নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আফগানিস্তানের বিপক্ষে ৪ ও ৭ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল দল যে দুটি প্রীতি ম্যাচ খেলবে, সেটি আগেই জানিয়ে দিয়েছিল বাফুফে। আর আজ ক্যাম্পের জন্য ৩২ জনের দল ঘোষণা করেছেন কোচ হাভিয়ের কাবরেরা।
তবে শুরুতেই সব খেলোয়াড়কেই পাওয়া যাবে না ক্যাম্পে। আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়োতে যোগ দেয়ায় জামাল ভূঁইয়া এবং এএফসি চ্যাম্পিয়নস লিগ ও এএফসি কাপ বাছাই নিয়ে ব্যতিব্যস্ত থাকা বসুন্ধরা কিংস ও আবাহনীর খেলোয়াড়রা যোগ দেবেন পরে। ২৫ আগস্ট কিংস এবং ২৭ আগস্ট আবাহনীর খেলোয়াড়রা যোগ দেবেন ক্যাম্পে। তবে জামাল ভূঁইয়াকে কবে পাওয়া যাবে সেটি সংবাদ সম্মেলনে জানাতে পারেননি কাবরেরা। ক্যাম্পের শেষ ভাগে অধিনায়ককে পাওয়ার আশা কোচের।
আর্জেন্টাইন ক্লাবে জামালের যোগ দেওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ, ‘জামাল আর্জেন্টাইন ফুটবলের অভিজ্ঞতা নিতে পারবে, এটা তার জন্য, বাংলাদেশের ফুটবলের জন্য এবং সবার জন্য ভালো বিষয়। এই দেশে যে মেধাবী ফুটবলার আছে, যারা দেশের বাইরে খেলার সামর্থ্য রাখে সেটা দেখানোর সুযোগ পেয়েছে ও।’
ক্যাম্পের ৩২ জনের দলে নতুন মুখ শেখ রাসেল ক্রীড়া চক্রের ফরোয়ার্ড দীপক রায় ও উত্তরা এফসির ফরোয়ার্ড সারোয়ার জামান নিপু। তবে লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন নিয়ে বাংলাদেশের নাগরিকতা নেওয়া এলিটা কিংসলের জায়গা হয়নি দলে।
আফগানিস্তান ম্যাচের অনুশীলন শুরু হবে ২১ আগস্ট থেকে। অনুশীলনের ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনা। ম্যাচ দুটিও হবে কিংসের মাঠে।
৩২ জনের প্রাথমিক দল
গোলকিপার: আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, শহিদুল আলম, পাপ্পু হোসেন
ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, সাদ উদ্দিন, তারিক কাজী, রিমন হোসেন, রহমত মিয়া, মুরাদ হাসান, মেহেদী হাসান, আলমগীর মোল্লা, ইশা ফয়সাল, আতিকুজ্জামান।
মিডফিল্ডার: সোহেল রানা (কিংস), শেখ মোরসালিন, মোহাম্মদ হৃদয়, আবু সাঈদ, মজিবুর রহমান জনি, রবিউল হাসান, সোহেল রানা (ঢাকা আবাহনী), জামাল ভূঁইয়া।
ফরোয়ার্ড: রাকিব হোসেন, মতিন মিয়া, সুমন রেজা, জাফর ইকবাল, মোহাম্মদ ইব্রাহিম, ফয়সাল আহমেদ ফাহিম, দিপক রায়, আমিনুর রহমান সজীব, সারোয়ার জামান নিপু।
আফগানিস্তানের বিপক্ষে ৪ ও ৭ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল দল যে দুটি প্রীতি ম্যাচ খেলবে, সেটি আগেই জানিয়ে দিয়েছিল বাফুফে। আর আজ ক্যাম্পের জন্য ৩২ জনের দল ঘোষণা করেছেন কোচ হাভিয়ের কাবরেরা।
