ক্রীড়া ডেস্ক
জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন ১৩ বছর। ছিলেন দলের অধিনায়ক। ক্লাব ফুটবলে মনোযোগ বাড়াতে তাই জাতীয় দল গ্যাবন থেকে অবসরের ঘোষণা দিলেন বার্সেলোনা ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেয়াং।
২০০৯ সালে গ্যাবনের হয়ে অভিষেক হয়েছিল অবামেয়াংয়ের। দেশটির হয়ে খেলেছেন ৭২ ম্যাচ। করেছেন ৩০ গোল। এবারের আফ্রিকা কাপ ন্যাশনসের দ্বিতীয় পর্ব থেকেই বাদ পড়েছে গ্যাবন। দেশকে আর কিছু দেওয়ার নেই জানিয়ে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন অবা।
গ্যাবন ভক্তদের উদ্দেশে খোলা চিঠিতে নিজের বিদায়ের কথা জানিয়েছেন বার্সা তারকা। লিখেছেন, ‘দীর্ঘ ১৩ বছর গর্বের সঙ্গে আমার দেশের প্রতিনিধিত্ব করার পর আমি জাতীয় দলে ইতি টানছি। আমার ভালো-খারাপ সময়ে সব সময় অকুণ্ঠ সমর্থনের জন্য গ্যাবনিজ সমর্থকদের ধন্যবাদ। এই দলের হয়ে দারুণ সব স্মৃতি আছে। জাতীয় দলের সব কোচ, স্টাফ, খেলোয়াড়দেরও ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য।’
অবামেয়াংয়ের বাবাও ছিলেন গ্যাবন জাতীয় দলের অধিনায়ক। পিতার মতো জাতীয় দলের অধিনায়কত্ব করতে পারায় তৃপ্তি ছেলের লেখায়, ‘আমি বাবার কাছে কৃতজ্ঞ। তিনিই আমার মনে জাতীয় দলে খেলার স্বপ্নটা বুনে দিয়েছিলেন। আশা করি জাতীয় দলের জার্সি চাপিয়ে তাঁকে গর্বিত করতে পেরেছি।’
আফ্রিকা কাপ ন্যাশনসের আগে করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ায় টুর্নামেন্টে খেলতে পারেননি অবামেয়াং। দলের সেরা তারকাকে ছাড়াই দ্বিতীয় পর্বে উঠলেও বুরকিনা ফাসোর কাছে বিদায় নেয় গ্যাবন।
জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন ১৩ বছর। ছিলেন দলের অধিনায়ক। ক্লাব ফুটবলে মনোযোগ বাড়াতে তাই জাতীয় দল গ্যাবন থেকে অবসরের ঘোষণা দিলেন বার্সেলোনা ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেয়াং।
২০০৯ সালে গ্যাবনের হয়ে অভিষেক হয়েছিল অবামেয়াংয়ের। দেশটির হয়ে খেলেছেন ৭২ ম্যাচ। করেছেন ৩০ গোল। এবারের আফ্রিকা কাপ ন্যাশনসের দ্বিতীয় পর্ব থেকেই বাদ পড়েছে গ্যাবন। দেশকে আর কিছু দেওয়ার নেই জানিয়ে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন অবা।
গ্যাবন ভক্তদের উদ্দেশে খোলা চিঠিতে নিজের বিদায়ের কথা জানিয়েছেন বার্সা তারকা। লিখেছেন, ‘দীর্ঘ ১৩ বছর গর্বের সঙ্গে আমার দেশের প্রতিনিধিত্ব করার পর আমি জাতীয় দলে ইতি টানছি। আমার ভালো-খারাপ সময়ে সব সময় অকুণ্ঠ সমর্থনের জন্য গ্যাবনিজ সমর্থকদের ধন্যবাদ। এই দলের হয়ে দারুণ সব স্মৃতি আছে। জাতীয় দলের সব কোচ, স্টাফ, খেলোয়াড়দেরও ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য।’
অবামেয়াংয়ের বাবাও ছিলেন গ্যাবন জাতীয় দলের অধিনায়ক। পিতার মতো জাতীয় দলের অধিনায়কত্ব করতে পারায় তৃপ্তি ছেলের লেখায়, ‘আমি বাবার কাছে কৃতজ্ঞ। তিনিই আমার মনে জাতীয় দলে খেলার স্বপ্নটা বুনে দিয়েছিলেন। আশা করি জাতীয় দলের জার্সি চাপিয়ে তাঁকে গর্বিত করতে পেরেছি।’
আফ্রিকা কাপ ন্যাশনসের আগে করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ায় টুর্নামেন্টে খেলতে পারেননি অবামেয়াং। দলের সেরা তারকাকে ছাড়াই দ্বিতীয় পর্বে উঠলেও বুরকিনা ফাসোর কাছে বিদায় নেয় গ্যাবন।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৬ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৬ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৭ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৮ ঘণ্টা আগে