জার্মানিতে যোগ্য সম্মান পাননি ক্রুস

ক্রীড়া ডেস্ক, ঢাকা
প্রকাশ : ০৪ জুলাই ২০২১, ২৩: ০০

টনি ক্রুস জার্মানির জার্সিতে খেলেছেন ১১ বছর। জাতীয় দলে লম্বা সময় খেলেও যোগ্য সম্মান পাননি বলে মন্তব্য করেছেন এই মিডফিল্ডার। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে হেরে শেষ হয়ে যায় ফেবারিট জার্মানির ইউরো অভিযান। এরপর জাতীয় দলকে বিদায়ও বলে দেন তিনি।

জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ক্রুস। কিন্তু জাতীয় দলের হয়ে তাঁর এই অবদান অনেকে মনে রাখেননি দাবি করে ক্রুস বলেছেন, ‘কাউকে আমি দায়ী করতে চাচ্ছি না। জার্মানিতে অনেক ভক্ত সমর্থক আমার প্রশংসা করেছেন। একই সঙ্গে আমার মনে হয়েছে, দীর্ঘ ১১ বছরে জার্মানির হয়ে আমার পারফরম্যান্স অনেকে মনে রাখেননি। স্পেনে ব্যাপারটা একটু ভিন্ন। রিয়ালে প্রথম ম্যাচ খেলার দিন থেকেই সবাই আমাকে সমর্থন দিয়ে আসছেন।’

জাতীয় দলের হয়ে অবসর নিলেও এখনই খেলা ছাড়ছেন না ক্রুস। এখন শুধু স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়েই খেলা চালিয়ে যেতে চান তিনি। নিজের ক্লাব ক্যারিয়ারের ইতিও তিনি টানতে চান রিয়ালে।

ক্রুস রিয়ালের হয়ে খেলছেন সাত বছর ধরে। এই ক্লাবের হয়ে লিগ শিরোপা ও চ্যাম্পিয়নস লিগও জিতেছেন তিনি। তাই শেষটাও এখানে করার ইচ্ছে তাঁর। জার্মান এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্রুস বলেছেন, ‘রিয়ালের সঙ্গে আরও কত বছরের চুক্তি বাড়বে এখনো ঠিক হয়নি। এক বা দুই বছর হতে পারে। তবে রিয়ালেই যে অবসর নিচ্ছি এটা একরকম নিশ্চিত।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত