সম্ভবত এটাই আমার শেষ বিশ্বকাপ, বলছেন রোনালদো

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২২, ১৮: ২৯
আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১৮: ৫৫

বর্তমান সময়ের দুই সেরা ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। দুজনেই ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে পৌঁছেছেন। তবে এখনো খেলছেন ফুটবলের শীর্ষ পর্যায়ে। সম্ভবত আর বেশি দিন খেলবেন না দুজনে। কিছুদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে অবসরের বিষয়ে কিছু না বললেও এটাই শেষ বিশ্বকাপ এমনটি জানিয়েছেন মেসি। 

মেসির চেয়ে দুই বছরের বড় রোনালদো এত দিন কিছু না বললেও পিয়ার্স মরগ্যানকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপ ভাবনার কথা জানিয়েছেন তিনি। ৩৭ বছর বয়সী পর্তুগিজ তারকা জানিয়েছেন, সম্ভবত এটাই আমার শেষ বিশ্বকাপ। সঙ্গে অবসর ভাবনার কথাও জানিয়েছেন তিনি। 

এবারের টুর্নামেন্ট হবে রোনালদোর ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ। এ বিশ্বকাপে নিজের সেরাটা দিয়ে লড়বেন তিনি। কেননা, এবারের টুর্নামেন্টকেই নিজের শেষ বলে আভাস দিয়েছেন তিনি। পর্তুগিজ তারকা বলেছেন, ‘এ বিষয়ে বলা খুব কঠিন। কারণ আমার মনোযোগ এখন শুধুই বিশ্বকাপে। সম্ভবত পঞ্চম বিশ্বকাপই আমার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।’ 

এবারের বিশ্বকাপকে শেষ বললেও আরও কয়েক বছর পর বুট জোড়া তুলে রাখতে চান রোনালদো। তিনি বলেছেন, ‘আরও দুই, তিন বছর খেলতে চাই। ৪০ বছর বয়সে অবসর নিতে চাই। মনে হয়, এই বয়সটা অবসরের জন্য ভালো।’ 

আর বিশ্বকাপ জয়ের ব্যাপারে রোনালদো বলেছেন, ‘আমি খুবই আত্মবিশ্বাসী। আমাদের দুর্দান্ত একজন কোচ আছে। সঙ্গে প্রজন্মের কিছু দুর্দান্ত ফুটবলারও আছে। চমকপ্রদ বিশ্বকাপটি খেলতে উন্মুখ আছি। টুর্নামেন্ট জয় অত্যন্ত কঠিন হবে। তবে সবকিছুই সম্ভব।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত