ক্রীড়া ডেস্ক
তিন পয়েন্টের ব্যবধান ধরে রেখে লা লিগায় এগিয়ে চলেছে বার্সেলোনা। পেছনে পেছনে রিয়াল মাদ্রিদ। আগের দিন ম্যাচ জিতে রিয়াল পয়েন্টে বার্সেলোনাকে ছুঁয়ে ফেলেছে তো, পরের দিন বার্সেলোনা জিতে আবার বাড়িয়ে নিচ্ছে ব্যবধানে। তো দুই দলের এভাবে পিঠোপিঠি চলার শেষ কোথায়? শিরোপা ভাগ্য কী তাহলে নির্ধারিত হবে এল ক্লাসিকোয়?
দুই দল জিতেই চললে তো সমাধান সূত্র মুখোমুখি লড়াই-ই। যেটি হবে মে মাসের ১১ তারিখ। লিগ টেবিলে বার্সেলোনার (৬৬) চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে থাকা রিয়াল (৬৩) সেদিকেই তাকিয়ে। কিছুদিন আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি তো বলেই দিয়েছেন, পয়েন্ট পিছিয়ে থাকলেও তারা তাকিয়ে আছেন এল ক্লাসিকোর দিকে। বার্সাকে ধরে ফেলার রিয়ালের শেষ চেষ্টা হতে পারে সেই এল ক্লাসিকো। তবে শিরোপার জন্য রিয়ালের মুখোমুখি হওয়া নিয়ে এখনই ভাবছেন না বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
গতকাল রবার্ট লেভানডফস্কির জোড়া গোলের সুবাদে ৪-১ ব্যবধানে জিরোনাকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়া বার্সেলোনার পক্ষে বাকি গোলটি ফেরান তোরেসের। এই ম্যাচ শেষে শিরোপার জন্য এল ক্লাসিকোর দিকে থাকা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ফ্লিক বলেন, ‘এল ক্লাসিকোর আগে এখনো অনেক পথ বাকি। আমাদের সামর্থ্য দেখিয়েই যেতে হবে এবং সেটি সহজ হবে না। এই লিগ মৌসুম দারুণ কিছু চমক মেলে ধরতে পারে, যা প্রতিযোগিতার জন্য খারাপ নয়। তবে আমাদেরকে মনোযোগ ধরে রাখতে হবে।’
যে ফর্মে বার্সেলোনা, সেটি ধরে রাখতে পারলেই তাদের লিগ জেতা আটকায় সাধ্য কার! গতকালের জয়টি ধরে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২০ ম্যাচে অপরাজিত তারা। এখানেই শেষ নয়, এই মৌসুমে খেলা ৪৫ ম্যাচের মধ্যে ২০ টিতেই তারা জিতেছে ৪ কিংবা তার চেয়েও বেশি গোল করে। সব মিলিয়ে চলতি মৌসুমে তাদের গোল সংখ্যা ১৩৯ টি। গড়ে প্রতিটি ম্যাচে তিনটিরও বেশি গোল করেছে বার্সেলোনা।
তিন পয়েন্টের ব্যবধান ধরে রেখে লা লিগায় এগিয়ে চলেছে বার্সেলোনা। পেছনে পেছনে রিয়াল মাদ্রিদ। আগের দিন ম্যাচ জিতে রিয়াল পয়েন্টে বার্সেলোনাকে ছুঁয়ে ফেলেছে তো, পরের দিন বার্সেলোনা জিতে আবার বাড়িয়ে নিচ্ছে ব্যবধানে। তো দুই দলের এভাবে পিঠোপিঠি চলার শেষ কোথায়? শিরোপা ভাগ্য কী তাহলে নির্ধারিত হবে এল ক্লাসিকোয়?
