‘অন্যরা কী ভাবল, তা নিয়ে আমি চিন্তিত না’

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২২, ১৪: ৩২

পিয়ার্স মরগানকে সাক্ষাৎকার দিয়ে বেশ তোপের মুখেই পড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রচুর সমালোচনা শুনতে হয়েছে রোনালদোকে। এবার এই ঘটনার ব্যাপারে মুখ খুললেন তিনি। পর্তুগিজ এই উইঙ্গার জানিয়েছেন, অন্যদের চিন্তা ভাবনাকে তিনি মোটেও পাত্তা দেন না।

ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে কদিন আগে পিয়ার্স মরগানকে বিশাল সাক্ষাৎকার দিয়েছিলেন রোনালদো। এরিক টেন হাগ, ওয়েন রুনি, গ্যারি নেভিলরা ছিলেন সমালোচনার বিষয়বস্তু। মালিকপক্ষ গ্লেজার্সকেও ধুয়ে দিয়েছিলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। বিশ্বকাপ মিশন শুরুর আগে কাতারে আজ সংবাদ সম্মেলনে এই ব্যাপারে কথা বলেন রোনালদো। পর্তুগিজ তারকা ফুটবলার বলেন, ‘কখনো আপনি সত্যি লিখবেন, কখনো মিথ্যা কথা লিখবেন। অন্যরা কী ভাবল, তা নিয়ে আমি চিন্তা করি না। সবাই জানে আমি কেমন।’

রোনালদো আরও বলেন, ‘টাইমিং তো টাইমিংই। আপনার দিক থেকে আপনি টাইমিং সম্পর্কে বলতে পারেন।’

ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল সবখানেই রেকর্ড গড়ে চলেছেন রোনালদো। ক্লাব ক্যারিয়ারে ৯৪৯ ম্যাচে করেছেন ৭০১ গোল, অ্যাসিস্ট করেছেন ২২৩ গোলে। আর আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনালদো। পর্তুগালের জার্সিতে ১৯১ ম্যাচে করেছেন ১১৭ গোল, অ্যাসিস্ট করেছেন ৪৩ গোলে।

এবারের বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে পড়েছে পর্তুগাল। ২৪ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে পর্তুগিজদের প্রতিপক্ষ ঘানা। ২৮ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে পর্তুগাল। আর ২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পর্তুগিজরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত