গত কয়েক রাত নিশ্চিত ঠিকঠাক ঘুমাতে পারেননি রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। একের পর এক অডিও রেকর্ড ফাঁসের ঘটনায় টালমাটাল অবস্থায় আছেন তিনি। এটি রিয়ালের সাম্প্রতিক দুরবস্থাকে আরও জটিল করে তুলেছে।
ফাঁস হওয়া বিভিন্ন সময়ের অডিও রেকর্ডগুলোয় পেরেজকে কিংবদন্তি রাউল গঞ্জালেস, ইকার ক্যাসিয়াস, ক্রিস্টিয়ানো রোনালদো ও সাবেক কোচ জোসে মরিনহোকে নিয়ে বিষোদ্গার করতে শোনা গেছে। যেখানে তিনি রাউল ও ক্যাসিয়াসকে ‘প্রতারক’ বলেছেন! রোনালদো এবং মরিনহোকে বলেছেন ‘উন্মাদ’! এই অডিও রেকর্ডগুলো ফাঁস হওয়ার পর বেশ বিপাকে পড়েছেন রিয়াল সভাপতি।
অডিও বিতর্কের সঙ্গে যুক্ত হয়েছে করোনাকালীন অর্থনৈতিক বিপর্যয়ও। সম্প্রতি রিয়াল ২০২০–২১ অর্থবছরের হিসাবনিকাশ প্রকাশ করেছে। যেখানে বলা হচ্ছে, ২০২০ সালের মার্চ থেকে করোনা মহামারির কারণে দলটি আয় হারিয়েছে আনুমানিক ৩০০ মিলিয়ন ইউরো। এর মধ্যেই সংস্কারকাজ চলছে ক্লাবের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুর। এখন বিপর্যয়ের মধ্যেই মাঠ সংস্কারে বড় অঙ্কের অর্থ খরচ করতে হচ্ছে রিয়ালকে।
আর্থিক ক্ষতির বাইরে মাঠেও রিয়ালকে বেশ ভুগতে হচ্ছে। রিয়ালের বিপর্যয়ের শুরু শূন্যহাতে মৌসুম শেষ করে। এ ব্যর্থতায় পদ ছাড়েন রিয়াল কোচ জিনেদিন জিদান। বিদায়ের পরে এক খোলা চিঠিতে জিদান বলেছেন, ক্লাবের কাছ থেকে যথেষ্ট সমর্থন পাননি তিনি। এরপর রিয়াল ছাড়ার ঘোষণা দেন আরেক ক্লাব কিংবদন্তি সার্জিও রামোসও। রামোস চেয়েছিলেন, ক্লাবে থেকে যেতে, কিন্তু শেষ পর্যন্ত ক্লাবের অসহযোগিতায় সেটি আর সম্ভব হয়নি। রামোসের বিদায়ে একটি বর্ণাঢ্য যুগের ইতি টেনেছে রিয়াল। এখান থেকে নতুন পথের শুরুটাও উজ্জ্বল নয়।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে সফল দল রিয়াল এই মুহূর্তে কঠিন এক ক্রান্তিকাল পার করছে। যখন দলবদলের মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকার সময়, তখন খোদ ক্লাব সভাপতিকেই সামলাতে হচ্ছে তাঁকে নিয়ে সামনে আসা বিব্রতকর সব খবর। এখন পর্যন্ত বড় কোনো তারকাকে দলে ভেড়ানোর সম্ভাবনাও তৈরি হয়নি। কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেনসহ কিছু নাম সামনে এলেও এখনো গুঞ্জনের পর্যায়েই আছে। দলের অর্থনৈতিক পরিস্থিতিও বড় নাম আনার পক্ষে কথা বলছে না। জিদানের বদলে দায়িত্ব নেওয়া কোচ কার্লো আনচেলেত্তির জন্য কাজটা ক্রমেই কঠিন হয়ে পড়ছে।
পাশাপাশি খরচ কমাতে এডেন হ্যাজার্ড–রাফায়েল ভারানেদের মতো তারকাদের রিয়াল ছেড়ে দিতে পারে—এমন খবরও সামনে এসেছে। এই পরিস্থিতিতে সামনের মৌসুমটা রিয়ালের বেশ কঠিনই হতে যাচ্ছে।
গত কয়েক রাত নিশ্চিত ঠিকঠাক ঘুমাতে পারেননি রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। একের পর এক অডিও রেকর্ড ফাঁসের ঘটনায় টালমাটাল অবস্থায় আছেন তিনি। এটি রিয়ালের সাম্প্রতিক দুরবস্থাকে আরও জটিল করে তুলেছে।
ফাঁস হওয়া বিভিন্ন সময়ের অডিও রেকর্ডগুলোয় পেরেজকে কিংবদন্তি রাউল গঞ্জালেস, ইকার ক্যাসিয়াস, ক্রিস্টিয়ানো রোনালদো ও সাবেক কোচ জোসে মরিনহোকে নিয়ে বিষোদ্গার করতে শোনা গেছে। যেখানে তিনি রাউল ও ক্যাসিয়াসকে ‘প্রতারক’ বলেছেন! রোনালদো এবং মরিনহোকে বলেছেন ‘উন্মাদ’! এই অডিও রেকর্ডগুলো ফাঁস হওয়ার পর বেশ বিপাকে পড়েছেন রিয়াল সভাপতি।
