ক্রীড়া ডেস্ক
তারকা ফুটবলারদের ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের লিগে পাড়ি জমানো গত কয়েক বছর বেশ পরিচিত দৃশ্য। ক্রিস্টিয়ানো রোনালদো চলে গেছেন সৌদি আরবে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির জার্সিতে এক বছর খেলছেন লিওনেল মেসি। মেসিদের লিগে এবার দেখা যাবে মার্কো রয়েসকে।
এমএলএসের ক্লাব লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে (এলএ গ্যালাক্সি) রয়েসের যাওয়া নিয়ে আলাপ-আলোচনা চলছিল অনেক দিন ধরেই। অবশেষে গত রাতে আনুষ্ঠানিক ঘোষণা দিল এলএ গ্যালাক্সি। রয়েসের সঙ্গে আড়াই বছর চুক্তি করেছে এমএলএসের ক্লাবটি। ২০২৬ মৌসুমের শেষ পর্যন্ত জার্মানির মিডফিল্ডার খেলবেন ক্লাবটির হয়ে।
এলএ গ্যালাক্সিতে ফ্রি এজেন্ট হিসেবে গেছেন রয়েস। তবে রয়েসকে নিতে শার্লট এফসির সঙ্গে ৪ লাখ ডলার বিনিময় করতে হয়েছে এলএ গ্যালাক্সিকে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৪ কোটি ৭১ লাখ টাকা। এই টাকাটা জেনারেল অ্যালোকেশন মানি (জিএএম) নামে পরিচিত। যেখানে ২০২৪ এর জন্য জিএএম ১ লাখ ডলার। বাকি ৩ লাখ ডলার ২০২৫ সালের জন্য।
এমএলএসের সঙ্গে চুক্তিবদ্ধ হননি বা এমএলএস ড্রাফটে নেই, এমন ফুটবলারদের জন্য ‘ডিসকভারি প্রসেস’ নামে একটি প্রক্রিয়া রয়েছে যুক্তরাষ্ট্রের লিগটিতে। এই প্রক্রিয়ায় প্রথমে খেলোয়াড়ের নাম তালিকাভুক্ত করতে হয় ডিসকভারি লিস্টে। এই তালিকায় পাঁচ জনের মতো খেলোয়াড় রাখা যাবে। চাইলে যেকোনো সময় ছেঁটে ফেলাও যাবে। এই তালিকা থেকে কজন ফুটবলার নেওয়া যাবে তা নির্দিষ্ট নয়। রয়েসের ব্যাপারে ‘ডিসকভারি প্রায়োরিটি’ অর্জন করতেই প্রায় ৫ কোটি টাকা খরচ হয়ে গেল।
এক ইন্টার মায়ামিই হয়ে উঠেছে বার্সেলোনার সাবেক ফুটবলারদের মিলনমেলা। মেসির সঙ্গে মায়ামিতে খেলছেন লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেতস ও জর্দি আলবা। এসি মিলান ছেড়ে এ বছর এমএলএসে গেছেন অলিভিয়ার জিরু। ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার খেলবেন লস অ্যাঞ্জেলেস এফসিতে।
২০১২ থেকে ২০২৪—১২ বছর বরুসিয়া ডর্টমুন্ডে খেলেছেন রয়েস। জার্মান ক্লাবটিতে দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে ৪২৯ ম্যাচ খেলেছেন তিনি। দুইবার করে জার্মান কাপ ও ডিএফএল সুপার কাপ জিতেছেন। তবে দুইবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি তাঁর। যেখানে ২০২৩-২৪ চ্যাম্পিয়নস লিগে ডর্টমুন্ডকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ। এ বছরের জুনে ডর্টমুন্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায় রয়েসের।
তারকা ফুটবলারদের ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের লিগে পাড়ি জমানো গত কয়েক বছর বেশ পরিচিত দৃশ্য। ক্রিস্টিয়ানো রোনালদো চলে গেছেন সৌদি আরবে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির জার্সিতে এক বছর খেলছেন লিওনেল মেসি। মেসিদের লিগে এবার দেখা যাবে মার্কো রয়েসকে।
