ক্রীড়া ডেস্ক, ঢাকা
ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদের অফিশিয়াল স্টোরে অভিনব পন্থায় ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে সান্তিয়াগো বার্নাব্যু ঘেঁষা এই দোকানে ডাকাতি হয়ে বলে জানা গেছে।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, সকাল ৬টার দিকে তিনটি গাড়ি নিয়ে দোকানের সামনে আসে ডাকাত দল। তারা একটি গাড়ি চালিয়ে দোকানের সামনের কাচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এরপর দ্রুতই একের পর এক ক্রীড়া সামগ্রী অন্য দুই গাড়িতে বোঝাই করতে থাকে।
দোকানটিতে রিয়াল মাদ্রিদের জার্সি থেকে শুরু করে ক্লাবের সব মার্চেন্ডাইজ পণ্য ছিল। সেগুলো দিয়েই গাড়ি বোঝাই করে ফেলে ডাকাত দল।
ঘটনা টের পেয়ে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবায় কল করে দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু ততক্ষণে ডাকাতরা সেখান থেকে সটকে পড়ে।
মাদ্রিদ পুলিশ জানিয়েছে, ডাকাতির কাজে ব্যবহৃত তিনটিই চোরাই গাড়ি। তাই ডাকাতদের চিহ্নিত করা বেশ কঠিন। তবে আশপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে তদন্তকাজ শুরু করে দিয়েছে তারা।
ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদের অফিশিয়াল স্টোরে অভিনব পন্থায় ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে সান্তিয়াগো বার্নাব্যু ঘেঁষা এই দোকানে ডাকাতি হয়ে বলে জানা গেছে।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, সকাল ৬টার দিকে তিনটি গাড়ি নিয়ে দোকানের সামনে আসে ডাকাত দল। তারা একটি গাড়ি চালিয়ে দোকানের সামনের কাচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এরপর দ্রুতই একের পর এক ক্রীড়া সামগ্রী অন্য দুই গাড়িতে বোঝাই করতে থাকে।
দোকানটিতে রিয়াল মাদ্রিদের জার্সি থেকে শুরু করে ক্লাবের সব মার্চেন্ডাইজ পণ্য ছিল। সেগুলো দিয়েই গাড়ি বোঝাই করে ফেলে ডাকাত দল।
ঘটনা টের পেয়ে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবায় কল করে দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু ততক্ষণে ডাকাতরা সেখান থেকে সটকে পড়ে।
মাদ্রিদ পুলিশ জানিয়েছে, ডাকাতির কাজে ব্যবহৃত তিনটিই চোরাই গাড়ি। তাই ডাকাতদের চিহ্নিত করা বেশ কঠিন। তবে আশপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে তদন্তকাজ শুরু করে দিয়েছে তারা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১৬ মিনিট আগেবুলাওয়েতে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। তারপরও সিকান্দার রাজা (৩৯) ও টেলএন্ডার রিচার্ড এনগারাভার (৪৮) কার্যকরী দুটি ইনিংসের সৌজন্যে ২০৫ রান তোলে তারা।
২১ মিনিট আগে২০ মিনিটের ব্যবধানে আইপিএল পেল সবচেয়ে দামি নতুন ক্রিকেটার। আজ জেদ্দার আবাদি আল জোহার অ্যারেনায় প্রথমে ইতিহাস গড়ে শ্রেয়াস আইয়ারকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস। গতবারের নিলামে সব থেকে বেশি দামি ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছিলেন মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার পেসারকে দলে নিয়েছিল কলকাতা নাইট
২ ঘণ্টা আগেএভাবেও ফিরে আসা যায়—পার্থে ভারতের ঘুরে দাঁড়ানো দেখে যেকোনো ক্রিকেটপ্রেমীরই এই গান মনে পড়বে। প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করেছে রানের পাহাড়। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি করেছেন সেঞ্চুরি। পার্থ টেস্ট জিততে অস্ট্রেলিয়ার এখন করতে হবে অলৌকিক কিছুই।
৩ ঘণ্টা আগে