ক্রীড়া ডেস্ক
সাম্প্রতিক সময়টা একটু অন্য রকমই কাটছে লিওনেল মেসির। নতুন ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) গিয়ে এখনো নিজেকে ঠিকঠাক মানিয়ে নিতে পারেননি এই আর্জেন্টাইন মহাতারকা। পরিসংখ্যান বলছে, চলতি মৌসুমে নিজের ক্যারিয়ারে সবচেয়ে বাজে শুরু করেছেন মেসি। মৌসুমের শুরু থেকে বড়দিনের ছুটির আগ পর্যন্ত এবারই সবচেয়ে কম গোল করেছেন তিনি। এখন মৌসুমের পরের অর্ধে মেসি এই খরা কাটাতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষা।
পরিসংখ্যান বলছে ২০০৭-০৮ মৌসুমে বড়দিনের আগ পর্যন্ত সব মৌসুম মিলিয়ে মেসি গোল করেছিলেন ১২টি। পরের দুই মৌসুমে এই সংখ্যা ছিল ১৬। তবে এরপর থেকে এই সংখ্যা তরতর করে বাড়তে থাকে। ২০১০-১১ মৌসুমে মেসির গোলের সংখ্যা ছিল ২৭। পরের মৌসুমে মেসি গোল করেন ২৯টি। তবে আগে-পরের সব রেকর্ড ছাপিয়ে যান ২০১২-১৩ মৌসুমে। এই মৌসুমে মেসি গোল করেন ৩৫টি।
২০১৩-১৪ মৌসুমে অবশ্য এই সময়ের মধ্যে মেসির গোল বেশ নিচে নেমে আসে। সেবার গোল করেন ১৪টি। এক মৌসুম পর সেটি বেড়ে দাঁড়ায় ২৩-এ। ২০১৫-১৬ মৌসুমে করেন ১২ গোল। ১৬-১৭ মৌসুমে সেটি বেড়ে দাঁড়ায় ২৩ গোলে। পরের দুই মৌসুমে সেই সংখ্যা ছিল যথাক্রমে ১৯ ও ২১। ২০১৯-২০ মৌসুমে গোল ছিল ১৫টি। এরপর সর্বশেষ গত মৌসুমে বড়দিনের আগ পর্যন্ত মেসির সময়টা ভালো যায়নি। সেবার তিনি গোল করেছিলেন ১০ টি। সেই মেসিই পরে দারুণভাবে ঘুরে দাঁড়ান। এবার অবশ্য গত মৌসুমের পারফরম্যান্সও ধরে রাখতে পারেননি। বড়দিনের ছুটিতে যাওয়ার আগ পর্যন্ত সব মিলিয়ে তাঁর গোলের সংখ্যা এখন পর্যন্ত ৬। এত কম গোল এর আগে কখনোই করেননি মেসি।
বড়দিনের ছুটির আগে মেসির গোলের সংখ্যা
মৌসুম গোল
২০০৭-০৮ ১২
২০০৮-০৯ ১৬
২০০৯-১০ ১৬
২০১০-১১ ২৭
২০১১-১২ ২৯
২০১২-১৩ ৩৫
২০১৩-১৪ ১৪
২০১৪-১৫ ২৩
২০১৫-১৬ ১২
২০১৬-১৭ ২৩
২০১৭-১৮ ১৯
২০১৮-১৯ ২১
২০১৯-২০ ১৫
২০২০-২১ ১০
২০২১-২২ ০৬
সাম্প্রতিক সময়টা একটু অন্য রকমই কাটছে লিওনেল মেসির। নতুন ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) গিয়ে এখনো নিজেকে ঠিকঠাক মানিয়ে নিতে পারেননি এই আর্জেন্টাইন মহাতারকা। পরিসংখ্যান বলছে, চলতি মৌসুমে নিজের ক্যারিয়ারে সবচেয়ে বাজে শুরু করেছেন মেসি। মৌসুমের শুরু থেকে বড়দিনের ছুটির আগ পর্যন্ত এবারই সবচেয়ে কম গোল করেছেন তিনি। এখন মৌসুমের পরের অর্ধে মেসি এই খরা কাটাতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষা।
পরিসংখ্যান বলছে ২০০৭-০৮ মৌসুমে বড়দিনের আগ পর্যন্ত সব মৌসুম মিলিয়ে মেসি গোল করেছিলেন ১২টি। পরের দুই মৌসুমে এই সংখ্যা ছিল ১৬। তবে এরপর থেকে এই সংখ্যা তরতর করে বাড়তে থাকে। ২০১০-১১ মৌসুমে মেসির গোলের সংখ্যা ছিল ২৭। পরের মৌসুমে মেসি গোল করেন ২৯টি। তবে আগে-পরের সব রেকর্ড ছাপিয়ে যান ২০১২-১৩ মৌসুমে। এই মৌসুমে মেসি গোল করেন ৩৫টি।
২০১৩-১৪ মৌসুমে অবশ্য এই সময়ের মধ্যে মেসির গোল বেশ নিচে নেমে আসে। সেবার গোল করেন ১৪টি। এক মৌসুম পর সেটি বেড়ে দাঁড়ায় ২৩-এ। ২০১৫-১৬ মৌসুমে করেন ১২ গোল। ১৬-১৭ মৌসুমে সেটি বেড়ে দাঁড়ায় ২৩ গোলে। পরের দুই মৌসুমে সেই সংখ্যা ছিল যথাক্রমে ১৯ ও ২১। ২০১৯-২০ মৌসুমে গোল ছিল ১৫টি। এরপর সর্বশেষ গত মৌসুমে বড়দিনের আগ পর্যন্ত মেসির সময়টা ভালো যায়নি। সেবার তিনি গোল করেছিলেন ১০ টি। সেই মেসিই পরে দারুণভাবে ঘুরে দাঁড়ান। এবার অবশ্য গত মৌসুমের পারফরম্যান্সও ধরে রাখতে পারেননি। বড়দিনের ছুটিতে যাওয়ার আগ পর্যন্ত সব মিলিয়ে তাঁর গোলের সংখ্যা এখন পর্যন্ত ৬। এত কম গোল এর আগে কখনোই করেননি মেসি।
বড়দিনের ছুটির আগে মেসির গোলের সংখ্যা
মৌসুম গোল
২০০৭-০৮ ১২
২০০৮-০৯ ১৬
২০০৯-১০ ১৬
২০১০-১১ ২৭
২০১১-১২ ২৯
২০১২-১৩ ৩৫
২০১৩-১৪ ১৪
২০১৪-১৫ ২৩
২০১৫-১৬ ১২
২০১৬-১৭ ২৩
২০১৭-১৮ ১৯
২০১৮-১৯ ২১
২০১৯-২০ ১৫
২০২০-২১ ১০
২০২১-২২ ০৬
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৫ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৬ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৬ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৭ ঘণ্টা আগে