ক্রীড়া ডেস্ক
শেষ মুহূর্তের গোলে ম্যাচ ড্র করা বেশ স্বাভাবিক ঘটনা। তেমনই আজ মেজর লিগ সকারের (এমএলএস) এক ম্যাচে ইন্টার মিয়ামিকে নিশ্চিত হার থেকে বাঁচালেন এক সুপার সাব। দুর্দান্ত এক বাইসাইকেল কিকে ম্যাচ ড্র করলেন হোসেফ মার্তিনেজ।
ফ্লোরিডার ডিএনভি পিএনকে স্টেডিয়ামে আজ এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্টার মিয়ামি-কলাম্বাস। ২৩ মিনিটে ডার্লিংটন নাগবের গোলে এগিয়ে যায় কলাম্বাস। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে কলাম্বাস। ৫৭ মিনিটে লিওনার্দো ক্যাম্পানার গোলে সমতায় ফেরে মিয়ামি। এরপর ৬৯ মিনিটে ক্রিস্টিয়ান রামিরেজের গোলে এগিয়ে যায় কলাম্বাস। আর ৭৪ মিনিটে নিকোলাস মার্সেলো স্তেফানেল্লির পরিবর্তে নামেন মার্তিনেজ। নিশ্চিত হার যখন ছিল সময়ের ব্যাপার মাত্র, তখনই মার্তিনেজের ম্যাজিক। ৮৯ মিনিটে ডি বক্সের ভেতর ক্যাম্পানার পাস থেকে বল রিসিভ করে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে সমতায় ফেরান মার্তিনেজ। ২-২ গোলে ড্র হয় ইন্টার মিয়ামি-কলাম্বাস ম্যাচ।
এই ম্যাচ ড্র করেও পয়েন্ট তালিকার তলানিতে আছে ইন্টার মিয়ামি। ২০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ১৫ নম্বরে রয়েছে তারা। ২৯ ক্লাব নিয়ে হচ্ছে এই মৌসুমের এমএলএস। ইস্টার্ন কনফারেন্সে খেলবে ১৫ ক্লাব ও ১৪ ক্লাব খেলবে ওয়েস্টার্ন কনফারেন্সে। প্রত্যেকেই ৩৪টি করে ম্যাচ খেলবে, যার মধ্যে নিজ কনফারেন্সের দলের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দুটি করে ম্যাচ খেলবে দলগুলো। আর বাকি কনফারেন্সের চার অথবা পাঁচ দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে দলগুলো। দুই কনফারেন্স থেকে ৯টি করে দল উঠবে এমএলএস কাপ প্লে অফে।
বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) পর্ব শেষে লিওনেল মেসির গন্তব্য এখন ইন্টার মিয়ামি। মিয়ামির সঙ্গে মেসির আনুষ্ঠানিক চুক্তিটাই শুধু বাকি। এমএলএস অল স্টার্সের বিপক্ষে আর্সেনালের ম্যাচে খেলার কথা ছিল মেসির। এরপর জানা যায়, আর্সেনালের বিপক্ষে অভিষেক হচ্ছে না আর্জেন্টাইন এই তারকা ফুটবলারের। ২১ জুলাই মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে অভিষেক হতে পারে মার্তিনেজের।
শেষ মুহূর্তের গোলে ম্যাচ ড্র করা বেশ স্বাভাবিক ঘটনা। তেমনই আজ মেজর লিগ সকারের (এমএলএস) এক ম্যাচে ইন্টার মিয়ামিকে নিশ্চিত হার থেকে বাঁচালেন এক সুপার সাব। দুর্দান্ত এক বাইসাইকেল কিকে ম্যাচ ড্র করলেন হোসেফ মার্তিনেজ।
ফ্লোরিডার ডিএনভি পিএনকে স্টেডিয়ামে আজ এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্টার মিয়ামি-কলাম্বাস। ২৩ মিনিটে ডার্লিংটন নাগবের গোলে এগিয়ে যায় কলাম্বাস। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে কলাম্বাস। ৫৭ মিনিটে লিওনার্দো ক্যাম্পানার গোলে সমতায় ফেরে মিয়ামি। এরপর ৬৯ মিনিটে ক্রিস্টিয়ান রামিরেজের গোলে এগিয়ে যায় কলাম্বাস। আর ৭৪ মিনিটে নিকোলাস মার্সেলো স্তেফানেল্লির পরিবর্তে নামেন মার্তিনেজ। নিশ্চিত হার যখন ছিল সময়ের ব্যাপার মাত্র, তখনই মার্তিনেজের ম্যাজিক। ৮৯ মিনিটে ডি বক্সের ভেতর ক্যাম্পানার পাস থেকে বল রিসিভ করে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে সমতায় ফেরান মার্তিনেজ। ২-২ গোলে ড্র হয় ইন্টার মিয়ামি-কলাম্বাস ম্যাচ।
এই ম্যাচ ড্র করেও পয়েন্ট তালিকার তলানিতে আছে ইন্টার মিয়ামি। ২০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ১৫ নম্বরে রয়েছে তারা। ২৯ ক্লাব নিয়ে হচ্ছে এই মৌসুমের এমএলএস। ইস্টার্ন কনফারেন্সে খেলবে ১৫ ক্লাব ও ১৪ ক্লাব খেলবে ওয়েস্টার্ন কনফারেন্সে। প্রত্যেকেই ৩৪টি করে ম্যাচ খেলবে, যার মধ্যে নিজ কনফারেন্সের দলের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দুটি করে ম্যাচ খেলবে দলগুলো। আর বাকি কনফারেন্সের চার অথবা পাঁচ দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে দলগুলো। দুই কনফারেন্স থেকে ৯টি করে দল উঠবে এমএলএস কাপ প্লে অফে।
বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) পর্ব শেষে লিওনেল মেসির গন্তব্য এখন ইন্টার মিয়ামি। মিয়ামির সঙ্গে মেসির আনুষ্ঠানিক চুক্তিটাই শুধু বাকি। এমএলএস অল স্টার্সের বিপক্ষে আর্সেনালের ম্যাচে খেলার কথা ছিল মেসির। এরপর জানা যায়, আর্সেনালের বিপক্ষে অভিষেক হচ্ছে না আর্জেন্টাইন এই তারকা ফুটবলারের। ২১ জুলাই মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে অভিষেক হতে পারে মার্তিনেজের।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১১ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১১ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১২ ঘণ্টা আগে