তবে শুরুতেই সব খেলোয়াড়কেই পাওয়া যাবে না ক্যাম্পে। আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়োতে যোগ দেয়ায় জামাল ভূঁইয়া এবং এএফসি চ্যাম্পিয়নস লিগ ও এএফসি কাপ বাছাই নিয়ে ব্যতিব্যস্ত থাকা বসুন্ধরা কিংস ও আবাহনীর খেলোয়াড়রা যোগ দেবেন পরে। ২৫ আগস্ট কিংস এবং ২৭ আগস্ট আবাহনীর খেলোয়াড়রা যোগ দেবেন ক্যাম্পে। তবে জামাল ভূঁইয়াকে কবে পাওয়া যাবে সেটি সংবাদ সম্মেলনে জানাতে পারেননি কাবরেরা। ক্যাম্পের শেষ ভাগে অধিনায়ককে পাওয়ার আশা কোচের।
আর্জেন্টাইন ক্লাবে জামালের যোগ দেওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ, ‘জামাল আর্জেন্টাইন ফুটবলের অভিজ্ঞতা নিতে পারবে, এটা তার জন্য, বাংলাদেশের ফুটবলের জন্য এবং সবার জন্য ভালো বিষয়। এই দেশে যে মেধাবী ফুটবলার আছে, যারা দেশের বাইরে খেলার সামর্থ্য রাখে সেটা দেখানোর সুযোগ পেয়েছে ও।’
ক্যাম্পের ৩২ জনের দলে নতুন মুখ শেখ রাসেল ক্রীড়া চক্রের ফরোয়ার্ড দীপক রায় ও উত্তরা এফসির ফরোয়ার্ড সারোয়ার জামান নিপু। তবে লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন নিয়ে বাংলাদেশের নাগরিকতা নেওয়া এলিটা কিংসলের জায়গা হয়নি দলে।
আফগানিস্তান ম্যাচের অনুশীলন শুরু হবে ২১ আগস্ট থেকে। অনুশীলনের ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনা। ম্যাচ দুটিও হবে কিংসের মাঠে।
৩২ জনের প্রাথমিক দল
গোলকিপার: আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, শহিদুল আলম, পাপ্পু হোসেন
ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, সাদ উদ্দিন, তারিক কাজী, রিমন হোসেন, রহমত মিয়া, মুরাদ হাসান, মেহেদী হাসান, আলমগীর মোল্লা, ইশা ফয়সাল, আতিকুজ্জামান।
মিডফিল্ডার: সোহেল রানা (কিংস), শেখ মোরসালিন, মোহাম্মদ হৃদয়, আবু সাঈদ, মজিবুর রহমান জনি, রবিউল হাসান, সোহেল রানা (ঢাকা আবাহনী), জামাল ভূঁইয়া।
ফরোয়ার্ড: রাকিব হোসেন, মতিন মিয়া, সুমন রেজা, জাফর ইকবাল, মোহাম্মদ ইব্রাহিম, ফয়সাল আহমেদ ফাহিম, দিপক রায়, আমিনুর রহমান সজীব, সারোয়ার জামান নিপু।
ফলোঅন এড়ানো দূরে থাক, দুই ইনিংস মিলিয়ে দুই শ’ রান করতেই হিমশিম খেতে হলো বাংলাদেশকে। প্রথম ইনিংসে মুমিনুল হকের ফিফটিতে টেনেটুনে ১৫৯ রান। দ্বিতীয় ইনিংসে আরও খারাপ অবস্থা—১৪৩ রানে অলআউট। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনেই বাংলাদেশ হেরেছে ইনিংস ও ২৭৩ রানে।
২৫ মিনিট আগেচ্যাম্পিয়ন দল বলে কথা। তা-ও আবার টানা দুবার চ্যাম্পিয়ন। বাংলাদেশ নারী ফুটবল দলের বরণ তো জাঁকজমকপূর্ণই হবে। সাবিনা খাতুনদের দেখতে ঢাকা বিমানবন্দরে দেখা গেছে উপচে পড়া ভিড়।
২ ঘণ্টা আগেবাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝে মধ্যে দুই একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না।
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
৩ ঘণ্টা আগে