ক্রীড়া ডেস্ক
রিয়াল মাদ্রিদে দুর্দান্ত খেললেও ব্রাজিলের জার্সিতে বড্ড অচেনা ভিনিসিয়ুস জুনিয়র। সেই ভিনিই আজ খেল দেখালেন প্যারাগুয়ের বিপক্ষে। তাঁর জোড়া গোলে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারাল ব্রাজিল।
কোস্টারিকার বিপক্ষে একের পর এক সুযোগ মিসের খেসারত দিতে হয়েছে ব্রাজিলকে। শেষ পর্যন্ত সেই ম্যাচ ড্র হয়েছিল গোলশূন্য ড্রয়ে। নেভাদার অ্যালিজিয়েন্ট স্টেডিয়ামে আজ প্যারাগুয়ের বিপক্ষে উড়ন্ত জয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে ব্রাজিল। দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে কলম্বিয়া। দুইয়ে থাকা ব্রাজিলের পয়েন্ট ৪। ৩ জুলাই বাংলাদেশ সময় ভোরে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচ ড্র হলেই সেলেসাওরা উঠবে শেষ আটে। কারণ তখন কলম্বিয়া ও ব্রাজিলের পয়েন্ট হবে ৭। গ্রুপের বাকি দুই দল কোস্টারিকা ও প্যারাগুয়ের পয়েন্ট বর্তমানে ১ ও ০।
পরিসংখ্যান বলবে, অ্যালিজিয়েন্ট স্টেডিয়ামে আজ ব্রাজিল-প্যারাগুয়ে লড়াই হয়েছে সমানে সমানে। ৫৫ শতাংশ বল দখল রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ব্রাজিল নেয় ৬ শট। প্যারাগুয়ে বল দখলে রাখে ৪৫ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারাও নেয় ৬ শট। তবে প্যারাগুয়ে একের পর এক সুযোগ হাতছাড়া করেছে। উপরন্তু তারা একটি লাল কার্ডও দেখেছে।
ম্যাচের ২ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল। ভিনির ক্রস থেকে বা পায়ে শট নিলেও লক্ষ্যভেদ করতে পারেননি লুকাস পাকেতা। ৬ মিনিটে রদ্রিগোর অ্যাসিস্ট থেকে সুযোগ পেয়েও ব্রাজিলকে গোল এনে দিতে পারেননি হোয়াও গোমেজ। প্যারাগুয়েও গোলের সুযোগ হারাতে থাকে। ৯ মিনিটে দলটির মিডফিল্ডার হুলিও এনসিস্কো কঠিন অ্যাঙ্গেল থেকে গোলের চেষ্টা করেও পারেননি। ১৫ মিনিটে প্যারাগুয়ের আরেক মিডফিল্ডার ড্যামিয়েন বোবাডিলা শট করেন ব্রাজিলের লক্ষ্য বরাবর। তবে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার সেই শট প্রতিহত করেন। ২৩ মিনিটে মারকিনিওসের হেড থেকে ব্রাজিল এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও তা সম্ভব হয়নি।
ব্রাজিল-প্যারাগুয়ের একের পর এক সুযোগ মিসের হাতছাড়ায় প্রথম গোলমুখ খোলেন ভিনিসিয়ুস। ৩৫ মিনিটে পাকেতার অ্যাসিস্ট থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ভিনি। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্রুতই আরও দুই গোল করে ব্রাজিল। ৪৩ মিনিটে বাঁ পায়ের শটে গোল করেন স্যাভিনিও। প্রথমার্ধের ৪৫ মিনিট পেরোনোর পর অতিরিক্ত ৫ মিনিটে ব্যবধান ৩-০ করেন ভিনি। ডান পায়ের শটে যে গোলটা করেছেন, সেটা ম্যাচে তাঁর দ্বিতীয় গোল। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে শেষ করে ব্রাজিল।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই গোলের দেখা পায় প্যারাগুয়ে। ৪৮ মিনিটে প্যারাগুয়ের ডিফেন্ডার গোল করেন ওমর আলদারেতে। ৫১ মিনিটে প্যারাগুয়ে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল। তবে দলটির মিডফিল্ডার এনসিস্কোর শট প্রতিহত করেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন। ৫৫ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ব্রাজিল। রদ্রিগোর শট প্রতিহত করেন প্যারাগুয়ের গোলরক্ষক রদ্রিগো মরিনিগো।৫৬ মিনিটে আলদারেতে গোলের আরেকটি সুযোগ হাতছাড়া করেন। দুই দলের গোলমিসের মহড়ায় ব্যবধান বাড়িয়ে নেন পাকেতা। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলকে এগিয়ে নেন এই মিডফিল্ডার।
শেষ ২৫ মিনিটে গোল করতে দুই দলই মরিয়া হয়ে ওঠে। তবে ফিনিশিং দুর্বলতা, গোলরক্ষকের দৃঢ়তায় কেউই গোল করতে পারেননি। উপরন্তু রেফারিকে ঘন ঘন কার্ড বের করতে হয়েছে শেষের দিকে। ফাউলের কারণে ৭০ মিনিটে হলুদ কার্ড দেখেন পাকেতা। ৮১ মিনিটে লাল কার্ড দেখেন প্যারাগুয়ের মিডফিল্ডার আন্দ্রেস কুবাস। ২ মিনিট পর ভিনিকে দেখানো হয় হলুদ কার্ড। ম্যাচে তিনটি হলুদ কার্ড দেখেছে ব্রাজিল। যার মধ্যে প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৩ মিনিটে হলুদ কার্ড পেয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ওয়েন্ডেল।
