নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যেভাবে আক্রমণ শুরু করেছিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি, তাতে মনে হচ্ছিল আবারও না পয়েন্ট হারায় আবাহনী! শেষ পর্যন্ত তা হয়নি, বলা ভালো হতে দেননি ডোরিয়েলটন গোমেজ। মাত্র ছয় মিনিটে হ্যাটট্রিক করে থামিয়ে দিয়েছেন রহমতগঞ্জের যত দৌড়ঝাঁপ।
৪০ থেকে ৪৫ মিনিটের মধ্যে এমন এক ঝড়ই তুলেছেন ডোরিয়েলটন, তাতেই শেষ হয়েছে রহমতগঞ্জের আশা। ছয় মিনিটের মধ্যে করা তাঁর তিন গোলেই ৩-০ গোলে জয় পেয়েছে আবাহনী। এবারের লিগে এটিই প্রথম হ্যাটট্রিক।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে প্রথম ২৫ মিনিট খেলাটাকে বেশ ভালোভাবেই নিয়ন্ত্রণে রেখেছিল ফেডারেশন কাপের রানার্সআপ রহমতগঞ্জ। শুধু ফিনিশিংয়ের অভাবটাই ভোগালো দলটাকে। ২১ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে তাজিক ডিফেন্ডার সিয়োভুজ আসরোরভের ফ্রি-কিক ঠেকিয়ে দেন আবাহনীর গোলরক্ষক শহীদুল আলম সোহেল। ২৯ মিনিটে আরও ভালো সুযোগ নষ্ট করেন ঘানাইয়ান ফিলিপ আজাহ। আবাহনী গোলরক্ষক সোহেলকে একা পেয়ে যে চিপ করেছিলেন তা জালে না জড়িয়ে চলে যায় বাইরে।
গোলের জন্য যখন এভাবে আক্রমণ শানাচ্ছে রহমতগঞ্জ, তখনই পুরো চিত্রটা পাল্টে দিলেন ডোরিয়েলটন। ৪০ মিনিটে কোস্টারিকান সতীর্থ দানিয়েল কলিন্দ্রেসের কর্নারে হেডে আবাহনীরই সাবেক ডিফেন্ডার ওয়ালি ফয়সালের পায়ের ফাঁক দিয়ে বল পোস্টে ঢুকিয়ে আবাহনীকে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান।
তিন মিনিট পরেই আবারও ডোরিয়েলটনের লক্ষ্যভেদ। গোলের কারিগর আবারও কলিন্দ্রেস। ৪৩ মিনিটে মাঝ মাঠ ঠেকে সতীর্থের কাছ থেকে পাওয়া বল কলিন্দ্রেস বাড়িয়ে দেন ডোরিলেটনকে। বল পেয়ে শুধু ঠান্ডা মাথায় বল জালে জড়ানোই কাজ ছিল, এবং সেটাই করেছেন এই ফরোয়ার্ড।
তিন মিনিটে দুই গোল পেয়ে হ্যাটট্রিকের নেশা যেন পেয়ে বসলো ডোরিয়েলটনকে। প্রথমার্ধের যোগ করা সময়ে নুরুল নাইয়ুম ফয়সালের বাড়ানো পাস অফসাইড ফাঁদ ভেঙে এগিয়ে একা পেয়ে যান রহমতগঞ্জ গোলরক্ষক তুষারকে। নিজের জায়গা ছেড়ে বের হয়ে এসেছিলেন তুষার কিন্তু ডোরিয়েলটনকে আটকাতে পারেননি। তাতেই হয়ে গেল হ্যাটট্রিক। আর এই তিন গোলেই দ্বিতীয় জয়ে পয়েন্ট টেবিলের চূড়ায় আবাহনী।
যেভাবে আক্রমণ শুরু করেছিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি, তাতে মনে হচ্ছিল আবারও না পয়েন্ট হারায় আবাহনী! শেষ পর্যন্ত তা হয়নি, বলা ভালো হতে দেননি ডোরিয়েলটন গোমেজ। মাত্র ছয় মিনিটে হ্যাটট্রিক করে থামিয়ে দিয়েছেন রহমতগঞ্জের যত দৌড়ঝাঁপ।
৪০ থেকে ৪৫ মিনিটের মধ্যে এমন এক ঝড়ই তুলেছেন ডোরিয়েলটন, তাতেই শেষ হয়েছে রহমতগঞ্জের আশা। ছয় মিনিটের মধ্যে করা তাঁর তিন গোলেই ৩-০ গোলে জয় পেয়েছে আবাহনী। এবারের লিগে এটিই প্রথম হ্যাটট্রিক।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে প্রথম ২৫ মিনিট খেলাটাকে বেশ ভালোভাবেই নিয়ন্ত্রণে রেখেছিল ফেডারেশন কাপের রানার্সআপ রহমতগঞ্জ। শুধু ফিনিশিংয়ের অভাবটাই ভোগালো দলটাকে। ২১ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে তাজিক ডিফেন্ডার সিয়োভুজ আসরোরভের ফ্রি-কিক ঠেকিয়ে দেন আবাহনীর গোলরক্ষক শহীদুল আলম সোহেল। ২৯ মিনিটে আরও ভালো সুযোগ নষ্ট করেন ঘানাইয়ান ফিলিপ আজাহ। আবাহনী গোলরক্ষক সোহেলকে একা পেয়ে যে চিপ করেছিলেন তা জালে না জড়িয়ে চলে যায় বাইরে।
গোলের জন্য যখন এভাবে আক্রমণ শানাচ্ছে রহমতগঞ্জ, তখনই পুরো চিত্রটা পাল্টে দিলেন ডোরিয়েলটন। ৪০ মিনিটে কোস্টারিকান সতীর্থ দানিয়েল কলিন্দ্রেসের কর্নারে হেডে আবাহনীরই সাবেক ডিফেন্ডার ওয়ালি ফয়সালের পায়ের ফাঁক দিয়ে বল পোস্টে ঢুকিয়ে আবাহনীকে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান।
তিন মিনিট পরেই আবারও ডোরিয়েলটনের লক্ষ্যভেদ। গোলের কারিগর আবারও কলিন্দ্রেস। ৪৩ মিনিটে মাঝ মাঠ ঠেকে সতীর্থের কাছ থেকে পাওয়া বল কলিন্দ্রেস বাড়িয়ে দেন ডোরিলেটনকে। বল পেয়ে শুধু ঠান্ডা মাথায় বল জালে জড়ানোই কাজ ছিল, এবং সেটাই করেছেন এই ফরোয়ার্ড।
তিন মিনিটে দুই গোল পেয়ে হ্যাটট্রিকের নেশা যেন পেয়ে বসলো ডোরিয়েলটনকে। প্রথমার্ধের যোগ করা সময়ে নুরুল নাইয়ুম ফয়সালের বাড়ানো পাস অফসাইড ফাঁদ ভেঙে এগিয়ে একা পেয়ে যান রহমতগঞ্জ গোলরক্ষক তুষারকে। নিজের জায়গা ছেড়ে বের হয়ে এসেছিলেন তুষার কিন্তু ডোরিয়েলটনকে আটকাতে পারেননি। তাতেই হয়ে গেল হ্যাটট্রিক। আর এই তিন গোলেই দ্বিতীয় জয়ে পয়েন্ট টেবিলের চূড়ায় আবাহনী।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৬ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৬ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৬ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৭ ঘণ্টা আগে