ক্রীড়া ডেস্ক
এই প্রথম ব্যালন ডি’অর নিয়ে ন্যু ক্যাম্পে ফেরা হলো না লিওনেল মেসির। মেসি এবার ট্রফি হাতে থেকে গেলেন প্যারিসেই। এটাই যে এখন তাঁর ঘর। গতকাল রাতে পিএসজি সমর্থকদের উষ্ণ অভ্যর্থনাও পেয়েছেন তিনি। তবে জয় দিয়ে শেষ পর্যন্ত রাতটা রাঙাতে পারেননি মেসি। ঘরোয়া লিগে নিসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে পিএসজি।
প্যারিসে লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়া নেইমারকে ছাড়াই একাদশ সাজাতে হয় পিএসজিকে। অন্যতম সেরা এই তারকাকে ছাড়াই পিএসজি ছিল দাপুটে। একের পর এক আক্রমণে কাঁপিয়েছে নিসকে। পুরো ম্যাচে ৭১ শতাংশ বলের দখল রেখে পিএসজি শট নেয় ২২ টি। কিন্তু এই দাপুটে পারফরম্যান্সও দলকে গোল এনে দিতে পারেনি। শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে পিএসজিকে।
এই ড্র অবশ্য পিএসজির শীর্ষ স্থানে কোনো প্রভাব ফেলছে না। ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে বাকিদের ধরাছোঁয়ার বাইরে আছে দলটি। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের পয়েন্ট ২৯।
পিএসজির পয়েন্ট হারানোর রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ নৈপুণ্য দেখিয়েছে লিভারপুল। মোহামেদ সালাহর জোড়া গোলে মার্সেসেইড ডার্বিতে লিভারপুল জিতেছে ৪-১ গোলে। লিভারপুলের হয়ে অন্য দুই গোল করেন জর্দান হেন্ডারসন ও দিয়োগো জোতা।
একই রাতে জয় পেয়েছে পেয়েছে ম্যানচেস্টার সিটিও। অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল। প্রিমিয়ার লিগে এখন জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াইও। সমান ১৪ ম্যাচ খেলে শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৩৩, দুইয়ে থাকা সিটির পয়েন্ট ৩২ এবং তিনে থাকা লিভারপুলের পয়েন্ট ৩১।
এই প্রথম ব্যালন ডি’অর নিয়ে ন্যু ক্যাম্পে ফেরা হলো না লিওনেল মেসির। মেসি এবার ট্রফি হাতে থেকে গেলেন প্যারিসেই। এটাই যে এখন তাঁর ঘর। গতকাল রাতে পিএসজি সমর্থকদের উষ্ণ অভ্যর্থনাও পেয়েছেন তিনি। তবে জয় দিয়ে শেষ পর্যন্ত রাতটা রাঙাতে পারেননি মেসি। ঘরোয়া লিগে নিসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে পিএসজি।
প্যারিসে লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়া নেইমারকে ছাড়াই একাদশ সাজাতে হয় পিএসজিকে। অন্যতম সেরা এই তারকাকে ছাড়াই পিএসজি ছিল দাপুটে। একের পর এক আক্রমণে কাঁপিয়েছে নিসকে। পুরো ম্যাচে ৭১ শতাংশ বলের দখল রেখে পিএসজি শট নেয় ২২ টি। কিন্তু এই দাপুটে পারফরম্যান্সও দলকে গোল এনে দিতে পারেনি। শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে পিএসজিকে।
এই ড্র অবশ্য পিএসজির শীর্ষ স্থানে কোনো প্রভাব ফেলছে না। ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে বাকিদের ধরাছোঁয়ার বাইরে আছে দলটি। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের পয়েন্ট ২৯।
পিএসজির পয়েন্ট হারানোর রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ নৈপুণ্য দেখিয়েছে লিভারপুল। মোহামেদ সালাহর জোড়া গোলে মার্সেসেইড ডার্বিতে লিভারপুল জিতেছে ৪-১ গোলে। লিভারপুলের হয়ে অন্য দুই গোল করেন জর্দান হেন্ডারসন ও দিয়োগো জোতা।
একই রাতে জয় পেয়েছে পেয়েছে ম্যানচেস্টার সিটিও। অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল। প্রিমিয়ার লিগে এখন জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াইও। সমান ১৪ ম্যাচ খেলে শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৩৩, দুইয়ে থাকা সিটির পয়েন্ট ৩২ এবং তিনে থাকা লিভারপুলের পয়েন্ট ৩১।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৬ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৬ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৬ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৭ ঘণ্টা আগে