ক্রীড়া ডেস্ক
প্রায় অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে। গত শনিবার রাতে দেশটির চতুর্থ সারির ঘরোয়া লিগে যা ঘটল তাতে কিঞ্চিৎ পরিমাণ হলেও আপনি হোঁচট খাবেন। লিগ ওয়ানে উঠতে ব্রিস্টল রোভার্সের জয়ের বিকল্প ছিল না। সেখানে ছিল বড় শর্ত। করতে হবে অন্তত ৭ গোল। অবিশ্বাস্য হলেও ম্যাচে কিনা কাঁটায় কাঁটায় ৭ গোলই করল রোভার্স!
ঘরের মাঠে স্কানথোর্পকে ৭-০ গোলে হারিয়ে রোভার্স উঠে এসেছে লিগ টু পয়েন্ট তালিকার তৃতীয়তে। তাতেই কপাল পুড়েছে নর্দাম্পটন টাউনের। ৪৬ রাউন্ডের লিগে দুই দলের পয়েন্ট হলো সমান ৮০। গোল পার্থক্যও সমান ২২! কিন্তু বেশি গোল করায় লিগ ওয়ানে প্রমোশন হলো রোভার্সের (৭১)। কপাল পুড়ল নর্দাম্পটনের (৬০)। রোভার্স উঠে গেল লিগ ওয়ানে। আর লিগ টুতে থাকল নর্দাম্পটন।
লিগের শিরোপা নির্ধারণী লড়াইটাও হয়েছে স্নায়ুক্ষয়ী। ৮৪ পয়েন্ট ফরেস্ট গ্রিন ও এক্সেটার সিটির। দুই দলের ব্যবধান গড়ে দিয়েছে গোল সংখ্যা। ফরেস্ট গ্রিন গোল করেছে ৭৫ টি; হজম করেছে ৪৪ টি। বিপরীতে ৬৫ গোল করার পাশাপাশি এক্সটার সিটি খেয়েছে ৪১টি গোল। গোল ব্যবধান ৭। এতেই চ্যাম্পিয়ন হয়েছে ফরেস্ট গ্রিন। আর রানার্সআপ হয়েছে এক্সটার সিটি। দুই দল অবশ্য আগেই লিগ ওয়ানে উঠে গেছে।
আশায় ছিল নর্দাম্পটন টাউন। বলতে গেলে প্রমোশন পাওয়ার মানসিক প্রস্তুতিও নিয়ে ফেলেছিল তারা। ব্রিস্টল রোভার্স যে পরের ম্যাচে ৭ গোল করবে সেটা তো ভাবনারও বাইরে ছিল। এখানে অবশ্য দুই দলের গোলে পার্থক্য নেই। গোল হজম করলেও ২২টি করে বেশি গোল করেছে তারা। রোভর্স গোল করে ৭১ টি। ১২টি কম নর্দাম্পটন। বেশি গোল করায় তিনে থেকে লিগ শেষ করল রোভার্স। আর চারে নেমে গেছে নর্দাম্পটন।
প্রায় অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে। গত শনিবার রাতে দেশটির চতুর্থ সারির ঘরোয়া লিগে যা ঘটল তাতে কিঞ্চিৎ পরিমাণ হলেও আপনি হোঁচট খাবেন। লিগ ওয়ানে উঠতে ব্রিস্টল রোভার্সের জয়ের বিকল্প ছিল না। সেখানে ছিল বড় শর্ত। করতে হবে অন্তত ৭ গোল। অবিশ্বাস্য হলেও ম্যাচে কিনা কাঁটায় কাঁটায় ৭ গোলই করল রোভার্স!
ঘরের মাঠে স্কানথোর্পকে ৭-০ গোলে হারিয়ে রোভার্স উঠে এসেছে লিগ টু পয়েন্ট তালিকার তৃতীয়তে। তাতেই কপাল পুড়েছে নর্দাম্পটন টাউনের। ৪৬ রাউন্ডের লিগে দুই দলের পয়েন্ট হলো সমান ৮০। গোল পার্থক্যও সমান ২২! কিন্তু বেশি গোল করায় লিগ ওয়ানে প্রমোশন হলো রোভার্সের (৭১)। কপাল পুড়ল নর্দাম্পটনের (৬০)। রোভার্স উঠে গেল লিগ ওয়ানে। আর লিগ টুতে থাকল নর্দাম্পটন।
লিগের শিরোপা নির্ধারণী লড়াইটাও হয়েছে স্নায়ুক্ষয়ী। ৮৪ পয়েন্ট ফরেস্ট গ্রিন ও এক্সেটার সিটির। দুই দলের ব্যবধান গড়ে দিয়েছে গোল সংখ্যা। ফরেস্ট গ্রিন গোল করেছে ৭৫ টি; হজম করেছে ৪৪ টি। বিপরীতে ৬৫ গোল করার পাশাপাশি এক্সটার সিটি খেয়েছে ৪১টি গোল। গোল ব্যবধান ৭। এতেই চ্যাম্পিয়ন হয়েছে ফরেস্ট গ্রিন। আর রানার্সআপ হয়েছে এক্সটার সিটি। দুই দল অবশ্য আগেই লিগ ওয়ানে উঠে গেছে।
আশায় ছিল নর্দাম্পটন টাউন। বলতে গেলে প্রমোশন পাওয়ার মানসিক প্রস্তুতিও নিয়ে ফেলেছিল তারা। ব্রিস্টল রোভার্স যে পরের ম্যাচে ৭ গোল করবে সেটা তো ভাবনারও বাইরে ছিল। এখানে অবশ্য দুই দলের গোলে পার্থক্য নেই। গোল হজম করলেও ২২টি করে বেশি গোল করেছে তারা। রোভর্স গোল করে ৭১ টি। ১২টি কম নর্দাম্পটন। বেশি গোল করায় তিনে থেকে লিগ শেষ করল রোভার্স। আর চারে নেমে গেছে নর্দাম্পটন।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৪ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৪ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৪ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৫ ঘণ্টা আগে