দুই দল জিতেই চললে তো সমাধান সূত্র মুখোমুখি লড়াই-ই। যেটি হবে মে মাসের ১১ তারিখ। লিগ টেবিলে বার্সেলোনার (৬৬) চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে থাকা রিয়াল (৬৩) সেদিকেই তাকিয়ে। কিছুদিন আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি তো বলেই দিয়েছেন, পয়েন্ট পিছিয়ে থাকলেও তারা তাকিয়ে আছেন এল ক্লাসিকোর দিকে। বার্সাকে ধরে ফেলার রিয়ালের শেষ চেষ্টা হতে পারে সেই এল ক্লাসিকো। তবে শিরোপার জন্য রিয়ালের মুখোমুখি হওয়া নিয়ে এখনই ভাবছেন না বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
গতকাল রবার্ট লেভানডফস্কির জোড়া গোলের সুবাদে ৪-১ ব্যবধানে জিরোনাকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়া বার্সেলোনার পক্ষে বাকি গোলটি ফেরান তোরেসের। এই ম্যাচ শেষে শিরোপার জন্য এল ক্লাসিকোর দিকে থাকা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ফ্লিক বলেন, ‘এল ক্লাসিকোর আগে এখনো অনেক পথ বাকি। আমাদের সামর্থ্য দেখিয়েই যেতে হবে এবং সেটি সহজ হবে না। এই লিগ মৌসুম দারুণ কিছু চমক মেলে ধরতে পারে, যা প্রতিযোগিতার জন্য খারাপ নয়। তবে আমাদেরকে মনোযোগ ধরে রাখতে হবে।’
যে ফর্মে বার্সেলোনা, সেটি ধরে রাখতে পারলেই তাদের লিগ জেতা আটকায় সাধ্য কার! গতকালের জয়টি ধরে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২০ ম্যাচে অপরাজিত তারা। এখানেই শেষ নয়, এই মৌসুমে খেলা ৪৫ ম্যাচের মধ্যে ২০ টিতেই তারা জিতেছে ৪ কিংবা তার চেয়েও বেশি গোল করে। সব মিলিয়ে চলতি মৌসুমে তাদের গোল সংখ্যা ১৩৯ টি। গড়ে প্রতিটি ম্যাচে তিনটিরও বেশি গোল করেছে বার্সেলোনা।
বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদ গত আগস্টে দায়িত্ব নেওয়ার পর আর সব খাতের মতো সংস্কারের ঘোষণা দিয়েছিলেন। প্রায় আট মাস আগে দায়িত্ব নিয়ে তিনি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, আগের বোর্ড পরিচালনায় পাওয়া কিছু অসংগতির তদন্তে একটি বেসরকারি নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অডিট করাবেন।
৩ ঘণ্টা আগেএকের পর এক রেকর্ড গড়েই চলেছেন নিগার সুলতানা জ্যোতিরা। আর তাতে বিশ্বকাপ বাছাইয়ে নতুন উচ্চতায় দল। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ দলীয় স্কোর, রানের হিসাবে সবচেয়ে বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েন মেয়েরা। রেকর্ড গড়ার এই জয়ের ধারা ধরে রেখে
১০ ঘণ্টা আগেস্টেডিয়ামের উন্নয়ন ও সংস্কার প্রকল্পের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছ থেকে বাড়তি ২৫ লাখ ডলার (৩০ কোটি ৪০ লাখ টাকা) পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মালয়েশিয়ার কুয়ালালামপুরে গত ১২ এপ্রিল হয়েছে এএফসির কংগ্রেস। সেখানে অংশ নিয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল...
১১ ঘণ্টা আগেরিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ নিয়ে যতটা হাইপ—ইন্টার মিলান ঠিক বিপরীত মেরুতে। নিভৃতে যেন বাধা ডিঙিয়ে ডিঙিয়ে ছুটছে সিমোন ইনজাঘির ‘আন্ডাররেটেড মাস্টারপিস’। যারা ২০২৪-২৫ মৌসুমে ইন্টারের খেলা দেখেন তাঁরা হয়তো ইনজাঘির মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল স্কালোনিরও মাঝে মাঝে সমন্বয়ও খুঁজে পেতে পারেন।
১২ ঘণ্টা আগে