নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতে গেলেই কেন যেন সমস্যায় পড়তে হয় বসুন্ধরা কিংসকে। গত অক্টোবরে ভিসা জটিলতায় মোহনবাগানের বিপক্ষে ম্যাচ খেলতে ২৪ ঘণ্টার কম সময় পেয়েছিল বাংলাদেশ চ্যাম্পিয়নরা। এবার ভুবনেশ্বরে গিয়ে এবার রুম ভাগাভাগি করেছেন ফুটবলাররা। গতকাল হোটেলে সারা রাত কনসার্ট হওয়ার কথা ছিল। গানবাজনার শব্দে ম্যাচের আগের রাতে মহাগুরুত্বপূর্ণ বিশ্রাম ফুটবলাররা কতটা নিতে পারলেন কে জানে!
যত সমস্যা থাক কিংবা খেলায় প্রস্তুতি নেওয়া কঠিন হোক; কোনো কিছুই ওডিশা এফসির বিপক্ষে তাঁর দলকে সেরাটা দেওয়া থেকে থামাতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজোন। ইতিহাস গড়া থেকে মাত্র এক ম্যাচ দূরে তাঁর দল। সুযোগটা এবার হাতছাড়া করতে নারাজ বসুন্ধরার স্প্যানিশ কোচ। ২০১৯ সালে যে ইতিহাস গড়েছিল আবাহনী লিমিটেড, বসুন্ধরা এবার সেই ইতিহাসে অংশীদার হতে চাইছে। ওডিশাকে হারিয়ে খেলতে চাইছে এএফসি কাপের আঞ্চলিক সেমিফাইনালে। কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ৮টায়।
আগের দুই মৌসুমেও এএফসি কাপের পরের রাউন্ডে যাওয়ার সুযোগ ছিল বসুন্ধরার। কিন্তু শেষ ম্যাচে জিততেই হবে, এমন সমীকরণটা প্রতিবারই এলোমেলো করে দিয়েছে দলকে। এবার খানিকটা সহজ সমীকরণ ব্রুজোনের দলের জন্য। ওডিশার মাঠ থেকে একটা পয়েন্ট হলেই প্রথমবারের মতো আঞ্চলিক সেমিফাইনালে খেলবে বসুন্ধরা।
পয়েন্টের সমীকরণ সহজ হলেও বসুন্ধরার আসল চ্যালেঞ্জ ওডিশার দারুণ ফর্ম। প্রথম দুই ম্যাচ হেরেছিল ভারতের দলটি, যার একটি আবার বসুন্ধরার মাঠে। শুরুর দুই হারের পর নতুন করে জেগে ওঠা দলটি পরের তিন ম্যাচে মোহনবাগান আর মাজিয়াকে একপ্রকার উড়িয়েই দিয়েছে। শেষ ম্যাচে মোহনবাগানকে তাদের মাঠে উড়িয়ে দিয়েছে ৫-২ গোলে। ‘ডি’ গ্রুপে ১০ পয়েন্টে শীর্ষে থাকা বসুন্ধরার পরেই আছে ৯ পয়েন্ট পাওয়া ওডিশা। নিজেদের মাঠ কলিঙ্গ স্টেডিয়ামে জিততেই হবে ওডিশাকে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডিয়েগো মউরিসিও, জাপানি সাই গোডার্ড আর রয় কৃষ্ণাকে নিয়ে গড়া আক্রমণভাগ বসুন্ধরার রক্ষণের আসল চ্যালেঞ্জ।
এই ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন রবসন রবিনহো। বাকি খেলোয়াড়েরাও ফিট আছেন বলে গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন ব্রুজোন। তবে এ নিয়ে যথেষ্ট আপত্তি তাঁর, ‘এএফসি আমাদের জন্য যে হোটেল বরাদ্দ করেছে, সেখানে আজ (গতকাল) মধ্যরাত পর্যন্ত কনসার্ট হওয়ার কথা। এর কোনো মানে হয়? মোহনবাগান ম্যাচের আগে আমরা এক ফুটবলারের ভিসার জন্য আবেদন করেছিলাম, এর উত্তর আজও (কাল) পাইনি। আমাদের নিয়ে রেফারিদের কোনো সমস্যা থাকলেও থাকতে পারে, আগের দুই আসরে আমরা লাল কার্ডের কারণে বাদ পড়েছিলাম।’
পরের রাউন্ডে খেলতে হলে আজকের ম্যাচটা বসুন্ধরার ‘বাঁচা-মরার’। তবে এই সমীকরণে দলকে চাপে ফেলতে চান না ব্রুজোন। বাংলাদেশের ফুটবলের উন্নতির জন্য দলকে পরের পর্বে নিয়ে যেতে চান তিনি, ‘এএফসি কাপের জন্যই নয়, বাংলাদেশের ফুটবলের উন্নতির জন্যও এই ম্যাচ সহায়তা করবে।’
ভারতে গেলেই কেন যেন সমস্যায় পড়তে হয় বসুন্ধরা কিংসকে। গত অক্টোবরে ভিসা জটিলতায় মোহনবাগানের বিপক্ষে ম্যাচ খেলতে ২৪ ঘণ্টার কম সময় পেয়েছিল বাংলাদেশ চ্যাম্পিয়নরা। এবার ভুবনেশ্বরে গিয়ে এবার রুম ভাগাভাগি করেছেন ফুটবলাররা। গতকাল হোটেলে সারা রাত কনসার্ট হওয়ার কথা ছিল। গানবাজনার শব্দে ম্যাচের আগের রাতে মহাগুরুত্বপূর্ণ বিশ্রাম ফুটবলাররা কতটা নিতে পারলেন কে জানে!
