ক্রীড়া ডেস্ক
ইউরোপ পর্ব শেষে এখন আমেরিকা পর্ব শুরুর অপেক্ষা সার্জিও বুসকেতসের। বার্সেলোনার পর এবার বুসকেতসের নতুন ঠিকানা ইন্টার মিয়ামি। তবে তাঁকে পরিচয় করাতে গিয়ে হাস্যকর এক ভুল করেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)।
ডিআরভি পিএনকে স্টেডিয়ামে পরশু ‘দ্য আনভেইলিং’ অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্টার মিয়ামি। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে বুসকেতসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করে মিয়ামি। বুসকেতসকে মিয়ামির সঙ্গে পরিচয় করানোর পর এমএলএস টুইটার অ্যাকাউন্ট থেকে ছবি পোস্ট করা হয়। স্পেনের ২০১০ বিশ্বকাপ শিরোপার সঙ্গে চুমু খাওয়া ছবি পোস্ট করে ক্যাপশন দেওয়া হয়েছিল, ‘তিনি তো শুধুই জিতেছেন।’ ক্যাপশনের সঙ্গে মেডেলের ইমোজি জুড়ে দেয়। সামাজিকমাধ্যমে এই ছবি ভাইরাল হলে টনক নড়ে এমএলএসের। কেননা, বুসকেতসের জায়গায় ভুল করে আলভারো আরবেলোয়ার ছবি পোস্ট করা হয়। আরবেলোয়ার জায়গায় বুসকেতসের ছবি বসিয়ে ভুল সংশোধন করা হয়। এরপর বুসকেতস, আরবেলোয়ার ছবি পাশাপাশি বসিয়ে এমএলএস ক্যাপশন দিয়েছে, ‘কেন আরবেলোয়া ও বুসকেতসকে দেখতে একই রকম মনে হচ্ছে। নতুন চশমা দরকার অ্যাডমিনের।’ চশমা ও কপালে হাত দেওয়া—এই দুটো ইমোজি ক্যাপশনের সঙ্গে জুড়ে দিয়েছে এমএলএস।
বার্সেলোনায় দীর্ঘদিনের সতীর্থ ছিলেন মেসি-বুসকেতস। দুই বছর পর আবার তাঁদের এক ক্লাবে খেলার সৌভাগ্য হচ্ছে। মেসি ও বুসকেতস—দুজনের সঙ্গেই ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করেছে মিয়ামি। আর মেসির সঙ্গে শনিবার আনুষ্ঠানিক চুক্তি করে মিয়ামি। মেসি ও বুসকেতসের বার্সেলোনার জার্সিতে একের পর এক শিরোপা জেতার কীর্তি রয়েছে। মেসি লা লিগা জিতেছেন ১০টি এবং চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন ৪টি। আর ৯টি লা লিগা ও ৩টি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন বুসকেতস।
ইউরোপ পর্ব শেষে এখন আমেরিকা পর্ব শুরুর অপেক্ষা সার্জিও বুসকেতসের। বার্সেলোনার পর এবার বুসকেতসের নতুন ঠিকানা ইন্টার মিয়ামি। তবে তাঁকে পরিচয় করাতে গিয়ে হাস্যকর এক ভুল করেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)।
ডিআরভি পিএনকে স্টেডিয়ামে পরশু ‘দ্য আনভেইলিং’ অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্টার মিয়ামি। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে বুসকেতসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করে মিয়ামি। বুসকেতসকে মিয়ামির সঙ্গে পরিচয় করানোর পর এমএলএস টুইটার অ্যাকাউন্ট থেকে ছবি পোস্ট করা হয়। স্পেনের ২০১০ বিশ্বকাপ শিরোপার সঙ্গে চুমু খাওয়া ছবি পোস্ট করে ক্যাপশন দেওয়া হয়েছিল, ‘তিনি তো শুধুই জিতেছেন।’ ক্যাপশনের সঙ্গে মেডেলের ইমোজি জুড়ে দেয়। সামাজিকমাধ্যমে এই ছবি ভাইরাল হলে টনক নড়ে এমএলএসের। কেননা, বুসকেতসের জায়গায় ভুল করে আলভারো আরবেলোয়ার ছবি পোস্ট করা হয়। আরবেলোয়ার জায়গায় বুসকেতসের ছবি বসিয়ে ভুল সংশোধন করা হয়। এরপর বুসকেতস, আরবেলোয়ার ছবি পাশাপাশি বসিয়ে এমএলএস ক্যাপশন দিয়েছে, ‘কেন আরবেলোয়া ও বুসকেতসকে দেখতে একই রকম মনে হচ্ছে। নতুন চশমা দরকার অ্যাডমিনের।’ চশমা ও কপালে হাত দেওয়া—এই দুটো ইমোজি ক্যাপশনের সঙ্গে জুড়ে দিয়েছে এমএলএস।
বার্সেলোনায় দীর্ঘদিনের সতীর্থ ছিলেন মেসি-বুসকেতস। দুই বছর পর আবার তাঁদের এক ক্লাবে খেলার সৌভাগ্য হচ্ছে। মেসি ও বুসকেতস—দুজনের সঙ্গেই ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করেছে মিয়ামি। আর মেসির সঙ্গে শনিবার আনুষ্ঠানিক চুক্তি করে মিয়ামি। মেসি ও বুসকেতসের বার্সেলোনার জার্সিতে একের পর এক শিরোপা জেতার কীর্তি রয়েছে। মেসি লা লিগা জিতেছেন ১০টি এবং চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন ৪টি। আর ৯টি লা লিগা ও ৩টি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন বুসকেতস।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৮ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৮ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৯ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১০ ঘণ্টা আগে