ক্রীড়া ডেস্ক
ঢাকা: রিয়াদ মাহারেজের জোড়া গোলে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে সেমিফাইনালের দ্বিতীয় লেগে সিটির জয় ২-০ গোলে। দুই লেগ মিলিয়ে ব্যবধান ৪-১ গোলের। চ্যাম্পিয়নস লিগের বর্তমান ফরম্যাটে এটিই সিটির প্রথম ফাইনাল। শিরোপা লড়াইয়ে সিটির প্রতিপক্ষ আজ রাতে চেলসি-রিয়াল মাদ্রিদ ম্যাচের জয়ী দল।
ম্যানচেস্টারে তুষারের কারণে শুরু থেকে বিপাকে ছিল দুই দল। এর মাঝেও উভয়েই চেষ্টা করছিল আক্রমণে যাওয়ার। তবে পিছিয়ে থাকা পিএসজিকে আরও পিছিয়ে দিয়ে প্রথমে লিড নেয় সিটি। মাহারেজের শট কেইলর নাভাসকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।
পিছিয়ে পড়ে দারুণভাবে চেষ্টা চালায় পিএসজি। একবার তারা গোল বঞ্চিত হয় পোস্টে লাগায়। আরেকবার সিটি ডিফেন্সের ভুলের সুযোগে ডি মারিয়ার নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর প্রথমার্ধে আরও একাধিকবার কাছাকাছি গিয়ে হতাশ হতে হয় অতিথিদের।
পিএসজির চাপে এসময় প্রতিআক্রমণ থেকে সুযোগ তৈরির চেষ্টা করে সিটি। তবে বেশ কবার কাছাকাছি গিয়েও প্রথমার্ধের আর দ্বিতীয় গোলের দেখা পায়নি স্বাগতিকেরা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুই দল গোলের জন্য মরিয়া চেষ্টা চালায়। প্রথম লেগের মতো আরও একবার ওয়ান–টু–ওয়ানে সুযোগ হাতছাড়া করেন সিটি স্ট্রাইকার ফিল ফোডেন। পাল্টা আক্রমণে হতাশ হতে হয় নেইমারকেও।
৬৩ মিনিটে আর ভুল হয়নি সিটির। ফোডেনের পাস থেকে দারুণ এক ফিনিশিংয়ে নিজের ও দলের দ্বিতীয় গোল এনে দেন মাহারেজ। এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাদ দিয়ে আবারও প্রথম লেগের মতো মেজাজ হারিয়ে বসে পিএসজি খেলোয়াড়রা। ফার্নান্দিনহোকে অহেতুক পা মাড়িয়ে লাল কার্ড দেখেন ডি মারিয়া। এ সময় খেলার চেয়ে ফাউল করাতেই বেশি ব্যস্ত ছিল দুই দলের খেলোয়াড়েরা। শেষ পর্যন্ত আর কোনো দল গোল না পাওয়ায় ফাইনালে ওঠার আনন্দে মাতে সিটি।
ঢাকা: রিয়াদ মাহারেজের জোড়া গোলে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে সেমিফাইনালের দ্বিতীয় লেগে সিটির জয় ২-০ গোলে। দুই লেগ মিলিয়ে ব্যবধান ৪-১ গোলের। চ্যাম্পিয়নস লিগের বর্তমান ফরম্যাটে এটিই সিটির প্রথম ফাইনাল। শিরোপা লড়াইয়ে সিটির প্রতিপক্ষ আজ রাতে চেলসি-রিয়াল মাদ্রিদ ম্যাচের জয়ী দল।
ম্যানচেস্টারে তুষারের কারণে শুরু থেকে বিপাকে ছিল দুই দল। এর মাঝেও উভয়েই চেষ্টা করছিল আক্রমণে যাওয়ার। তবে পিছিয়ে থাকা পিএসজিকে আরও পিছিয়ে দিয়ে প্রথমে লিড নেয় সিটি। মাহারেজের শট কেইলর নাভাসকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।
পিছিয়ে পড়ে দারুণভাবে চেষ্টা চালায় পিএসজি। একবার তারা গোল বঞ্চিত হয় পোস্টে লাগায়। আরেকবার সিটি ডিফেন্সের ভুলের সুযোগে ডি মারিয়ার নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর প্রথমার্ধে আরও একাধিকবার কাছাকাছি গিয়ে হতাশ হতে হয় অতিথিদের।
পিএসজির চাপে এসময় প্রতিআক্রমণ থেকে সুযোগ তৈরির চেষ্টা করে সিটি। তবে বেশ কবার কাছাকাছি গিয়েও প্রথমার্ধের আর দ্বিতীয় গোলের দেখা পায়নি স্বাগতিকেরা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুই দল গোলের জন্য মরিয়া চেষ্টা চালায়। প্রথম লেগের মতো আরও একবার ওয়ান–টু–ওয়ানে সুযোগ হাতছাড়া করেন সিটি স্ট্রাইকার ফিল ফোডেন। পাল্টা আক্রমণে হতাশ হতে হয় নেইমারকেও।
৬৩ মিনিটে আর ভুল হয়নি সিটির। ফোডেনের পাস থেকে দারুণ এক ফিনিশিংয়ে নিজের ও দলের দ্বিতীয় গোল এনে দেন মাহারেজ। এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাদ দিয়ে আবারও প্রথম লেগের মতো মেজাজ হারিয়ে বসে পিএসজি খেলোয়াড়রা। ফার্নান্দিনহোকে অহেতুক পা মাড়িয়ে লাল কার্ড দেখেন ডি মারিয়া। এ সময় খেলার চেয়ে ফাউল করাতেই বেশি ব্যস্ত ছিল দুই দলের খেলোয়াড়েরা। শেষ পর্যন্ত আর কোনো দল গোল না পাওয়ায় ফাইনালে ওঠার আনন্দে মাতে সিটি।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৩৫ মিনিট আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
২ ঘণ্টা আগে