যত সমস্যা থাক কিংবা খেলায় প্রস্তুতি নেওয়া কঠিন হোক; কোনো কিছুই ওডিশা এফসির বিপক্ষে তাঁর দলকে সেরাটা দেওয়া থেকে থামাতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজোন। ইতিহাস গড়া থেকে মাত্র এক ম্যাচ দূরে তাঁর দল। সুযোগটা এবার হাতছাড়া করতে নারাজ বসুন্ধরার স্প্যানিশ কোচ। ২০১৯ সালে যে ইতিহাস গড়েছিল আবাহনী লিমিটেড, বসুন্ধরা এবার সেই ইতিহাসে অংশীদার হতে চাইছে। ওডিশাকে হারিয়ে খেলতে চাইছে এএফসি কাপের আঞ্চলিক সেমিফাইনালে। কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ৮টায়।
আগের দুই মৌসুমেও এএফসি কাপের পরের রাউন্ডে যাওয়ার সুযোগ ছিল বসুন্ধরার। কিন্তু শেষ ম্যাচে জিততেই হবে, এমন সমীকরণটা প্রতিবারই এলোমেলো করে দিয়েছে দলকে। এবার খানিকটা সহজ সমীকরণ ব্রুজোনের দলের জন্য। ওডিশার মাঠ থেকে একটা পয়েন্ট হলেই প্রথমবারের মতো আঞ্চলিক সেমিফাইনালে খেলবে বসুন্ধরা।
পয়েন্টের সমীকরণ সহজ হলেও বসুন্ধরার আসল চ্যালেঞ্জ ওডিশার দারুণ ফর্ম। প্রথম দুই ম্যাচ হেরেছিল ভারতের দলটি, যার একটি আবার বসুন্ধরার মাঠে। শুরুর দুই হারের পর নতুন করে জেগে ওঠা দলটি পরের তিন ম্যাচে মোহনবাগান আর মাজিয়াকে একপ্রকার উড়িয়েই দিয়েছে। শেষ ম্যাচে মোহনবাগানকে তাদের মাঠে উড়িয়ে দিয়েছে ৫-২ গোলে। ‘ডি’ গ্রুপে ১০ পয়েন্টে শীর্ষে থাকা বসুন্ধরার পরেই আছে ৯ পয়েন্ট পাওয়া ওডিশা। নিজেদের মাঠ কলিঙ্গ স্টেডিয়ামে জিততেই হবে ওডিশাকে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডিয়েগো মউরিসিও, জাপানি সাই গোডার্ড আর রয় কৃষ্ণাকে নিয়ে গড়া আক্রমণভাগ বসুন্ধরার রক্ষণের আসল চ্যালেঞ্জ।
এই ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন রবসন রবিনহো। বাকি খেলোয়াড়েরাও ফিট আছেন বলে গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন ব্রুজোন। তবে এ নিয়ে যথেষ্ট আপত্তি তাঁর, ‘এএফসি আমাদের জন্য যে হোটেল বরাদ্দ করেছে, সেখানে আজ (গতকাল) মধ্যরাত পর্যন্ত কনসার্ট হওয়ার কথা। এর কোনো মানে হয়? মোহনবাগান ম্যাচের আগে আমরা এক ফুটবলারের ভিসার জন্য আবেদন করেছিলাম, এর উত্তর আজও (কাল) পাইনি। আমাদের নিয়ে রেফারিদের কোনো সমস্যা থাকলেও থাকতে পারে, আগের দুই আসরে আমরা লাল কার্ডের কারণে বাদ পড়েছিলাম।’
পরের রাউন্ডে খেলতে হলে আজকের ম্যাচটা বসুন্ধরার ‘বাঁচা-মরার’। তবে এই সমীকরণে দলকে চাপে ফেলতে চান না ব্রুজোন। বাংলাদেশের ফুটবলের উন্নতির জন্য দলকে পরের পর্বে নিয়ে যেতে চান তিনি, ‘এএফসি কাপের জন্যই নয়, বাংলাদেশের ফুটবলের উন্নতির জন্যও এই ম্যাচ সহায়তা করবে।’
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১২ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১২ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১৪ ঘণ্টা আগে