অডিও বিতর্কের সঙ্গে যুক্ত হয়েছে করোনাকালীন অর্থনৈতিক বিপর্যয়ও। সম্প্রতি রিয়াল ২০২০–২১ অর্থবছরের হিসাবনিকাশ প্রকাশ করেছে। যেখানে বলা হচ্ছে, ২০২০ সালের মার্চ থেকে করোনা মহামারির কারণে দলটি আয় হারিয়েছে আনুমানিক ৩০০ মিলিয়ন ইউরো। এর মধ্যেই সংস্কারকাজ চলছে ক্লাবের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুর। এখন বিপর্যয়ের মধ্যেই মাঠ সংস্কারে বড় অঙ্কের অর্থ খরচ করতে হচ্ছে রিয়ালকে।
আর্থিক ক্ষতির বাইরে মাঠেও রিয়ালকে বেশ ভুগতে হচ্ছে। রিয়ালের বিপর্যয়ের শুরু শূন্যহাতে মৌসুম শেষ করে। এ ব্যর্থতায় পদ ছাড়েন রিয়াল কোচ জিনেদিন জিদান। বিদায়ের পরে এক খোলা চিঠিতে জিদান বলেছেন, ক্লাবের কাছ থেকে যথেষ্ট সমর্থন পাননি তিনি। এরপর রিয়াল ছাড়ার ঘোষণা দেন আরেক ক্লাব কিংবদন্তি সার্জিও রামোসও। রামোস চেয়েছিলেন, ক্লাবে থেকে যেতে, কিন্তু শেষ পর্যন্ত ক্লাবের অসহযোগিতায় সেটি আর সম্ভব হয়নি। রামোসের বিদায়ে একটি বর্ণাঢ্য যুগের ইতি টেনেছে রিয়াল। এখান থেকে নতুন পথের শুরুটাও উজ্জ্বল নয়।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে সফল দল রিয়াল এই মুহূর্তে কঠিন এক ক্রান্তিকাল পার করছে। যখন দলবদলের মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকার সময়, তখন খোদ ক্লাব সভাপতিকেই সামলাতে হচ্ছে তাঁকে নিয়ে সামনে আসা বিব্রতকর সব খবর। এখন পর্যন্ত বড় কোনো তারকাকে দলে ভেড়ানোর সম্ভাবনাও তৈরি হয়নি। কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেনসহ কিছু নাম সামনে এলেও এখনো গুঞ্জনের পর্যায়েই আছে। দলের অর্থনৈতিক পরিস্থিতিও বড় নাম আনার পক্ষে কথা বলছে না। জিদানের বদলে দায়িত্ব নেওয়া কোচ কার্লো আনচেলেত্তির জন্য কাজটা ক্রমেই কঠিন হয়ে পড়ছে।
পাশাপাশি খরচ কমাতে এডেন হ্যাজার্ড–রাফায়েল ভারানেদের মতো তারকাদের রিয়াল ছেড়ে দিতে পারে—এমন খবরও সামনে এসেছে। এই পরিস্থিতিতে সামনের মৌসুমটা রিয়ালের বেশ কঠিনই হতে যাচ্ছে।
বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদ গত আগস্টে দায়িত্ব নেওয়ার পর আর সব খাতের মতো সংস্কারের ঘোষণা দিয়েছিলেন। প্রায় আট মাস আগে দায়িত্ব নিয়ে তিনি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, আগের বোর্ড পরিচালনায় পাওয়া কিছু অসংগতির তদন্তে একটি বেসরকারি নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অডিট করাবেন।
৩ ঘণ্টা আগেএকের পর এক রেকর্ড গড়েই চলেছেন নিগার সুলতানা জ্যোতিরা। আর তাতে বিশ্বকাপ বাছাইয়ে নতুন উচ্চতায় দল। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ দলীয় স্কোর, রানের হিসাবে সবচেয়ে বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েন মেয়েরা। রেকর্ড গড়ার এই জয়ের ধারা ধরে রেখে
১০ ঘণ্টা আগেস্টেডিয়ামের উন্নয়ন ও সংস্কার প্রকল্পের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছ থেকে বাড়তি ২৫ লাখ ডলার (৩০ কোটি ৪০ লাখ টাকা) পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মালয়েশিয়ার কুয়ালালামপুরে গত ১২ এপ্রিল হয়েছে এএফসির কংগ্রেস। সেখানে অংশ নিয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল...
১০ ঘণ্টা আগেরিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ নিয়ে যতটা হাইপ—ইন্টার মিলান ঠিক বিপরীত মেরুতে। নিভৃতে যেন বাধা ডিঙিয়ে ডিঙিয়ে ছুটছে সিমোন ইনজাঘির ‘আন্ডাররেটেড মাস্টারপিস’। যারা ২০২৪-২৫ মৌসুমে ইন্টারের খেলা দেখেন তাঁরা হয়তো ইনজাঘির মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল স্কালোনিরও মাঝে মাঝে সমন্বয়ও খুঁজে পেতে পারেন।
১১ ঘণ্টা আগে