ক্রীড়া ডেস্ক
ছয় ম্যাচের পাঁচটিতে জিতে শেষ ষোলোতে যাওয়ার পথে অনেকটা এগিয়ে বার্সা। সে তুলনায় বেনফিকার অবস্থা নাজুক। তারাও ছয় ম্যাচ খেলেছে, কিন্তু জয় মোটে তিনটি। সে ক্ষেত্রে আজ লিগ পর্বের ম্যাচটি বার্সার জন্য যত না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বেনফিকার। তারা খুব করে চাইছে ম্যাচটি জিততে। তবে বার্সার সাম্প্রতিক ফর্মের পর পর্তুগিজ ইগলখ্যাত বেনফিকা কি পারবে পার হতে, সেটা দেখার অপেক্ষা।
অতীত পরিসংখ্যান বার্সার জন্য সুখকর নয়। দুই দলের ৯ বারের দেখায় তিনবার জেতে বার্সা এবং দুবার হেরে যায়। বাকি চার ম্যাচ ড্র। বেনফিকা চাইবে, যে করে হোক বার্সার কাছ থেকে পয়েন্ট নিতে। তেমন কিছু হলে বার্সাও খানিকটা চিন্তায় পড়তে পারে। অবশ্য তাদের আক্রমণভাগের দুই সারথি রবার্ট লেভানডফস্কি আর লামিনে ইয়ামাল আছেন দারুণ ছন্দে। চলমান মৌসুমে ক্লাবটির হয়ে এ দুজন মিলে করেছেন ৩৫ গোল। আজ তাঁদের একজন ঝলক দেখালে বেনফিকার পরিকল্পনা ভেস্তে যেতে পারে।
এদিন আরেক ম্যাচে লিভারপুল নামবে লিগ ওয়ানের ক্লাব লিলের বিপক্ষে। ইংলিশ ক্লাবের সঙ্গে লিলের সাম্প্রতিক অতীত মোটেও ইতিবাচক নয়। নিজেদের শেষ ১০ ম্যাচে মাত্র একবার ইংলিশ কোনো ক্লাবকে হারাতে পেরেছে তারা। সেদিক থেকে এই ম্যাচে লিভারপুলই ফেবারিট। তা ছাড়া চলমান প্রিমিয়ার লিগেও তারা দারুণ ছন্দে। নিয়মিত গোল করছেন দলটির মিসরীয় তারকা মোহামেদ সালাহ। আজ তাঁর দিকেই তাকিয়ে থাকবেন অল রেডস সমর্থকেরা।
ছয় ম্যাচের পাঁচটিতে জিতে শেষ ষোলোতে যাওয়ার পথে অনেকটা এগিয়ে বার্সা। সে তুলনায় বেনফিকার অবস্থা নাজুক। তারাও ছয় ম্যাচ খেলেছে, কিন্তু জয় মোটে তিনটি। সে ক্ষেত্রে আজ লিগ পর্বের ম্যাচটি বার্সার জন্য যত না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বেনফিকার। তারা খুব করে চাইছে ম্যাচটি জিততে। তবে বার্সার সাম্প্রতিক ফর্মের পর পর্তুগিজ ইগলখ্যাত বেনফিকা কি পারবে পার হতে, সেটা দেখার অপেক্ষা।
অতীত পরিসংখ্যান বার্সার জন্য সুখকর নয়। দুই দলের ৯ বারের দেখায় তিনবার জেতে বার্সা এবং দুবার হেরে যায়। বাকি চার ম্যাচ ড্র। বেনফিকা চাইবে, যে করে হোক বার্সার কাছ থেকে পয়েন্ট নিতে। তেমন কিছু হলে বার্সাও খানিকটা চিন্তায় পড়তে পারে। অবশ্য তাদের আক্রমণভাগের দুই সারথি রবার্ট লেভানডফস্কি আর লামিনে ইয়ামাল আছেন দারুণ ছন্দে। চলমান মৌসুমে ক্লাবটির হয়ে এ দুজন মিলে করেছেন ৩৫ গোল। আজ তাঁদের একজন ঝলক দেখালে বেনফিকার পরিকল্পনা ভেস্তে যেতে পারে।
এদিন আরেক ম্যাচে লিভারপুল নামবে লিগ ওয়ানের ক্লাব লিলের বিপক্ষে। ইংলিশ ক্লাবের সঙ্গে লিলের সাম্প্রতিক অতীত মোটেও ইতিবাচক নয়। নিজেদের শেষ ১০ ম্যাচে মাত্র একবার ইংলিশ কোনো ক্লাবকে হারাতে পেরেছে তারা। সেদিক থেকে এই ম্যাচে লিভারপুলই ফেবারিট। তা ছাড়া চলমান প্রিমিয়ার লিগেও তারা দারুণ ছন্দে। নিয়মিত গোল করছেন দলটির মিসরীয় তারকা মোহামেদ সালাহ। আজ তাঁর দিকেই তাকিয়ে থাকবেন অল রেডস সমর্থকেরা।
বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদ গত আগস্টে দায়িত্ব নেওয়ার পর আর সব খাতের মতো সংস্কারের ঘোষণা দিয়েছিলেন। প্রায় আট মাস আগে দায়িত্ব নিয়ে তিনি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, আগের বোর্ড পরিচালনায় পাওয়া কিছু অসংগতির তদন্তে একটি বেসরকারি নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অডিট করাবেন।
৩ ঘণ্টা আগেএকের পর এক রেকর্ড গড়েই চলেছেন নিগার সুলতানা জ্যোতিরা। আর তাতে বিশ্বকাপ বাছাইয়ে নতুন উচ্চতায় দল। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ দলীয় স্কোর, রানের হিসাবে সবচেয়ে বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েন মেয়েরা। রেকর্ড গড়ার এই জয়ের ধারা ধরে রেখে
১০ ঘণ্টা আগেস্টেডিয়ামের উন্নয়ন ও সংস্কার প্রকল্পের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছ থেকে বাড়তি ২৫ লাখ ডলার (৩০ কোটি ৪০ লাখ টাকা) পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মালয়েশিয়ার কুয়ালালামপুরে গত ১২ এপ্রিল হয়েছে এএফসির কংগ্রেস। সেখানে অংশ নিয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল...
১১ ঘণ্টা আগেরিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ নিয়ে যতটা হাইপ—ইন্টার মিলান ঠিক বিপরীত মেরুতে। নিভৃতে যেন বাধা ডিঙিয়ে ডিঙিয়ে ছুটছে সিমোন ইনজাঘির ‘আন্ডাররেটেড মাস্টারপিস’। যারা ২০২৪-২৫ মৌসুমে ইন্টারের খেলা দেখেন তাঁরা হয়তো ইনজাঘির মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল স্কালোনিরও মাঝে মাঝে সমন্বয়ও খুঁজে পেতে পারেন।
১২ ঘণ্টা আগে