রিয়াল মাদ্রিদে দুর্দান্ত খেললেও ব্রাজিলের জার্সিতে বড্ড অচেনা ভিনিসিয়ুস জুনিয়র। সেই ভিনিই আজ খেল দেখালেন প্যারাগুয়ের বিপক্ষে। তাঁর জোড়া গোলে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারাল ব্রাজিল।
কোস্টারিকার বিপক্ষে একের পর এক সুযোগ মিসের খেসারত দিতে হয়েছে ব্রাজিলকে। শেষ পর্যন্ত সেই ম্যাচ ড্র হয়েছিল গোলশূন্য ড্রয়ে। নেভাদার অ্যালিজিয়েন্ট স্টেডিয়ামে আজ প্যারাগুয়ের বিপক্ষে উড়ন্ত জয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে ব্রাজিল। দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে কলম্বিয়া। দুইয়ে থাকা ব্রাজিলের পয়েন্ট ৪। ৩ জুলাই বাংলাদেশ সময় ভোরে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচ ড্র হলেই সেলেসাওরা উঠবে শেষ আটে। কারণ তখন কলম্বিয়া ও ব্রাজিলের পয়েন্ট হবে ৭। গ্রুপের বাকি দুই দল কোস্টারিকা ও প্যারাগুয়ের পয়েন্ট বর্তমানে ১ ও ০।
পরিসংখ্যান বলবে, অ্যালিজিয়েন্ট স্টেডিয়ামে আজ ব্রাজিল-প্যারাগুয়ে লড়াই হয়েছে সমানে সমানে। ৫৫ শতাংশ বল দখল রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ব্রাজিল নেয় ৬ শট। প্যারাগুয়ে বল দখলে রাখে ৪৫ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারাও নেয় ৬ শট। তবে প্যারাগুয়ে একের পর এক সুযোগ হাতছাড়া করেছে। উপরন্তু তারা একটি লাল কার্ডও দেখেছে।
ম্যাচের ২ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল। ভিনির ক্রস থেকে বা পায়ে শট নিলেও লক্ষ্যভেদ করতে পারেননি লুকাস পাকেতা। ৬ মিনিটে রদ্রিগোর অ্যাসিস্ট থেকে সুযোগ পেয়েও ব্রাজিলকে গোল এনে দিতে পারেননি হোয়াও গোমেজ। প্যারাগুয়েও গোলের সুযোগ হারাতে থাকে। ৯ মিনিটে দলটির মিডফিল্ডার হুলিও এনসিস্কো কঠিন অ্যাঙ্গেল থেকে গোলের চেষ্টা করেও পারেননি। ১৫ মিনিটে প্যারাগুয়ের আরেক মিডফিল্ডার ড্যামিয়েন বোবাডিলা শট করেন ব্রাজিলের লক্ষ্য বরাবর। তবে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার সেই শট প্রতিহত করেন। ২৩ মিনিটে মারকিনিওসের হেড থেকে ব্রাজিল এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও তা সম্ভব হয়নি।
ব্রাজিল-প্যারাগুয়ের একের পর এক সুযোগ মিসের হাতছাড়ায় প্রথম গোলমুখ খোলেন ভিনিসিয়ুস। ৩৫ মিনিটে পাকেতার অ্যাসিস্ট থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ভিনি। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্রুতই আরও দুই গোল করে ব্রাজিল। ৪৩ মিনিটে বাঁ পায়ের শটে গোল করেন স্যাভিনিও। প্রথমার্ধের ৪৫ মিনিট পেরোনোর পর অতিরিক্ত ৫ মিনিটে ব্যবধান ৩-০ করেন ভিনি। ডান পায়ের শটে যে গোলটা করেছেন, সেটা ম্যাচে তাঁর দ্বিতীয় গোল। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে শেষ করে ব্রাজিল।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই গোলের দেখা পায় প্যারাগুয়ে। ৪৮ মিনিটে প্যারাগুয়ের ডিফেন্ডার গোল করেন ওমর আলদারেতে। ৫১ মিনিটে প্যারাগুয়ে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল। তবে দলটির মিডফিল্ডার এনসিস্কোর শট প্রতিহত করেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন। ৫৫ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ব্রাজিল। রদ্রিগোর শট প্রতিহত করেন প্যারাগুয়ের গোলরক্ষক রদ্রিগো মরিনিগো।৫৬ মিনিটে আলদারেতে গোলের আরেকটি সুযোগ হাতছাড়া করেন। দুই দলের গোলমিসের মহড়ায় ব্যবধান বাড়িয়ে নেন পাকেতা। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলকে এগিয়ে নেন এই মিডফিল্ডার।
শেষ ২৫ মিনিটে গোল করতে দুই দলই মরিয়া হয়ে ওঠে। তবে ফিনিশিং দুর্বলতা, গোলরক্ষকের দৃঢ়তায় কেউই গোল করতে পারেননি। উপরন্তু রেফারিকে ঘন ঘন কার্ড বের করতে হয়েছে শেষের দিকে। ফাউলের কারণে ৭০ মিনিটে হলুদ কার্ড দেখেন পাকেতা। ৮১ মিনিটে লাল কার্ড দেখেন প্যারাগুয়ের মিডফিল্ডার আন্দ্রেস কুবাস। ২ মিনিট পর ভিনিকে দেখানো হয় হলুদ কার্ড। ম্যাচে তিনটি হলুদ কার্ড দেখেছে ব্রাজিল। যার মধ্যে প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৩ মিনিটে হলুদ কার্ড পেয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ওয়েন্ডেল।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৩ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৩ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৩ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৪ ঘণ্টা আগে