ক্রীড়া ডেস্ক
ছয় ম্যাচের পাঁচটিতে জিতে শেষ ষোলোতে যাওয়ার পথে অনেকটা এগিয়ে বার্সা। সে তুলনায় বেনফিকার অবস্থা নাজুক। তারাও ছয় ম্যাচ খেলেছে, কিন্তু জয় মোটে তিনটি। সে ক্ষেত্রে আজ লিগ পর্বের ম্যাচটি বার্সার জন্য যত না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বেনফিকার। তারা খুব করে চাইছে ম্যাচটি জিততে। তবে বার্সার সাম্প্রতিক ফর্মের পর পর্তুগিজ ইগলখ্যাত বেনফিকা কি পারবে পার হতে, সেটা দেখার অপেক্ষা।
অতীত পরিসংখ্যান বার্সার জন্য সুখকর নয়। দুই দলের ৯ বারের দেখায় তিনবার জেতে বার্সা এবং দুবার হেরে যায়। বাকি চার ম্যাচ ড্র। বেনফিকা চাইবে, যে করে হোক বার্সার কাছ থেকে পয়েন্ট নিতে। তেমন কিছু হলে বার্সাও খানিকটা চিন্তায় পড়তে পারে। অবশ্য তাদের আক্রমণভাগের দুই সারথি রবার্ট লেভানডফস্কি আর লামিনে ইয়ামাল আছেন দারুণ ছন্দে। চলমান মৌসুমে ক্লাবটির হয়ে এ দুজন মিলে করেছেন ৩৫ গোল। আজ তাঁদের একজন ঝলক দেখালে বেনফিকার পরিকল্পনা ভেস্তে যেতে পারে।
এদিন আরেক ম্যাচে লিভারপুল নামবে লিগ ওয়ানের ক্লাব লিলের বিপক্ষে। ইংলিশ ক্লাবের সঙ্গে লিলের সাম্প্রতিক অতীত মোটেও ইতিবাচক নয়। নিজেদের শেষ ১০ ম্যাচে মাত্র একবার ইংলিশ কোনো ক্লাবকে হারাতে পেরেছে তারা। সেদিক থেকে এই ম্যাচে লিভারপুলই ফেবারিট। তা ছাড়া চলমান প্রিমিয়ার লিগেও তারা দারুণ ছন্দে। নিয়মিত গোল করছেন দলটির মিসরীয় তারকা মোহামেদ সালাহ। আজ তাঁর দিকেই তাকিয়ে থাকবেন অল রেডস সমর্থকেরা।
ছয় ম্যাচের পাঁচটিতে জিতে শেষ ষোলোতে যাওয়ার পথে অনেকটা এগিয়ে বার্সা। সে তুলনায় বেনফিকার অবস্থা নাজুক। তারাও ছয় ম্যাচ খেলেছে, কিন্তু জয় মোটে তিনটি। সে ক্ষেত্রে আজ লিগ পর্বের ম্যাচটি বার্সার জন্য যত না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বেনফিকার। তারা খুব করে চাইছে ম্যাচটি জিততে। তবে বার্সার সাম্প্রতিক ফর্মের পর পর্তুগিজ ইগলখ্যাত বেনফিকা কি পারবে পার হতে, সেটা দেখার অপেক্ষা।
অতীত পরিসংখ্যান বার্সার জন্য সুখকর নয়। দুই দলের ৯ বারের দেখায় তিনবার জেতে বার্সা এবং দুবার হেরে যায়। বাকি চার ম্যাচ ড্র। বেনফিকা চাইবে, যে করে হোক বার্সার কাছ থেকে পয়েন্ট নিতে। তেমন কিছু হলে বার্সাও খানিকটা চিন্তায় পড়তে পারে। অবশ্য তাদের আক্রমণভাগের দুই সারথি রবার্ট লেভানডফস্কি আর লামিনে ইয়ামাল আছেন দারুণ ছন্দে। চলমান মৌসুমে ক্লাবটির হয়ে এ দুজন মিলে করেছেন ৩৫ গোল। আজ তাঁদের একজন ঝলক দেখালে বেনফিকার পরিকল্পনা ভেস্তে যেতে পারে।
এদিন আরেক ম্যাচে লিভারপুল নামবে লিগ ওয়ানের ক্লাব লিলের বিপক্ষে। ইংলিশ ক্লাবের সঙ্গে লিলের সাম্প্রতিক অতীত মোটেও ইতিবাচক নয়। নিজেদের শেষ ১০ ম্যাচে মাত্র একবার ইংলিশ কোনো ক্লাবকে হারাতে পেরেছে তারা। সেদিক থেকে এই ম্যাচে লিভারপুলই ফেবারিট। তা ছাড়া চলমান প্রিমিয়ার লিগেও তারা দারুণ ছন্দে। নিয়মিত গোল করছেন দলটির মিসরীয় তারকা মোহামেদ সালাহ। আজ তাঁর দিকেই তাকিয়ে থাকবেন অল রেডস সমর্থকেরা।
আলোচনা-সমালোচনা তো লিওনেল মেসিকে নিয়ে কম হচ্ছে না। আন্তর্জাতিক ফুটবল ও ক্লাব ফুটবলে অসংখ্য শিরোপা জিতেছেন। প্রশংসার পাশাপাশি ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনিও কম পাননি তিনি। এবার আর্জেন্টিনার এই তারকা ফুটবলারের আচরণ নিয়ে প্রশ্ন তুললেন মেক্সিকোর সাবেক এক ফুটবলার।
৩ ঘণ্টা আগেএবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের অবস্থা সন্তোষজনক নয়। টুর্নামেন্টে সাত দলের মধ্যে অবস্থান করছে সাত নম্বরে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটির পেসার তানজিম হাসান সাকিবের চোট বাড়িয়েছে দুশ্চিন্তা।
৩ ঘণ্টা আগেকার্লো আনচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদ জিতেছে অসংখ্য শিরোপা। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ—কী পায়নি রিয়াল! এবার ক্লাবটি পেয়েছে এক দুঃসংবাদ। কোচ আনচেলত্তির রিয়াল ছাড়ার কথা শোনা যাচ্ছে।
৫ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির আয়োজক সমস্যার সমাধান করতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) রীতিমতো মাথা খারাপ অবস্থা। ভারতের আপত্তিতে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হবে টুর্নামেন্টটি। যেখানে বিরাট কোহলি-রোহিত শর্মারা খেলবেন মরুর দেশে।
৬ ঘণ্টা আগে