ক্রীড়া ডেস্ক
ইউরোপের দলবদলের দরজা এ মাসের ১ তারিখ বন্ধ হলেও অনেক লিগের এখন হয়নি। যেমন এ মৌসুমেই দলবদলে শক্তিশালী বাজার হয়ে ওঠা সৌদি প্রো লিগে এখনো চলছে। গত ৭ সেপ্টেম্বর বন্ধ হওয়ার কথা থাকলেও জানা গেছে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
এতে নতুন করে আরও অনেক তারকা ফুটবলার কেনার সুযোগ পাচ্ছে সৌদি প্রো লিগ। সৌদি লিগের মতো সুযোগ রয়েছে কাতার স্টারস লিগেরও। সেই ধারাবাহিকতায় জানা গেছে পিএসজি থেকে মার্কো ভেরাত্তিকে দলে ভেড়াচ্ছে কাতারি ক্লাব আল আরাবি। ইতালিয়ান মিডফিল্ডারের সঙ্গে আনুষ্ঠানিক কথাবার্তা নাকি পাকাপাকি করেছে আরাবি এমনটি জানিয়েছেন দলবদলের নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তিনি জানিয়েছেন, আজই হয়তো চুক্তিপত্রে সই করার জন্য দোহায় যেতে পারেন ভেরাত্তি। ৩০ বছর বয়সী ফুটবলারকে ছাড়তেও রাজি হয়েছে পিএসজি।
চুক্তির মেয়াদ কত বছরের রোমানো সেটা না জানালেও পিএসজি কত টাকায় রাজি হয়েছে তা জানিয়েছেন তিনি। ইতালিয়ান সাংবাদিকের মতে ৫২৮ কোটি ৪৮ লাখ টাকায় ভেরাত্তিকে ছাড়তে রাজি হয়েছে লিগ চ্যাম্পিয়নরা। শোনা যাচ্ছে, ইতালিয়ান তারকার সঙ্গে ক্লাব ছাড়তে পারেন ইউলিয়ান ড্রাক্সলারও। জার্মান মিডফিল্ডারের যেতে পারেন আল আহলিতে।
রোমানোর কথা সত্যি হলে পিএসজির সঙ্গে ভেরাত্তির দীর্ঘ পথযাত্রা থেমে যাচ্ছে। এ মৌসুম শেষ হলেই এক যুগ পূর্ণ হতো তাঁর। সেটা এখন ১১ বছরেই থেমে যাচ্ছে। ২০১২ সালে পিএসজিতে যোগ দেন তিনি। এ সময় পিএসজির হয়ে ২৭৬ ম্যাচ খেলেছেন ৩০ বছর বয়সী তারকা। গোল করেছেন মোটে ৭ টি।
এর আগে লিওনেল মেসি–নেইমাররা পিএসজি ছেড়েছেন। এবার লিগ চ্যাম্পিয়নদের ছেড়ে যাচ্ছেন ইতালিয়ান মিডফিল্ডার। ইউরোপের ক্লাবগুলো খেলোয়াড় কিনতে না পারলেও বিক্রি করতে পারবে বলেই এই সুবিধাটা নিতে পারছে কাতারি লিগ।
ইউরোপের দলবদলের দরজা এ মাসের ১ তারিখ বন্ধ হলেও অনেক লিগের এখন হয়নি। যেমন এ মৌসুমেই দলবদলে শক্তিশালী বাজার হয়ে ওঠা সৌদি প্রো লিগে এখনো চলছে। গত ৭ সেপ্টেম্বর বন্ধ হওয়ার কথা থাকলেও জানা গেছে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
এতে নতুন করে আরও অনেক তারকা ফুটবলার কেনার সুযোগ পাচ্ছে সৌদি প্রো লিগ। সৌদি লিগের মতো সুযোগ রয়েছে কাতার স্টারস লিগেরও। সেই ধারাবাহিকতায় জানা গেছে পিএসজি থেকে মার্কো ভেরাত্তিকে দলে ভেড়াচ্ছে কাতারি ক্লাব আল আরাবি। ইতালিয়ান মিডফিল্ডারের সঙ্গে আনুষ্ঠানিক কথাবার্তা নাকি পাকাপাকি করেছে আরাবি এমনটি জানিয়েছেন দলবদলের নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তিনি জানিয়েছেন, আজই হয়তো চুক্তিপত্রে সই করার জন্য দোহায় যেতে পারেন ভেরাত্তি। ৩০ বছর বয়সী ফুটবলারকে ছাড়তেও রাজি হয়েছে পিএসজি।
চুক্তির মেয়াদ কত বছরের রোমানো সেটা না জানালেও পিএসজি কত টাকায় রাজি হয়েছে তা জানিয়েছেন তিনি। ইতালিয়ান সাংবাদিকের মতে ৫২৮ কোটি ৪৮ লাখ টাকায় ভেরাত্তিকে ছাড়তে রাজি হয়েছে লিগ চ্যাম্পিয়নরা। শোনা যাচ্ছে, ইতালিয়ান তারকার সঙ্গে ক্লাব ছাড়তে পারেন ইউলিয়ান ড্রাক্সলারও। জার্মান মিডফিল্ডারের যেতে পারেন আল আহলিতে।
রোমানোর কথা সত্যি হলে পিএসজির সঙ্গে ভেরাত্তির দীর্ঘ পথযাত্রা থেমে যাচ্ছে। এ মৌসুম শেষ হলেই এক যুগ পূর্ণ হতো তাঁর। সেটা এখন ১১ বছরেই থেমে যাচ্ছে। ২০১২ সালে পিএসজিতে যোগ দেন তিনি। এ সময় পিএসজির হয়ে ২৭৬ ম্যাচ খেলেছেন ৩০ বছর বয়সী তারকা। গোল করেছেন মোটে ৭ টি।
এর আগে লিওনেল মেসি–নেইমাররা পিএসজি ছেড়েছেন। এবার লিগ চ্যাম্পিয়নদের ছেড়ে যাচ্ছেন ইতালিয়ান মিডফিল্ডার। ইউরোপের ক্লাবগুলো খেলোয়াড় কিনতে না পারলেও বিক্রি করতে পারবে বলেই এই সুবিধাটা নিতে পারছে কাতারি লিগ।
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
২৯ মিনিট আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
২ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
২ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
৩ ঘণ্টা আগে