ক্রীড়া ডেস্ক
ইন্টার মায়ামিতে আজ লিওনেল মেসির দিনটা ছিল ‘মিশ্র অনুভূতির’ এক দিন। গোল করে দলকে তো তিনি জিতিয়েছেন। একই সঙ্গে আর্জেন্টিনার এই ফরোয়ার্ড ক্লাবের হয়ে প্রথম হলুদ কার্ডও দেখলেন। তবে বিপক্ষ দলের কোচের কাছে তা একটু কমই হয়েছে বলে মনে হচ্ছে।
ডিআরভি পিএনকে স্টেডিয়ামে লিগ কাপের রাউন্ড অব ৩২ এর ম্যাচে মুখোমুখি হয়েছে ইন্টার মায়ামি ও অরলান্ডো সিটি। ম্যাচের ২১ মিনিটে অরলান্ডোর এক খেলোয়াড়কে ফাউল করেন মেসি। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি। এছাড়া প্রথমার্ধের শেষে বিরতির সময়ে অরলান্ডোর মিডফিল্ডার সিজার আরাউহোর সঙ্গে ধাক্কাধাক্বি হয়েছে মেসির। এই ঘটনায় আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে রেফারি হলুদ কার্ড দেননি। যা হলে মায়ামির জার্সিতে প্রথম লাল কার্ডও পাওয়া হতো তাঁর (মেসি)। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে অরলান্ডো সিটির কোচ অস্কার প্যারেজা ম্যাচ শেষে সাংবাদিকদের বলেন, ‘আজ রাতটা ছিল সার্কাস। মেসির দ্বিতীয় হলুদ কার্ড পাওয়া উচিত ছিল (যা দেওয়া হয়নি। সে যদি মেসিও হয়, তাও আমার বলতে কোনো দ্বিধা নেই। আমরা খুবই হতাশ। এই ম্যাচে এমন কিছু ঘটনা ঘটেছে, যা হওয়া উচিত হয়নি।’
অরলান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়ে লিগ কাপের শেষ ষোলোয় পৌঁছেছে ইন্টার মায়ামি। এই ম্যাচে জোড়া গোল করেন মেসি ও আরেক গোল করেন জোসেফ মার্তিনেজ। তাছাড়া মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৫ গোল করেছেন মেসি ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন। সব ম্যাচই তিনি খেলেছেন লিগ কাপে। এর আগে লিগ কাপে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে মায়ামি। সেই ম্যাচে দুই গোল করেছিলেন ও অ্যাসিস্ট করেছিলেন এক গোলে। এরপর পরশু লিগ কাপের শেষ ষোলোর ম্যাচে মায়ামির প্রতিপক্ষ এফসি ডালাস।
ইন্টার মায়ামিতে আজ লিওনেল মেসির দিনটা ছিল ‘মিশ্র অনুভূতির’ এক দিন। গোল করে দলকে তো তিনি জিতিয়েছেন। একই সঙ্গে আর্জেন্টিনার এই ফরোয়ার্ড ক্লাবের হয়ে প্রথম হলুদ কার্ডও দেখলেন। তবে বিপক্ষ দলের কোচের কাছে তা একটু কমই হয়েছে বলে মনে হচ্ছে।
ডিআরভি পিএনকে স্টেডিয়ামে লিগ কাপের রাউন্ড অব ৩২ এর ম্যাচে মুখোমুখি হয়েছে ইন্টার মায়ামি ও অরলান্ডো সিটি। ম্যাচের ২১ মিনিটে অরলান্ডোর এক খেলোয়াড়কে ফাউল করেন মেসি। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি। এছাড়া প্রথমার্ধের শেষে বিরতির সময়ে অরলান্ডোর মিডফিল্ডার সিজার আরাউহোর সঙ্গে ধাক্কাধাক্বি হয়েছে মেসির। এই ঘটনায় আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে রেফারি হলুদ কার্ড দেননি। যা হলে মায়ামির জার্সিতে প্রথম লাল কার্ডও পাওয়া হতো তাঁর (মেসি)। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে অরলান্ডো সিটির কোচ অস্কার প্যারেজা ম্যাচ শেষে সাংবাদিকদের বলেন, ‘আজ রাতটা ছিল সার্কাস। মেসির দ্বিতীয় হলুদ কার্ড পাওয়া উচিত ছিল (যা দেওয়া হয়নি। সে যদি মেসিও হয়, তাও আমার বলতে কোনো দ্বিধা নেই। আমরা খুবই হতাশ। এই ম্যাচে এমন কিছু ঘটনা ঘটেছে, যা হওয়া উচিত হয়নি।’
অরলান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়ে লিগ কাপের শেষ ষোলোয় পৌঁছেছে ইন্টার মায়ামি। এই ম্যাচে জোড়া গোল করেন মেসি ও আরেক গোল করেন জোসেফ মার্তিনেজ। তাছাড়া মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৫ গোল করেছেন মেসি ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন। সব ম্যাচই তিনি খেলেছেন লিগ কাপে। এর আগে লিগ কাপে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে মায়ামি। সেই ম্যাচে দুই গোল করেছিলেন ও অ্যাসিস্ট করেছিলেন এক গোলে। এরপর পরশু লিগ কাপের শেষ ষোলোর ম্যাচে মায়ামির প্রতিপক্ষ এফসি ডালাস।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৫ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৬ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৬ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৭ ঘণ্টা আগে