এমএলএসের ক্লাব লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে (এলএ গ্যালাক্সি) রয়েসের যাওয়া নিয়ে আলাপ-আলোচনা চলছিল অনেক দিন ধরেই। অবশেষে গত রাতে আনুষ্ঠানিক ঘোষণা দিল এলএ গ্যালাক্সি। রয়েসের সঙ্গে আড়াই বছর চুক্তি করেছে এমএলএসের ক্লাবটি। ২০২৬ মৌসুমের শেষ পর্যন্ত জার্মানির মিডফিল্ডার খেলবেন ক্লাবটির হয়ে।
এলএ গ্যালাক্সিতে ফ্রি এজেন্ট হিসেবে গেছেন রয়েস। তবে রয়েসকে নিতে শার্লট এফসির সঙ্গে ৪ লাখ ডলার বিনিময় করতে হয়েছে এলএ গ্যালাক্সিকে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৪ কোটি ৭১ লাখ টাকা। এই টাকাটা জেনারেল অ্যালোকেশন মানি (জিএএম) নামে পরিচিত। যেখানে ২০২৪ এর জন্য জিএএম ১ লাখ ডলার। বাকি ৩ লাখ ডলার ২০২৫ সালের জন্য।
এমএলএসের সঙ্গে চুক্তিবদ্ধ হননি বা এমএলএস ড্রাফটে নেই, এমন ফুটবলারদের জন্য ‘ডিসকভারি প্রসেস’ নামে একটি প্রক্রিয়া রয়েছে যুক্তরাষ্ট্রের লিগটিতে। এই প্রক্রিয়ায় প্রথমে খেলোয়াড়ের নাম তালিকাভুক্ত করতে হয় ডিসকভারি লিস্টে। এই তালিকায় পাঁচ জনের মতো খেলোয়াড় রাখা যাবে। চাইলে যেকোনো সময় ছেঁটে ফেলাও যাবে। এই তালিকা থেকে কজন ফুটবলার নেওয়া যাবে তা নির্দিষ্ট নয়। রয়েসের ব্যাপারে ‘ডিসকভারি প্রায়োরিটি’ অর্জন করতেই প্রায় ৫ কোটি টাকা খরচ হয়ে গেল।
এক ইন্টার মায়ামিই হয়ে উঠেছে বার্সেলোনার সাবেক ফুটবলারদের মিলনমেলা। মেসির সঙ্গে মায়ামিতে খেলছেন লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেতস ও জর্দি আলবা। এসি মিলান ছেড়ে এ বছর এমএলএসে গেছেন অলিভিয়ার জিরু। ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার খেলবেন লস অ্যাঞ্জেলেস এফসিতে।
২০১২ থেকে ২০২৪—১২ বছর বরুসিয়া ডর্টমুন্ডে খেলেছেন রয়েস। জার্মান ক্লাবটিতে দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে ৪২৯ ম্যাচ খেলেছেন তিনি। দুইবার করে জার্মান কাপ ও ডিএফএল সুপার কাপ জিতেছেন। তবে দুইবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি তাঁর। যেখানে ২০২৩-২৪ চ্যাম্পিয়নস লিগে ডর্টমুন্ডকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ। এ বছরের জুনে ডর্টমুন্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায় রয়েসের।
পার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ মিনিট আগেখেলা, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, টেস্ট ক্রিকেট
১৮ মিনিট আগেটি-টোয়েন্টিতে ২০২৪ সাল ভারতের কেটেছে অসাধারণ। ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্টেও তাদের শুরুটা ছিল দুর্দান্ত। তবে বছরের শেষভাগে এসে টেস্টে হোঁচট খাচ্ছে এশিয়ার দলটি। সুদূর অস্ট্রেলিয়াতে এসেও বেকায়দায় পড়েছে ভারত।
৪১ মিনিট আগেবাংলাদেশ দল অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে আজ। টেস্ট শুরুর আগেই গত রাতে একাদশ ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।
১ ঘণ্টা আগে