ত। তাঁকে নিয়ে নিলামে যেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ব্রাদার্স-মোহামেডান। ৫ লাখ টাকায় বিক্রি হওয়া আজিজুলের দাম বাড়তে থাকে পারদের মতো। শেষে আজিজুলের দাম আরও ৫ লাখ বাড়িয়ে ১০ লাখ টাকায় কিনে নেয় ব্রাদার্স। নিলামে কোনো খেলোয়াড়ই কেনেনি মোহামেডান।
নিলামে খেলোয়াড়দের দাম:
চন্দন রায়- পজিশন মিডফিল্ডার (ভিত্তিমূল্য ৫ লাখ)- ৯ লাখ টাকায় শেখ রাসেলে
রুবেল শেখ- পজিশন ডিফেন্ডার(ভিত্তিমূল্য ৪ লাখ)- ৪ লাখ টাকায় ব্রাদার্স ইউনিয়নে
আসাদুল মোল্লা- অ্যাটাকিং মিডফিল্ডার(ভিত্তিমূল্য৫ লাখ)- ৭লাখ ৭৫ হাজার টাকায় আবাহনীতে
ইমরান খান- পজিশন ডিফেন্ডার(ভিত্তিমূল্য ৪ লাখ) - ৪ লাখ টাকায় ব্রাদার্সে
সাজেদ হাসান জুম্মন- পজিশন মিডফিল্ড(ভিত্তিমূল্য ৫ লাখ)- ৭ লাখ ২৫ হাজার টাকায় ফর্টিস
আজিজুল হক অনন্ত- পজিশন লেফট ব্যাক(ভিত্তিমূল্য ৫ লাখ) - ১০ লাখ টাকায় ব্রাদার্সে
সুমন সরেন- পজিশন ফরোয়ার্ড (ভিত্তিমূল্য ৪ লাখ) - ৪ লাখ টাকায় ব্রাদার্সে
মো. আসিফ-পজিশন গোলরক্ষক( ভিত্তিমূল্য ৫ লাখ)- ১৩ লাখ ২৫ হাজার টাকায় বসুন্ধরা কিংসে
সিরাজুল ইসলাম রানা- পজিশন লেফট ব্যাক(ভিত্তিমূল্য ৪ লাখ) -৪ লাখ টাকায় ব্রাদার্সে
মিরাজুল ইসলাম- পজিশন ফরোয়ার্ড (ভিত্তিমূল্য ৫ লাখ)- ৬ লাখ ৫০ হাজারে ব্রাদার্সে
নির্লিপ্তভাবে চলছিল বাফুফে এলিট একাডেমির ১০ ফুটবলারের নিলাম। পছন্দমতো খেলোয়াড় কেনাকাটায় ব্যস্ত দলগুলো। নিলামে শান্ত ভাব যেন পছন্দ হলো না মোহামেডানের। এক ফুটবলারকে নিয়ে উপস্থাপকের সঙ্গে লেগে যায় মোহামেডানের ক্লাব কর্মকর্তাদের।
মোহামেডানের উত্তেজনার শুরু লেফটব্যাক আজিজুল হক অনন্তকে ঘিরে। ৫ লাখ টাকার ভিত্তিমূল্যে তাঁকে কিনে নেয় ব্রাদার্স ইউনিয়ন। কিন্তু এই দর নিয়ে তুমুল আপত্তি ওঠে মোহামেডান থেকে। ক্লাবটির দাবি ছিল, নিলামের শেষ মুহূর্তে আজিজুলকে পাওয়ার জন্য দর হাঁকিয়ে ছিল তাঁরা।
মোহামেডানের দাবিতে ভিডিও রিপ্লে করেও পাওয়া যায়নি তাদের দর হাঁকানোর দৃশ্য। আজিজুলকে বিক্রি করা হয় ব্রাদার্সে। সেখান থেকে নিলাম বয়কটের হুমকি দেয় মোহামেডানের সমর্থক গোষ্ঠী। তাদের দাবিতে নিলাম বন্ধ থাকে ১০ মিনিটের মতো। তাদের আপত্তিতে আজিজুলের নিলাম স্থগিত করা হয় শেষ সময় পর্যন্ত।
আজিজুলের নিলাম ঝুলে থাকে একদম শেষ পর্যন্ত। তাঁকে নিয়ে নিলামে যেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ব্রাদার্স-মোহামেডান। ৫ লাখ টাকায় বিক্রি হওয়া আজিজুলের দাম বাড়তে থাকে পারদের মতো। শেষে আজিজুলের দাম আরও ৫ লাখ বাড়িয়ে ১০ লাখ টাকায় কিনে নেয় ব্রাদার্স। নিলামে কোনো খেলোয়াড়ই কেনেনি মোহামেডান।
নিলামে খেলোয়াড়দের দাম:
চন্দন রায়- পজিশন মিডফিল্ডার (ভিত্তিমূল্য ৫ লাখ)- ৯ লাখ টাকায় শেখ রাসেলে
রুবেল শেখ- পজিশন ডিফেন্ডার(ভিত্তিমূল্য ৪ লাখ)- ৪ লাখ টাকায় ব্রাদার্স ইউনিয়নে
আসাদুল মোল্লা- অ্যাটাকিং মিডফিল্ডার(ভিত্তিমূল্য৫ লাখ)- ৭লাখ ৭৫ হাজার টাকায় আবাহনীতে
ইমরান খান- পজিশন ডিফেন্ডার(ভিত্তিমূল্য ৪ লাখ) - ৪ লাখ টাকায় ব্রাদার্সে
সাজেদ হাসান জুম্মন- পজিশন মিডফিল্ড(ভিত্তিমূল্য ৫ লাখ)- ৭ লাখ ২৫ হাজার টাকায় ফর্টিস
আজিজুল হক অনন্ত- পজিশন লেফট ব্যাক(ভিত্তিমূল্য ৫ লাখ) - ১০ লাখ টাকায় ব্রাদার্সে
সুমন সরেন- পজিশন ফরোয়ার্ড (ভিত্তিমূল্য ৪ লাখ) - ৪ লাখ টাকায় ব্রাদার্সে
মো. আসিফ-পজিশন গোলরক্ষক( ভিত্তিমূল্য ৫ লাখ)- ১৩ লাখ ২৫ হাজার টাকায় বসুন্ধরা কিংসে
সিরাজুল ইসলাম রানা- পজিশন লেফট ব্যাক(ভিত্তিমূল্য ৪ লাখ) -৪ লাখ টাকায় ব্রাদার্সে
মিরাজুল ইসলাম- পজিশন ফরোয়ার্ড (ভিত্তিমূল্য ৫ লাখ)- ৬ লাখ ৫০ হাজারে ব্রাদার্সে
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
৮ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
১০ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
১১ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
১২ ঘণ্টা আগে